অনার্স ৩য় বর্ষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পার্ট-৬ Honours 3rd year Board Question 2023

অনার্স ৩য় বর্ষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পার্ট-৬ Honours 3rd year Board Question 2023 পাবেন এই পোস্ট। পোস্টের মধ্যে বাকি পার্ট গুলোরও লিংক দেয়া হয়েছে দেখে নিবেন অনুগ্রহ করে। অনার্স ৩য় বর্ষের সকল বিষয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন দেয়া হয়েছে এখানে।

আরও পড়ুন:

অনার্স ৩য় বর্ষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান

অনার্স ৩য় বর্ষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পার্ট-১ Honours 3rd year Board Question 2022

অনার্স ৩য় বর্ষের সকল বিষয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স )তৃতীয় বর্ষ; পরীক্ষা ২০১২
বিষয় কোড:২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান ৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও মান-১*১০=১০
ক। কোন সংবিধানে “বাংলা রাষ্ট্র ভাষা মর্যাদা লাভ করে?
খ।COp-এর পূর্ণ রূপ কি?
গ। মৌলিক গনতান্ত্র কে চালো করেন?
ঘ।ছাত্র নেতা আসাদ কোন আন্দোলনে শহীদ হন?
ঙ।১৯৭০সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করেন?
চ। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?
ছ। বাংলাদেশের সংবিধানে কয়েটি অনুচ্ছেদ আছে?
জ। বাংলাদেশের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট
ঝ। কোথায় মুজিব নগর সরকারের অভিষেক ঘটে?
ঞ। থানাকে কত সালে উপজেলা নামকরণ করা হয়?
ট।কততম সংসধুনির মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়?
ঠ। সংবিধানে কততম সংসধুনির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক মর্যাদা লাভ করে?
খ-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
মান-৫*৪=২০
২।১৯৫৭ সালের সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।
৩। মৌলিক গনতান্ত্র কি?
৪।১৯৬৯ সালের গন-অভ্যুন্থানের কয়েকটি কারণ উল্লেখ কর।
৫। মুজিবনগর সরকার কি?
৬। বাংলাদেশে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি?
৭। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল থাকার করণ কি?
৮। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কি জান?
৯। দলীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সংক্ষেপে ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনা কর।এই আন্দোলনকে কি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের অগ্ৰপথিক বলা যেতে পারে?
১১।১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেষিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ সমূহ আলোচনা কর।
১২।ছয়-দফা কর্মসূচি কি? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে১৯৬৬ সালের ছয়-দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর।
১৩।১৯৭০সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।
১৪। বাংলাদেশের স্বাধীনতা সংগ্ৰামের বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৫।১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬।১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার গুলো আলোচনা কর।
১৭। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থার কার্যক্রম মূল্যায়ন কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স)তৃতীয় বর্ষ: পরীক্ষা ২০১৩
বিষয় কোড:২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান -৮০
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও মান-১*১০=১০
ক। পাকিস্তানের প্রথম গণপরিষদ এর সদস্য সংখ্যা কত?
খ।পূর্ব পাকিস্তানের জনপ্রিয় প্রথম বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
গ। কয়টি রাজনৈতিক দল নিয়ে ১৯৫৪সালের নির্বাচনি জোট ‘যুক্তফ্রন্ট ‘গঠিত হয়?
ঘ। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্দু ‘ উপাধিতে ভূষিত করা হয়?
ঙ। পাকিস্তানের ১৯৫৮ সালের সামরিক বাহিনীর ক্ষমতা গ্ৰহন বিষয়টি যেমন বিপ্লব ছিল না তেমনি ছিল না বিপ্লবী অভ্রুথান বরং ইহা ছিল সংস্কার অভ্যুথানের একটি ক্লাসিক ঘটনা -উক্তিটি কার?
চ। স্বাধীনতা ঘোষণা পত্র পাঠ করেন কে?
ছ। ষাটের দশকের কোন আন্দোলন টি বাঙালিদের অধিকার আদায়ের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে পরিগণিত হয়।
জ।কত তারিখে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা বিনাশর্তে প্রত্যাহার করা হয়?
ঝ।LOF-এর পূর্ণ রূপ কি?
ঞ। বাংলাদেশের গণপরিষদ কাকে মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে?
ট।কোন সংশোধনী জাতির পিতার প্রতি কৃতি প্রতিস্বাপিত করার কথা বলা হয়েছে?
ঠ। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন কে?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
মান-৪*৫=২০
