অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন ২

 

 
 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়
পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা
ক- বিভাগ-অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। The Repulic গ্রন্থটি কার রচনা?
উত্তর: প্লেটো।
২। প্লেটোর একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর: ৩৮৭ খ্রিস্ট পূর্ব অব্দে।
৩। এরিস্টটলের মতে, সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর: পলিটি বা মধ্যতন্ত্র।
৪। ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন?
উত্তর: সেন্ট অগাস্টিন।
৫। সেন্ট অগাস্টিন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩৫৪ খ্রিস্টাব্দে।
৬। The History of Roam এর লেখক কে?
উত্তর: পলিবিয়াস।
৭। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
৯। ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ইতালির ফ্লোরেন্সে।
১০। লক সম্মতিকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর: দুই প্রকার।
১১। The Spirit of Law কার লেখা?
উত্তর: মণ্টেস্কু।
১৩। প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লিখ।
উত্তর : The Reublic.
১৪। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : একাডেমি।
১৫। এরিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কী?
উত্তর : The politics
১৬। পলিবিয়াস সরকারের শ্রেণিবিন্যাসে কোন দার্শনিক দ্বারা প্রভাবিত হয়েছিল?  
উত্তর : গ্রিক দার্শনিক এরিস্টটলের দ্বারা।
১৭। ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রথম ব্যাখ্যা করেন কে?
উত্তর : পলিবিয়াস।
১৮। প্লেটো তাঁর রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন? 
উত্তর : অবরোহ বা কাল্পনিক পদ্ধতি।
১৯। প্লেটোর রাষ্টদর্শনের মূল ভিত্তি কী?
উত্তর : ন্যায়বিচার।
২০। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাবে ভাগ করেছেন? উত্তর : ৩ ভাগে।
২১। প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয়ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।
২২। প্লেটোর শিক্ষকের নাম বল।
উত্তর : সক্রেটিস।
২১। প্লেটো কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : খ্রিস্টপূর্ব ৪২৭ অব্দে।

২৩। লকের মতে, সম্পত্তি কয় প্রকার?
উত্তর : ২ প্রকার।
২৪। ‘Virtue is knowledge’ মূলনীতিটি কার?
উত্তর : সক্রেটিস-এর।
২৫। প্লেটোর মতে, কোন শ্রেণি প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে?
উত্তর : প্লেটোর মতে, অভিভাবক শ্রেণি প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে।
২৬। প্লেটোর মতে ন্যায়নীতি কী?
উত্তর : ন্যায়নীতি হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক শ্রেণির নিজ কর্মসীমার মধ্যে কর্তব্য পালন করা।
২৭। মন্টেস্কুর বিখ্যাত মতবাদটি কী?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদ।
২৮। প্লেটোর আদর্শ রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?
উত্তর : শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান।
২৯। প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়স কত?
উত্তর : প্রাথমিক শিক্ষার বয়স ০-৬ বছর।
৩০। এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : লাইসিয়াম।
৩১। এরিস্টটল তাঁর আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর : আরোহ পদ্ধতি বা বাস্তবভিত্তিক পদ্ধতি।
৩২। The History of Rome গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : পলিবিয়াস।
৩৩। দুই তরবারি তত্তে¡র প্রবক্তা কে?
উত্তর : সেন্ট অগাস্টিন।
৩৪। ম্যাকিয়াভেলি লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর : The Prince. 

