অনার্স ৪র্থ বর্ষ বিগত সালের প্রশ্ন-২০২২

অনার্স ৪র্থ বর্ষ বিগত সালের প্রশ্নসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের ডিগ্রি অনার্র্, প্রিলিমিনারী টু মাস্টার্, মাস্টার্ শেষ বর্ প্রশ্ন পাবেন এই ওয়েবসাইটে। https://suggestionworld24.com/

অনার্স ৪র্থ বর্ষ বিগত সালের প্রশ্ন

পরীক্ষা-২০১৪

বিষয়: রাজনৈতিক তত্ত্বসমূহ:পরিবর্তনও ধারাবাহিকতা

ক-বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও।

১. Superanus শব্দটি কোন ভাষার শব্দ?

২. সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তা কে?

৩. The mind and society গ্রন্থটি কার লেখা?

৪. সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দুজন ব্যক্তির নাম লেখ।

৫. বহুতাববাদী সার্বভৌমত্বের দুজন তাত্ত্বিকের নাম লেখ।

৬. প্যারেটো কোন দেশের নাগরিক ছিলেন?

৭. কার্লমার্কস কয়টি শ্রেণির কথা বলেছেন?

৮. Modern politics and government , গ্রন্থটির রচয়িতা কে?

৯. জনমতের তিনটি মাধ্যমের নাম লেখ?

১০. SAFTA এর পূর্ণরূপ কী?

১১. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

খ-বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।

২. সুশীল সমাজ কী?

৩. আইনগত সার্বভৌমত্ব কী?

৪. গণতন্ত্রায়ন কী?

৫. সম্মোহনী কতৃত্ব বলতে কী বুঝ?

৬. ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো লেখ।

৭. বিশ্বায়নের রাজনীতি কী?

৮. পরামর্শমূলক গণতন্ত্র কী?

গ-বিভাগ

১০. রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু আলোচনা কর।

১১. রাজনৈতিক কতৃত্ব কী? রাজনৈতিক ক্ষমতা ওরাজনৈতিক কতৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর।

১২. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় এলিটতত্ত্বের প্রয়োগ আলোচনা কর।

১৩. রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা কর।

১৪. উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।

১৫. রাজনৈতিক অংশগ্রহন কী? মানুষ কেন রাজনীতিতে অংশগ্রহণ করে? ব্যখ্যা কর।

১৬. আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কী? আধুনিক গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা কর।

১৭. গণতন্ত্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব ব্যাখ্যা কর।

পরীক্ষা-২০১৫

বিষয়: রাজনৈতিক তত্ত্বসমূহ : পরির্তন ওধারাবাহিকতা

ক-বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও

১. ক. কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য লিখ।

খ. আইনগত র্সাবভৌম তত্তের প্রবক্তা কে?

গ. এলিটি আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

ঘ. The Ruling class  গ্রন্থের লেখেক কে?

ঙ. বৈজ্ঞানিক সমাজতন্ত্রেরে জনক কে?

চ. সুশাসন অর্থ কি?

ছ. সুশীল সমাজের প্রতিনিধি কারা?

জ. ফ্যাসিবাদের জনক কে?

ঞ. বহুদলীয় ব্যবস্থা কী?

ট. Man is born free but everywhere he is in chain- উক্তিটি কার?

খ- বিভাগ

২.প্রত্যয় বলতে কি বুঝ?

৩. পদ্ধতি কাকে বলে?

৪. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ননা কর।

৫. উদ্বত্ত মূল্য তত্ত্ব বলতে কি বুঝ?

৬. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা কর।

৭. রেনেসাঁ বলতে কি বুঝ?

৮. বৈধতা বলতে কী বুঝায়?

ঘ-বিভাগ

১০. তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১১. উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়?

১২. সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা বনর্ণা কর।

১৩. প্যারোটের এলিট তত্ত্ব ব্যাখ্যা কর।

১৪.আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা কার্যবলী আলোচনা কর।

১৫. প্রেস যেভাবে চায়, জনমত সেভাবে গড়ে উঠে । জনমত গঠনের ক্ষেত্রে প্রেসের গুরুত্ব বিশ্লেষন করে উক্তিটির যথার্থতা নির্ণয় কর।

১৬. নির্দলীয় রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কী?আলোচনা কর।

১৭. উন্নয়শীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।

রাজনৈতিক তত্ত্ব পরিবর্ন ও ধারাবাহিকতা পরীক্ষা-২০১৬

ক-বিভাগ

ক. Hypothesis শব্দের অর্থ কি ?

খ. সামাজিক গবেষনার মৌলিক উপাদান কি?

গ. The mind and society গ্রন্থের লেখক কে?

ঘ. দুজন এলিটতাত্ত্বিকের নাম লিখ।

ঙ. নাৎসিবাদের জনক কে?

চ. শ্রেণি সংগ্রাম তত্ত্ব কে প্রদাণ করেন?

ছ. Approach অর্থ কি?