২।১৯৫৭ সালের পাকিস্তানের সংবিধান কেন ব্যর্থ হয়েছিল?
৩।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কেন পরাজিত হয়েছিল?
৪।গণ-অভ্যুথান বলতে কি বোঝ?
৫।তেলিয়া পাড়া ডকুমেন্ট কি?
৬। অপারেশন সার্চ লাইট কি?
৭। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি?
৮। বাংলাদেশের সংবিধান সংশোধনীর পধদ্ধতি লিখ।
৯। বেসরকারিকরণ প্রক্রিয়া কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
মান-১০*৫=৫০
১০। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব ও ফলাফল আলোচনা কর।
১১।১৯৬৯সালের গণ-অভ্যুথানের কারণ ও ফলাফল আলোচনা কর।
১২। তুমি কি মনে কর যে ,১৯৫৬ সালের সংবিধানের অধীনে পাকিস্তানে প্রবর্তিত সংসদীয় সরকার অকৃতকার্য হয়েছিল?যুক্তিসহ আলোচনা কর।
১৩।কি কি কারণে পাকিস্তান ভেঙ্গে গেছে এবং স্বাধীন বাংলাদেশের উদ্ভব ঘটেছে তা আলোচনা কর।
১৪।১৯৭২ সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি গোলো আলোচনা কর।
১৫। বাংলাদেশে বিপুল সংখ্যক রাজনৈতিক দল গড়ে উঠার কারণ সমূহ আলোচনা কর।
১৬। তুমি কি মনে কর যে সামরিক হস্তক্ষেপ কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে পারে? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
১৭। তুমি কি মনে কর যে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দেখিও।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স) তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৪
বিষয় কোড ২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময়-৪ পূর্ণমান-৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
মান-১*১০=১০
ক। মৌলিক গনতান্ত্র কি?
খ।ADC-এর পূর্ণ রূপ কি?
গ।১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
ঘ। কখন পাকিস্তানের প্রথম সংবিধান প্রনিত হয়?
ঙ। আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিলেন?
চ। ছাত্রদের ঐতিহাসিক’এগারোদফা’দবি পেশ করা হয় কখন?
ছ। বাংলাদেশকে স্মীকৃত দানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
জ। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয় বস্তূ কি ছিল?
ঝ। মুজিবনগর সরকার গঠিত হয় কখন?
ঞ। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক কে?
ঠ। বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কখন?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
মান-৪*৫=২০
২। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে কী জান?
৩।যুক্তফ্রন্ট কি?
৪।১৯৫৬সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ কি কি?
৫। আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
৬। ছয়-দফা কর্মসূচির কি?
৭।১৯৭০সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা কর।
৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা কর।
৯। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
মান-১০*৫=৫০
১০।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের তাৎপর্য আলোচনা কর।
১১। পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
১২। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছয়-দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর।
১৩।১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।এ নির্বাচনে আওয়ামী লীগ এর জয়ের কারণ কী কী ছিল ব্যাখ্যা কর।
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব আলোচনা কর।
১৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৬। বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা কর।
১৭। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা ২০১৫
বিষয় কোড:২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান-৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। ভাষা আন্দোলন কী?
খ। ছয়-দফার প্রথম দফা কি ছিল?
গ।ASC-এর পূর্ণ রূপ কি?
ঘ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কখন?
ঙ। পাকিস্তানে ১৯৭০সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন কোনো দল সংখ্যা গরিষ্ঠ আসনে বিজয়ী হয়।
চ। রাষ্ট্র ভাষা সংগ্ৰাম পরিষদ কখন গঠিত হয়?
ছ। বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা পত্র কে পাঠ করেন?
জ। ঐতিহাসিক মুজিবনগর পূর্ব নাম কি ছিল?
ঝ। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম কখন কার্যকর হয়?
ঞ। শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
ট।EPSL-এর পূর্ণ রূপ কি?
ঠ।১৯৬৭সালের সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে কী জান?
৩। যুক্তফ্রন্ট কী?
৪।১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি?
৫। আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
৬। ছয়-দফা কর্মসূচি কি?
৭।১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা কর।