৩৫। ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন?
উত্তর : সেন্ট অগাস্টিন।
৩৬। কাকে প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর : প্লেটো।
৩৭। এরিস্টটলের মতে, সর্বোত্তম সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর : পলিটি বা মধ্যতন্ত্র।
৩৮। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : বিশ্বজনীনতাবাদ, সামন্তবাদ।
৩৯। “The city of God” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : টমাস একুইনাস।
৪০। “Summa Theologica” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : টমাস একুইনাস।
৪১। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।
৪২। প্লেটো তাঁর প্রস্তাবিত আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর : ৩ ভাগে।
৪৩। প্লেটোর রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি কী?
উত্তর : ন্যায়বিচার।
৪৪। প্লেটো তাঁর রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন? উত্তর : আরোহ পদ্ধতি।
৪৫। “শাসককে সিংহের মতো বলবান এবং শৃগালের মতো ধূর্ত হতে হবে”- এ কথা কে বলেছেন? উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।
৪৬। “মানব জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক স্বল্পায়ু”-এ উক্তিটি কার? উত্তর : টমাস হবস।
৪৭। “Leviathan” গ্রন্থটির লেখক কে?
উত্তর : টমাস হবস।
৪৮। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির জনক কে?
উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু।
৪৯। ‘‘Virtue is Knowledge- উক্তিটি কার?
উত্তর : সক্রেটিস-এর।
৫০। কাকে প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর : প্লেটোকে।
৫১। “Men is born free, but everywhere he is in chain” উক্তিটি কার? উত্তর : উক্তিটি জ্যাঁ জ্যাক রুশোর।
৫২। কোন দার্শনিকের লিখনী ফরাসি বিপ্লবকে উৎসাহিত করেছে?
উত্তর : জ্যাঁ জ্যাক রুশোর।
৫৩। মন্টেস্কুর বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর : The Spirit of the Law’s
৫৪। কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করেছে?
উত্তর : জ্যাঁ জ্যাক রুশো
৫৫। The Politics গ্রন্থটির লেখক কে?
উত্তর : এরস্টটল।
৫৬। মানবজীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী পাশবিক ও স্বল্প।উক্তিটি কার? উত্তর : টমাস হব্স।
৫৭। The Social Contract বইটি কার লেখা? উত্তর: রশোর।
৫৮। সর্বাত্মকবাদী গণতন্ত্র কাকে বলে?
উত্তর : যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ইত্যাদি অধিকার রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীনে থাকে তাকে সর্বাত্মকবাদী গণতন্ত্র বলে।
৫৯।  Leviathan বইটির লেখক কে?
উত্তর : টমাস হব্স।
৬০। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।
৬১। মধ্যযুগ অরাজনৈতিক-উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক ডানিং (Prof. Dunning)|
৬২। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : সেন্ট টমাস একুইনাসকে।
৬৩। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লিখ।
উত্তর : একডেমি।
৬৪। “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব” উক্তিটি কার? উত্তর : উক্তিটি করেছেন এরিস্টটল।
৬৫। এরিস্টটলের মতে, নিকৃষ্ট সরকার কোনটি?
উত্তর : গণতান্ত্রিক সরকার।
৬৬। “The Poliotics” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : গ্রিক দার্শনিক এরিস্টটল।
৬৭। এরিস্টটলের মতে আইনগত দাস কে?
উত্তর : যারা যুদ্ধে পরাজিত হয়ে ধরা পড়বে অর্থাৎ যুদ্ধ বন্দিদেরকে এরিস্টটল আইনগত দাস বলেছেন।
৬৮। কোন রোমান দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত?
উত্তর : সিসেরো।
৬৯। মন্টেস্কুর উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : The Spirit of Law.
৭০। সিসেরোর মতে, আইনের ভিত্তি কী?
উত্তর : ঐশ্বরিক আইন।
৭১। এরিস্টটলের মতে, রাষ্ট্র কী রূপ প্রতিষ্ঠান?
উত্তর : সর্বোচ্চ দার্শনিক প্রতিষ্ঠান।
৭২। জন লকের মতে, সম্পত্তি কী?
উত্তর : মানুষের জীবন, স্বাধীনতা এবং বৈষয়িক সম্পদকে বুঝায়।
৭৩। প্লেটোর মতে, কোন শ্রেণি প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে?
উত্তর : প্লেটোর মতে, উৎপাদক শ্রেণি প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে।
৭৪। প্লেটোর কোন গ্রন্থটিকে ‘সর্বাত্মকবাদের নীল নকশা’ বলে সমালোচনা করা হয়?
উত্তর : Plato-Gi The Republic
৭৫। মন্টেস্কুর মতে, স্বাধীনতার রক্ষাকবচ কী?
উত্তর : আইনের শাসন প্রতিষ্ঠা।
৭৬। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।
৭৭। ‘শাসককে সিংহের মতো বলবান এবং শৃগালের মতো ধূর্ত হতে হবে’-কে একথা বলেছেন? উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।
৭৮। “The History of Rome” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : পলিবিয়াস।
৭৯। ‘মধ্যযুগের এরিস্টটল’ বলা হয় কাকে?
উত্তর : সেন্ট টমাস একুইনাসকে।.
৭৯। দুই তরবারি তত্তে¡র প্রবক্তা কে?
উত্তর : সেন্ট অগাস্টিন।
৮০। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : একাডেমি।
৮১। প্লেটোর মতে কোন শ্রেণি প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে?
উত্তর : দার্শনিক শ্রেণি।

