ডিগ্রি ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন Degree Question 2024

ডিগ্রি ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন Degree Question 2023 পাবেন আমাদের https://suggestionworld24.com/ এই ওয়েবসাইটে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি, প্রিলিমিনারী টু মাস্টার্স ও মাস্টার্স শেষ বর্ষের বিগত সালের বোর্ড প্রশ্নসাজেশন নিয়মিত পোস্ট করা হবে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ, পরীক্ষার রুটিনসহ পাবেন। প্রতিদিন আপডেট করা হচ্ছে, তাই নিয়মিত এখানে চেক করুন এবং শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন অনুগ্রহ করে।

বিগত সালের প্রশ্ন 2024

nu.ac.bd

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন 2024

বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৪ ( অনুষ্ঠিত-১৯/১১/২০১৫)

বিষয় কোড: 111501

আরও পড়ুন: অনার্স, ডিগ্রি ও মাস্টার্সের বিগত সালের বোর্ড প্রশ্ন ক্লিক করুন এখানে

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

ক) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়?

উত্তর: ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়।

খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?

উত্তর: চর্যাপদ

গ) ‘দ্বি-জাতি’ তত্বের প্রবর্তক কে?

উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ

ঘ) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?

উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ

ঙ) ভাষা আন্দোলনের দু‘জন শহিদের নাম লিখ।

উত্তর: রফিক ও শফিক

চ) পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

উত্তর: ইস্কান্দার মির্জা

ছ) কোন ‘কর্মসূচী বাঙালির ম্যাগনাকার্টা’ নামে পরিচিত?

উত্তর: ছয় দফা ‘কর্মসূচী বাঙালির ম্যাগনাকার্টা’ নামে পরিচিত।

জ) ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উত্তর: অপারেশন সার্চলাইট

ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: তাজউদ্দিন আহমেদ।

ঞ) বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

ট) বাকশাল এর পূর্ণরূপ কী?

উত্তর: বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ।

ঠ) বঙ্গবন্ধু কত তারিখে সপরিবার নিহত হন?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট।

খ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ।

৩। বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?

৪। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর।

৫। সামরিক শাসন কী? সামরিক শাসনের তিনটি বৈশিষ্ট্য লিখ।

৬। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর।

৭। অপারেশন সার্চলাইট বলতে কি বুঝ?

৮। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯। সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন কর।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর।

১১। উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর ফলাফল ব্যাখ্যা কর।

১২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনাপ্রবাহের বিবরণ দাও।

১৩। পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য পর্যালোচনা কর।

১৪। ১৯৬৬ সালের ছয়-দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লিখ।

১৫। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা কর।

১৬। মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা কর।

১৭। যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

ডিগ্রি ১ম বর্ষ বোর্ড প্রশ্ন 2024

বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৫ ( অনুষ্ঠিত-১৩/০৮/২০১৬)

বিষয় কোড: 111501

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?

উত্তর: বাংলাদেশের বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড়, ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং যার অপর নাম বিজয় বা মদক মুয়াল; রুমা, বান্দরবান জেলায় অবস্থিত।

খ) কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?

উত্তর: বৈদিক সাহিত্য ‘ঋগ্বেদের’ ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে পাওয়া যায়।

গ) বঙ্গভঙ্গ কখন হয়?

উত্তর: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।

ঘ) অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

উত্তর: অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ঙ) ঐতিহাসিক “লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?

উত্তর: ঐতিহাসিক “লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন শেরে বাংলা এ. কে ফজলুল হক।

চ) কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?

উত্তর: ভারত স্বাধীনতা আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল।

ছ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

জ) মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারী করেন?

উত্তর: সামরিক শাসক আইয়ুব খান

ঝ) ঐতিহাসিক ছয়দফা কবে, কোথায় ঘোষিত হয়?

উত্তর: ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের ৫ জানুয়ারি লাহোরে ঘোষিত হয়

ঞ) শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯; রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

ট) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তর: ১১ টি সেক্টরে বিভক্ত ছিল।

ঠ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?

উত্তর: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ।

খ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

৩। বাঙালি ‘সংকর’জাতি-ব্যাখ্যা কর।

৪। দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৫। ভাষা আন্দোলনের গুরুত্ব লিখ।

৬। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি?

৭। ছয়দফা কর্মসূচীকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কেন?

৮। আগরতলা মামলার কারণ কি ছিল?

৯। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর।

১১। লাহোর প্রস্তাব কি? এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।

১২। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির বর্ণনা কর।

১৩। ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।

১৪। পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ পর্যালোচনা কর।

১৫। ১৯৭১ সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও।

১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর।

১৭। ১৯৭২ সালে সংবিধানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ পেতে ক্লিক করুন

 

ডিগ্রি ১ম বর্ষ আগের বছরের প্রশ্ন 2024

বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৬ ( অনুষ্ঠিত-০৬/০৫/২০১৭)

বিষয় কোড: 111501

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

ক) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা (দৈর্ঘ্য ৬৬৯ কি.মি.)।

খ) বাংলা সাহিত্যর আদি নিদর্শনের নাম কী?

উত্তর: বাংলা সাহিত্যর আদি নিদর্শন হলো- চর্যাপদ

গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ঘ) “দ্বি-জাতি তত্ত্বের” প্রবর্তক কে?

