অনার্স ১ম বর্ষ বোর্ড প্রশ্ন 2023

অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পাবেন আমাদের https://suggestionworld24.com/ এই ওয়েবসাইটে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি, প্রিলিমিনারী টু মাস্টার্স ও মাস্টার্স শেষ বর্ষের বিগত সালের বোর্ড প্রশ্নসাজেশন নিয়মিত পোস্ট করা হবে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ, পরীক্ষার রুটিনসহ পাবেন। প্রতিদিন আপডেট করা হচ্ছে, তাই নিয়মিত এখানে চেক করুন এবং শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন অনুগ্রহ করে।

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৪ ( অনুষ্ঠিত-২১/০৫/২০১৫)

১। যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও

ক. ভূ-প্রকৃতি বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?

খ. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

গ. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঘ. ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?

ঙ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

চ. মৌলিক গণতন্ত্রের  আদেশ কবে জারি করা হয়?

ছ. শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

জ. ২৫মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

ঝ. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ঞ. ১৯৭১সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ট. বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্য কর করা হয়?

ঠ. বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন?

খ-বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও

২.বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লিখ।

৩. বাঙ্গালি সংকর জাতি ব্যাখ্যা কর।

৪. দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।

৫. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কি?

৬. যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লিখ।

৭. মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।

৮.মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও

১০. বাংলাদেশের অধিবাসীদের  আর্থ-সামাজিক জীবনধারায় ভূ-প্রকৃতিক প্রভাব আলোচনা কর।

১১. উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর প্রভাব আলোচনা কর।

১২. লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

১৩. বাঙ্গালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

১৪. ছয়-দফা কর্মসূচিকে কেন বাঙ্গালির ‘ম্যাগনাকার্টা বলা হয়।

১৫. ১৯৬৯ সালের গণ-অভূত্থানের পটভূমি ও ফলাফল  আলোচনা কর।

১৬. ১৯৭২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ  আলোচনা কর।

১৭. যুদ্ধ বিদ্ধস্ত দেশপুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

স্বাধীন বাংলাদেশের অভূদ্যদয়ের ইতিহাস

পরীক্ষা-২০১৫( অনুষ্ঠিত-0৬/০২/২০১৬)

১. যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।

ক. বাংলাদেশের সবচেয়ে উচু পর্বতশৃঙ্গের নাম কি?

খ. পদ্ন েনদী মেঘনা নদীর সাথে মিশেছে?

গ. অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

ঘ. অঅওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

ঙ. কার নেতৃত্বে “তমুদ্দুন মজলিশ” গঠিত হয়?

চ. কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

ছ. PODOেএর পূর্ণরূপ লিখ।

জ. মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?

ঝ. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছি?

ঞ. ঐতিহাসিক ছয়দফা কবে, কোথায় ঘোষিত হয়।

ট. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন?

ঠ. বাংলাদেশের পতাকা কোথায় উত্তোলন করা হয়?

খ-বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর  দিতে হবে।

২। বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা কর।

৩। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝ?

৪। অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যেগ সম্পর্কে সংক্ষেপে লিখ।

৫। সামরিক শাসন বলতে কি বোঝ?

৬। “অপারেশন সার্চ লাইট” কী?

৭। ৭ মার্চ বঙ্গবন্ধুর শাসনের গুরুত্ব লিখ।

৮। মহান মুক্তিযুদ্ধের যেকোন ২টি সেক্টর সম্পর্কে লিখ।

৯। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ।

গ- বিভাগ

কোন ৫টি প্রশ্নের উত্তর দাও

১০। বাংলাদেশের জনগনের নৃতাত্ত্বিক পরিচয় দাও।

১১। বাংলাদেশের অর্থনীতির ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর।

১২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।

১৩। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট্রের বিজয়ের কারণ উল্লেখ কর ।

১৪। আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা কর।

১৫। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও।

১৬। স্বাধীন বাংলাদেশের অভূদয়ে ১৯৭০ সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল?

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদান আলোচনা কর।

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের  ইতিহাস

পরীক্ষা-২০১৬( অনুষ্ঠিত-0৯/০৫/২০১৭)

১. যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।

ক. বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?

খ. বাংলা দেশের সাংবিধানিক নাম লিখ।

গ. অখন্ড স্বাধীন বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন?

ঘ. ভারত স্বাধীনতা অঅইন কত সালে প্রণীত হয়?

ঙ. দ্বি-জাতি তত্বের প্রবর্তক কে?

চ. পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?

ছ. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?

জ. L.F.O এর পূর্ণরুপ কি?

ঝ. কোন কর্মসূচি বাঙ্গালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?

ঞ. ড.শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ট. ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

ঠ. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?

খ-বিভাগ

কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

২. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।

৩. ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝ?

৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষ্যম্যের বিবরণ দাও।

৫. আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।

৬. যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর।

৭. সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৮. আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল?

৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন কর।

গ-বিভাগ

যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১০. বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর।

১১. ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব , বিকাশ ও এর ফলাফল আলোচনা কর।

১২. অখন্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যার্থ হয়েছিল কনে?

১৩. লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর।

১৪. ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর।

১৫. ১৯৬৯ সালের গণঅভ্যূথানের কারণ ও তাৎপর্য় পর্যালোচনা কর।

১৬. মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণ না কর।

১৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কেিএকটি নিবন্ধ লিখ।

5 thoughts on “অনার্স ১ম বর্ষ বোর্ড প্রশ্ন 2023

  1. এই ২০২২ এ যে পরীক্ষা হলো,,,,অনার্স ১ম বর্ষের তার প্রশ্ন কীভাবে পাবো,,, physics department er Question,

    1. অপেক্ষা করুন এই ওয়েবসাইটে পর্যায়ক্রমে দেয়া হবে। নিয়মিত চেক করুন প্লিজ

  2. বিগত 2017-2020 অবধি সকল বোর্ড প্রশ্ন আর উত্তর কি দেওয়া যাবে?(বোটানি ডিপার্টমেন্ট)
    খুব উপকৃত হতাম।।বিশেষ করে:মেজর সাবজেক্ট গুলোর দিলে ভালো হতো।।অনুজীববিজ্ঞান, শৈবাল বিজ্ঞান,ছত্রাকবিজ্ঞানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x