৮৩। “সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে।”উক্তিটি কার? উত্তর : এরিস্টটল।
৮৪। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উত্তর : চার প্রকার।
৮৫। The City of God” গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : সেন্ট অগাস্টিন।
৮৬। ÒThe PrinceÓ ” গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।
৮৭। “মানুষ তার পিতৃহত্যাকে ক্ষমা করে কিন্তু সম্পত্তিহরণকারীকে ক্ষমা করে না।” উক্তিটি কার? উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলির।
৮৮। একজন চুক্তিবাদী দার্শনিকের নাম লিখ।
উত্তর : টমাস হবস।
৮৯। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।
৯০। ‘সাধারণ ইচ্ছা তত্তে¡র’ প্রবক্তা কে?
উত্তর : জ্যাঁ জ্যাক রুশো।
৯১। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়ভাগে ভাগ করেছিলেন? উত্তর : ৩ ভাগে।
৯২। এরিস্টটল তাঁর রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন? উত্তর : আরোহ বা বাস্তবভিত্তিক পদ্ধতি।
৯৩। এরিস্টটলের মতে, সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? উত্তর : পলিটি বা মধ্যতন্ত্র।
৯৪। কাকে আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়? উত্তর : জন লককে
৯৫। মন্টেস্কুর বিখ্যাত বইয়ের নাম কী?
উত্তর : The Spirit of law’s
৯৬। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা?
উত্তর : দার্শনিক রাজা।
৯৭। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
উত্তর : সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ ও পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদ।
৯৮। রাজনীতিতে নৈতিকতার দ্বৈত মান-এর কথা কে বলেছেন?
উত্তর : ম্যাকিয়াভেলি।
৯৯। জন লক-এর মতে, ‘প্রাকৃতিক রাজ্যে’ জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল? উত্তর : ২টি। যথা ক. সামাজিক চুক্তি এবং খ. শাসন চুক্তি।
১০০। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : মন্টেস্কু।
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি আলোচনা কর।
২। প্লেটোর ন্যায়বিচার কি?
৩। তুমি কি মনে কর প্লেটো একজন সর্বাত্মকবাদী দার্শনিক?
৪। প্লেটোর সাম্যবাদ তত্ত¡টি আলোচনা কর।
৫। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাকে কি তুমি কাল্পনিক বলে মনে কর?
৬। প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তরগুলো আলোচনা কর।
৭। সংক্ষেপে রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান আলোচনা কর।
৮। এরিস্টটলের নাগরিকত্ব তত্ত¡টি কি?
৯। এরিস্টটলের সর্বোত্তম সরকারের বর্ণনা দাও।
১০। এরিস্টটলের দাসতত্ত¡ সংক্ষেপে বর্ণনা কর।
১১। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ লিখ।
১২। পলিটি কি?
১৩। সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত¡টি আলোচনা কর।
১৪। ম্যাকিয়াভেলিবাদ কি?
১৫। ম্যাকিয়াভেলির মতে, নৈতিকতার দ্বৈত মান কি?
১৬। ম্যাকিয়াভেলির মতে, শাসকের গুণাবলি কি?
১৭। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত¡টি আলোচনা কর।
১৮। অতি সংক্ষেপে মার্সিলিও অব পাদুয়ার অবদান আলোচনা কর।
১৯। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত¡টি আলোচনা কর।
২০। একুইনাসের আইনতত্ত¡টি আলোচনা কর।
২১। টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত¡টি আলোচনা কর।
২২। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?
২৩। গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর।
২৪। জন লকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্য কি কি?
২৫। মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা ব্যক্ত কর।
২৬। একুইনাসের আইন তত্ত¡টি ব্যাখ্যা কর।
২৭। রুশোর সামাজিক চুক্তি তত্ত¡ বর্ণনা কর।
২৮। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।
২৯। সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় কেন?
৩০। খ্রিস্ট্রীয় পান্ডিত্যবাদ বলতে কী বুঝ?

গ-বিভাগ-রচনামূলক প্রশ্ন
১। ‘প্লেটোর দি রিপাবলিক সর্বাত্মকবাদের নীলনক্সা’- উক্তিটি বিশ্লেষণ কর।
২। প্লেটোর ন্যায়ধর্ম তত্ত¡টি ব্যাখ্যা কর।
৩। প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৪। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়- ব্যাখ্যা কর।
৫। এরিস্টটলের মতে, বিপ্লবের সাধারণ কারণগুলো কি কি? আলোচনা কর।
৬। এরিসটটলের সরকারের শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা কর। তিনি কোন ধরনের সরকারকে উত্তম সরকার বলেছেন?
৭। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
৮। সেন্ট অগাস্টিনের বিধাতার রাষ্ট্র ও পার্থিব রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৯। জন লকের সম্মতি তত্ত¡ আলোচনা কর।
১০। রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান আলোচনা কর। অথবা, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন?
১১। মানব প্রকৃতি ও প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা ব্যাখ্যা কর।
১২। জন লকের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
১৩। রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় কেন?
১৪। টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্বটি আলোচনা কর।
১৫। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত¡টি সমালোচনাসহ বর্ণনা কর।
১৬। আধুনিক রাষ্ট্রচিন্তায় মণ্টেস্কুর অবদান আলোচনা কর।
১৭। সমালোচনাসহ মন্টেস্কুর ক্ষমতাস্বতন্ত্রীকরণ মতবাদটি বিশ্লেষণ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x