উত্তর: দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহাম্মদ আলী জিন্নাহ।

ঙ) ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?

উত্তর: ভারত স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭ সালের ১৮ জুলাই।

চ) মৌলিক গণতন্ত্রের কতজনের ভোটাধিকার ছিল?

উত্তর: ৮০ হাজার।

ছ) “তমুদ্দুন মজলিস” কার নেতৃত্বে গঠিত হয়েছিল?

উত্তর: অধ্যাপক আবুল কাশেম

জ) ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

উত্তর: ২১ দফা কর্মসূচি ঘোষণা করেন।

ঝ) LFO এর পূর্ণরূপ কী?

উত্তর: LFO এর পূর্ণরূপ হলো-Legal Framework Order.

ঞ) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

উত্তর: ভারত

ট) বাকশাল এর পূর্ণরূপ কী?

উত্তর: বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ।

ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর।

খ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। বাংলাদেশের ইতিহাসে ভৌগোলিক প্রভাব আলোচনা কর।

৩। সাম্প্রদায়িকতা বলতে কি ‍বুঝ?

৪। ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর।

৫। জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

৬। পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা কর।

৭। বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্য কাহিনী কী?

৮। অপারেশন সার্চলাইট বলতে কি বুঝ?

৯। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকান্ডের একটি চিত্র তুলে ধর।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা কর।

১১। ১৯৪৭ সালে ভারত বিভক্তির কারণ উল্লেখ কর।

১২। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিবরণ দাও।

১৩। ১৯৬২ সালের ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জান লিখ।

১৪। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায় তুলে ধর।

১৫। বঙ্গবন্ধুর ৭ মার্চের (১৯৭১) ঐতিহাসিক ভাষণ মূল্যায়ন কর।

১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর।

১৭। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

আরও পড়ুন: অনার্স, ডিগ্রি ও মাস্টার্সের বিগত সালের বোর্ড প্রশ্ন ক্লিক করুন এখানে

 

ডিগ্রি ১ম বর্ষ বোর্ড প্রশ্ন 2024

বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৭ ( অনুষ্ঠিত-১২/০৫/২০১৮)

বিষয় কোড: 111501

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

ক) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষা।

খ) বঙ্গভঙ্গ কখন হয়?

উত্তর: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।

গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ঘ) অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

উত্তর: অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ঙ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উত্তর: ১ অক্টোবর ১৯৪৭ সালে।

চ) আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়?

উত্তর: ২৩ জুন ১৯৪৯ সালে।

ছ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল?

উত্তর: ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

জ) মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন?

উত্তর: সামরিক শাসক আইয়ুব খান।

ঝ) কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?

উত্তর: ১৯৬৬ সালের ছয় দফা দাবি বা কর্মসূচিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়।

ঞ) ২৫শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উত্তর: ২৫শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট।

ট) শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯; রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

ঠ) ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

খ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

৩। বাঙালি সংকর জাতি-ব্যাখ্যা কর।

৪। “দ্বি-জাতি তত্ত্ব” সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৫। বসু-সোহরাওয়ার্দী চুক্তি কি?

৬। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর।

৭। মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?

৮। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চ (১৯৭১) ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লিখ।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর।

১১। লাহোর প্রস্তাব কি? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর।

১৩। ১৯৫৪ সালের নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা কর।

১৪। ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর।

১৫। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও।

১৬। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর। এ নির্বাচনের আওয়ামী লীগের বিজয়ের কারণ কি ছিল?

১৭। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৮ ( অনুষ্ঠিত-২৭/০৪/২০১৯)

বিষয় কোড: 111501

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?

উত্তর: বাংলাদেশের বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড়, ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং যার অপর নাম বিজয় বা মদক মুয়াল; রুমা, বান্দরবান জেলায় অবস্থিত।

খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?

উত্তর: চর্যাপদ

গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ঘ) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর: শেরে বাংলা এ.কে ফজলুল হক

ঙ) পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

উত্তর: ১৯৫৬ সালের সংবিধানের বাংলােকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়।

চ) কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

উত্তর: অধ্যাপক আবুল কাশেম।

ছ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

জ) পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

উত্তর: পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন- ইস্কান্দার মির্জা

ঝ) EBDO এর পূর্ণরূপ কী?

উত্তর: EBDO এর পূর্ণরূপ হলো: Elective Bodies Disqualification Order.

ঞ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: তাজউদ্দিন আহমেদ

ট) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

উত্তর: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ।

ঠ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর: বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে।

খ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখ।

৩। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝ?

৪। অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ।

৫। সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ।

৬। আগরতলা ষড়যন্ত্র মামলার উপর টীকা লিখ।

৭। মহান মুক্তিযুদ্ধের যে কোন একটি সেক্টর সম্পর্কে আলোচনা কর।

৮। অপরেশন সার্চলাইট বলতে কী বুঝ?

৯। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ কর।

১১। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

১২। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা কর।

১৩। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।

১৪। ১৯৬৯ সালের গণ-অভ্যূত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর।

১৫। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর।

১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর।

১৭। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

বি:দ্র: অন্যান্য বিষয়েরও দেয়া হবে পর্যায়ক্রমে। তাই নিয়মিত এই ওয়েবসাইটে চেক করুন এবং কমেন্টে জানান। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x