প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন ও বিগত সালের বোর্ড প্রশ্ন জানতে পারবেন এই পোস্ট থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিগত সালের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডিগ্রি থেকে মাস্টার্স এর সকল বিষয়/পত্রের বোর্ড প্রশ্ন ও সমাধান এখানে দেয়া হলো। পর্যায়ক্রমে সকল বিষয়ের দেয়া হবে। আপডেট পেতে নিয়মিত এই ওয়েবসাইট https://suggestionworld24.com/ চেক করুন।
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
বিষয়: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
ক- বিভাগ
১. রাষ্ট্র চিন্তা কি?
২. প্লেটো কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করে?
৩. রাষ্ট্রচিন্তার ৩ জন প্রাচীন দার্শনিকের নাম লিখ।
৪.এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
৫. ক্ষমতার নিয়ণ্ত্রন ও ভারসাম্য নীতি প্রথম ব্যাখ্যা করেন কে?
৬. ডেমিী কি?
৭. প্লেটোর রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি কী?
৮. প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান?
৯. প্লেটোর লিখিত বিখ্যাতগ্রন্থটির নাম লিখ।
১০. প্লেটোর অঅদর্শ? রাষ্ট্রে কয়টি শ্রেণি বিদ্যমান এবং কি কি?
১১.প্লেটোর কল্পিত শিক্ষাব্যবস্থার প্রাথমিক পর্ব শুরু হয় কত বছরে?
১২.প্লেটোর মতে ন্যায় ধর্ম কি?
১৩. প্লেটোর মতে কোন মানবাত্না কয়টি অংশে বিভক্ত?
১৪. প্লেটোর মতে কোন শ্রেণি প্রজ্ঞার অধিকারী?
১৫. তুমি কি প্লেটোকে একজন রাজনৈতিক বাস্তববাদী বলে মনে কর?
১৬. এরিস্টটলের কয়েকটি উল্লেখযোগ্য রচনার নাম লেখ।
১৭. The politics গ্রন্থের রচয়িতা কে?
১৮. রাষ্ট্রদর্শনে এরিস্টটল অনুসৃত পদ্ধতির নাম কি?
১৯. এরিস্টটলের মূল গ্রন্থ কোনটি?
২০. এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি?
২১. কোন দুই নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
২২. প্রকৃতিগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব” কে বলেছেন?
২৩. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি?
২৪. মধ্যযুগের কয়েকজন উল্লেখযোগ্য দার্শনিকের নাম লিখ।
২৫. সেন্ট অগাস্টিন কখন, কোথায় জন্মগ্রহণ করেন?
২৬. প্যাগান কারা?
২৭. কাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়?
২৮.অধ্যাপক ম্যুর কাকে চৌদ্দ শতকের শ্রেষ্ঠ দার্শনিক বলেছেন?
২৯. মধ্যযুহগ গণতন্ত্রের ভিত্তি কে রচনা করেন?
৩০. রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়?
৩১. রেনেসা মূলত কী?
৩২. রেনেসাঁ শব্দের অর্থ কী?
৩৩. আভিধানিক অর্থে রেনেসাঁ কী?
৩৪. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
৩৫. রাষ্ট্রের স্বার্থই বড় স্বার্থ । উক্তিটি কার?
৩৬. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি?
৩৭. কে প্রথম জাতি রাষ্ট্রের ধারনা ব্যক্ত করেন?
৩৮. সর্বাত্নকবাদী গণতন্ত্রী কাকে বলে?
৩৯. মন্টেস্কুর সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
৪০. The sprit of laws কার লেখা?
৪১. ক্ষমতা স্বন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
৪২. ক্ষমতা স্বতন্ত্রীকরন একান্ত প্রয়োজন উক্তিটি কার?
৪৩. Das Capital কার রচনা?
৪৪. ‘বিখ্যাত কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক গ্রন্থের লেখক কে?
৪৫. কার্ল মার্কসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
৪৬. কার্ল মার্কসের কোন গ্রন্থটি রুশ বিপ্লবের প্রেরণা যোগায়?
৪৭. মার্কসবাদের ভিত্তি কি?
৪৮. রেনেসাঁ বলতে কি বুঝ?
৪৯. ম্যাকিয়াভেলিবাদ কি?
৫০. ম্যাকিয়াভেলির মতে, শাসকের গুণাবলি কি?
৫১. “জীবন বিশ্রী, পাশবিক ও সাময়িক” হবস-এর এই উক্তিটি সংক্ষেপে পর্যালোচনা কর।
৫২. জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা কর।
৫৩. গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর।
৫৪. রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব বর্ণনা কর।
৫৫. রুশো কিভাবে সকলের ইচ্ছা ও সাধারণ ইচ্ছার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন?
৫৬. স্বাধীনতার ধারণা ব্যাখ্যা কর।
৫৭. কার্ল মার্কসের শ্রেণি সংগ্রাম তত্ত্ব সম্পর্কে কি জান?
৫৮. আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগেুলো আলোচনা কর।
৫৯. ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর।
৬০. রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর।
৬১. হবসের সামাজিক চুক্তির প্রকৃতি বর্ণনা কর।
৬২. মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।
৬৩. জন লককে সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় কেন?
৬৪. জন লক-এর সম্পত্তি সংক্রান্ত মতবাদটি আলোচনা কর।
৬৫. রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়? ব্যাখ্যা কর।
৬৬. রুশোর ‘সাধারণ ইচ্ছা’ তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর।
৬৭. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে মন্টেস্কুর ধারণা বর্ণনা কর।
৬৮. কার্ল মার্কসের শ্রেণি সংগ্রামতত্ত্ব আলোচনা কর।
Good
মাস্টার্স পরীক্ষা ইতিহাস বিভাগের ৩১১৫০৩ কোড এর ২০১৬/২০১৭ সালের প্রশ্ন