৮ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা কর।
৯। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের তাৎপর্য আলোচনা কর।
১১। পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১২। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছয়-দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর।
১৩।১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।এ নির্বাচনে আওয়ামী লীগ এর জয়ের কারণ সমূহ কী কী?
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব আলোচনা কর।
১৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা মূল্যায়ন কর।
১৬। বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা কর।
১৭। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারনা ব্যাখ্যা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স)তৃতীয় বর্ষ; পরীক্ষা ২০১৬
বিষয় কোড:২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময়-৪ পূর্ণমান-৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
খ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে?
গ।BAKSAL-এর পূর্ণ নাম কী?
ঘ। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
ঙ।১৯৯৬সালের সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন?
চ। বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ছ। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়েটি সংশোধনী আনা হয়েছে?
জ। কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন করার কথা বলা হয়েছে?
ঝ। বামপন্থী দলগুলো কোন আর্দশে বিশ্বাসী?
ঞ। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থার প্রকৃতি কি?ট। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কী?
ঠ। বাংলাদেশ ই-ভোটিং কবে চালু হয়?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। অপারেশন সার্চ লাইট কি?
৩। মুজিব নগর সরকার সম্পর্কে আলোচনা কর।
৪। রাষ্ট্র পরিচালনার প্রধান চারটি মূল নীতি কী কী?
৫। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলোচনা কর।
৬। জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল?
৭।গনপ্রজান্ত্রী বাংলাদেশ সংবিধানের সংশোধনীর পধদ্ধতি লিখ।
৮। রূপ কল্প কি?
৯।এসডিজি কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। বাংলাদেশের অভূদয়ের প্রধান কারণ সমূহ আলোচনা কর।
১১।১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১২।১৯৭১সালের মুক্তিযুদ্ধ কিভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে?
১৩। বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ হ্রাস কারণ সমূহ আলোচনা কর।
১৪। আওয়ামী লীগের আদর্শ নেতৃত্ব এবং সমর্থনের ভিত্তীসমূহ আলোচনা কর।
১৫। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা কর।
১৬। গনপ্রজান্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উল্লেখযোগ্য দিক সমূহ আলোচনা কর।
১৭। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল থাকার করণসমূহ লিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা ২০১৭
বিষয় কোড:২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
মান-১*১০=১০
ক। বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় কখন?
খ। স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন কে?
গ। বাংলাদেশের গণপরিষদ কাকে মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন?
ঘ।LFO-এর পূর্ণ রূপ কি?
ঙ। বাংলাদেশিকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
চ। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয় বস্তূ কি ছিল?
ছ। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন কে?
জ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ঝ।কততম সংসধুনির মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার চালু হয়?
ঞ।EVM- পূর্ণ রূপ কি?
ট। সংসদীয় নিয়ন্ত্রন কি?
ঠ।BPSC-এর পূর্ণ রূপ কি?
খ-বিভাগ যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। অস্থায়ী সংবিধান আদেশ কী?
৩। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝ?
৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা কর।
৫।যুদ্ধ অপরাধ বলতে কি বোঝ?
৬। সম্মহনী নেতৃত্ব কি?
৭। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল থাকার করণসমূহ লিখ।
৮। বেসামরিক বলতে কি বোঝ?
৯। রাজনৈতিক জোট বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০।১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।
১১।১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি গোলো আলোচনা কর।
১২।যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকারের ভূমিকা আলোচনা কর।
১৩। বাংলাদেশ সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা কর।