জ. ক্ষমতা কী?

ঝ. একদলীয় ব্যবস্থা কি?

ঞ. জনগনের সার্বভৌমত্ব তত্ত্বের  জনক কে?

ট. গণভোট কী?

ঠ. এরিস্টলের মতে উত্তম শাসন ব্যবস্থা কোনটি?

খ-বিভাগ

১. তত্ত্বের সংজ্ঞা দাও?

২. রাজনৈতিক ক্ষমতা বলতে কি বুঝ?

৩. সম্মোহনী নেতৃত্ব কী?

৪. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝায়?

৫. রাষ্ট্র ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।

৬.. সুশাসনের নির্দেশকসমূহ উল্লেখ কর।

৭. গণতন্ত্রায়ন বলতে কি বুঝ

৮. জাতিসত্তার সংকট বলতে কি বুঝ?

গ-বিভাগ

১০. সামাজিক গবেষণায় ধারণার ভূমিকা আলোচনা কর।

১১. ক্ষমতা ও কর্তৃত্ব বন্টন আলোচনা কর।

১২. রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।

১৩. সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণা বর্ণনা কর।

১৪. গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা বর্ণনা কর।

১৫. বাংলাদেশসহ উন্নয়শীল বিশ্বের দেশসমূহে গণতন্ত্রায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা কর।

১৬. কীভাবে নির্দলীয় রাজনীতিকে প্রতিরোধ করা যায়? ব্যাখ্যা কর।

পরীক্ষা-২০১৭

বিষয়: রাজনৈতিক তত্ত্বসমূহ:পরিবর্তনও ধারাবাহিকতা

ক-বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও।

ক. প্রত্যয় কি?

খ. ক্ষমতা কি?

গ. রেঁনেসা শব্দের অর্থ কি?

ঘ. দ্বান্দিক বস্তুবাদের প্রবক্তা কে?

ঙ. কর্তৃত্ব কী?

চ. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

ছ. মার্কসবাদ কী?

জ. সংসদীয় গণতন্ত্রের জনক কে?

ঞ. নির্দলীয় রাজনীতি কী?

ট. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি ত্ত্বটি কে প্রদান করেন?

ঠ. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

খ-বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও:

২. রাজনৈতিক তত্ত্ব কী?

৩. উদ্বত্ত মূল্য তত্ত্ব কী?

৪. রাজনৈতিক এলিট বলতে কি বুঝায়?

৫. গণভোট বলতে কি বুঝায়?

৬. গণতন্ত্র ও একনায়তন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও।

৭. জাতিসত্তার সংকট বলতে কি বুঝায়?

৮. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?

৯. সুশাসন বলতে বি বুঝায়?

গ-বিভাগ

১০.রাজনীতি বিশ্লেষণে তত্তেবর গুরুত্ব আলোচনা কর।

১১. সার্বভৌমত্বের একত্ববাদ আলোচনা কর।

১২. রবার্ট মিশেলসের এলিট তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৩. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব আলোচনা কর।

১৪. গণতন্ত্র সার্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক ব্যখ্যা কর।

১৫. গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যবলী আলোচনা কর।

১৬. উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ লেখ।

১৭. উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়?

 

পরীক্ষা -২০১৮

বিষয়: রাজনৈতিক তত্ত্বসমূহ:পরিবর্তনও ধারাবাহিকতা

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও

ক. বৈধতা কী?

খ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কী?

গ. সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তা কে?

ঘ. The mind society গ্রন্থটির লেখক কে?

ঙ. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

চ. বিশ্বায়নের মূলকথা কী?

ছ. দুইজন এলিট তাত্ত্বিকের নাম লেখ।

জ. পদ্ধতি কাকে বলে?

ঝ.জনমতের তিনটি মাধ্যমের নাম লেখ।

ঞ. একদলীয় ব্যবস্থা কী?

ট. রাষ্ট্রের টূড়ান্ত ক্ষমতা কী?

ঠ. সুশীল সমাজের প্রতিনিধি কারা।

খ- বিভাগ

২. তত্ত্বের সংজ্ঞা দাও।

৩. এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা কর।

৪. সুশাসনের নির্দেশকসমূহ উল্লেখ কর।

৫. সর্বাত্মকবাদ কি?

৬. ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বুঝ?

৭. সার্ববৌমত্বের বহুত্ববাদ বলতে কি বুঝ?

৮. প্রেস যেভাবে চায় গণতন্ত্র সেভাবে গড়ে উঠে ব্যাখ্যা কর।

গ-বিভাগ

১০. রাজনৈতিক দলের বিষয়বস্তু আলোচনা কর।

১১. রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা কর।

১২. রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা কর।

১৩. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।

১৪. রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।

১৫. সমালোচনাসহ জন অস্টিনের সার্বভৌম তত্বটি আলোচনা কর।

১৬. জনমত কী? জনমত গঠনের বাহনগুলি আলোচনা কর।

১৭. উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x