১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৫। বাংলাদেশে ১৯৯০সনের গণাভ্যুথানের জন্য সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
১৬। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সফলতার জন্য সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
১৭। বাংলাদেশে রাজনৈতিক সংহিংসতির প্রধান কারণ সমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৮
বিষয় কোড ২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
খ। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?
গ। বাংলাদেশের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
ঘ। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যাবস্থা কোন ধরণের?
ঙ। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কী?
চ।কত তারিখে “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি”হয়?
ছ। টেকনোক্র্যাট মন্ত্রী কি?
জ। অপারেশন জ্যাকপট কবে পরিচালা করা হয়?
ঝ।ন্যায়পাল কি?
ঞ।SDG-এর পূর্ণ রূপ কি?
ট।EVM- পূর্ণ রূপ কি?
ঠ।BGB-এর পূর্ণ রূপ কি?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। সংসদীয় সরকার বলতে কি বোঝ?
৩। বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা কর।
৪। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
৫। অপারেশন সার্চ লাইট কি?
৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কি জান?
৭। বাংলাদেশের দল ব্যাবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
৮। বেসামরিক প্রক্রিয়া কি?
৯।রূপকল্প-২০২১কী?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
মান-১০*৫=৫০
১০।১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১১।১৯৬৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ এর জয়ের এবং বি,এন,পি,র পরাজয়ের কারণ সমূহ আলোচনা কর।
১২। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা কর।
১৩। বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ হ্রাসের কারণ সমূহ আলোচনা কর।
১৪। আওয়ামী লীগের আদর্শ, নেতৃত্ব এবং সমর্থনের ভিত্তীসমূহ আলোচনা কর।
১৫। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬। শেখ হাসিনার সরকারের কার্যক্রম মূল্যায়ন কর।
১৭। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল থাকার করণসমূহ লিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স)তৃতীয় বর্ষ; পরীক্ষা ২০১৯ 
বিষয় কোড -২৩১৯০১
বিষয়: বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক উন্নয়ন
সময় -৪ পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ।BAKSAL-এর পূর্ণ রূপ কি?
গ। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
ঘ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে?
ঙ। অপারেশন সার্চ লাইট কি?
চ। স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন কে?
ছ। বামপন্থী দলগুলো কোন আর্দশে বিশ্বাসী?
জ। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থার প্রকৃতি কি?
ঝ।১৯৬৬ সালের সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন?
ঞ।LFO-এর পূর্ণ রূপ কি?
ট।MDG-এর পূর্ণ রূপ কি?
ঠ। বর্তমান একাদশ সংসদের ডেপুটি স্পিকার কে?
খ-বিভাগ যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। মুজিব নগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ।
৩্। রাষ্ট্র পরিচালনার মূলনীতি গোলো কি কি?
৪।যুদ্ধ অপরাধ বলতে কি বোঝ?
৫। রাজনৈতিক জোট বলতে কি বোঝ?
৬। জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ সমূহ লিখ।
৭। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল থাকার করণসমূহ কি?
৮।১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কী?
৯। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। বাংলাদেশের অভ্যুদয়ের প্রধান কারণ সমূহ লিখ।
১১।১৯৭০সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।
১২। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকারের ভূমিকা আলোচনা কর।
১৩।১৯৯০এর বাংলাদেশের গণ-অভ্যুথানের কারণ সমূহ আলোচনা কর।
১৪। বাংলাদেশের দলীয় ব্যাবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
১৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৬। গণতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী উল্লেখযোগ্য দিক সমূহ আলোচনা কর।
১৭। বাংলাদেশে রাজনৈতিক সংহিংসতির প্রধান কারণ সমূহ আলোচনা কর।

One thought on “অনার্স ৩য় বর্ষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পার্ট-৬ Honours 3rd year Board Question 2023

  1. শ্রধেয় বড় ভাই,
    অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2023 সালে অনুষ্ঠিত পরিক্ষার প্রশ্ন গুলো আপনার এই ওয়েবসাইটে সংযোজন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x