বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান কিছু জানা অজানা তথ্য

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

✬প্রশ্ন : বদির লোকদের কানে শোনার যন্ত্রের নাম কি?
উত্তর : ইয়ার ট্রাম্পেট।
✬প্রশ্ন : পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর : কোপা।
✬প্রশ্ন : ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : লন মেয়ার।
✬প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তর : নীল তিমি।
✬প্রশ্ন : কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তর : ব্রেইন।
✬প্রশ্ন : পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমাত কত?
উত্তর : ৬ লিটার।
✬প্রশ্ন : আকাশ নীল দখেয় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ বেশি বলে।
✬প্রশ্ন : লিথিয়াম কি ধরণের ধাতু?
উত্তর : সবচেয়ে হালকা ধাতু।
✬প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ।
✬প্রশ্ন : স্বর্ণের খাত বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রিক এসিড।
✬প্রশ্ন : রঙ্গিন টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯২৮ সাল।
✬প্রশ্ন : রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়?
উত্তর : গামা রশ্মি।
✬প্রশ্ন : রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
উত্তর : ফ্রেয়ন।
✬প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে?
উত্তর : ফ্যাদোমিটার।
✬প্রশ্ন : শব্দের বেগ কোন মাধ্যমে বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে।
✬প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তর : প্লাটিনাম।
✬প্রশ্ন : সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তর : ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
✬প্রশ্ন : পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর : পামির মালভূমিকে।
✬প্রশ্ন : পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : ড্রেডলার।
✬প্রশ্ন : বৈদ্যতিক বিলের হিসাব কিভাবে করা হয়?
উত্তর : কিলোওয়াট ঘণ্টায় ।
✬প্রশ্ন : কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয়?
উত্তর : জাপান কে।
✬প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর : তিহানে-১।
✬প্রশ্ন : অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তর : ১৯৬৯ সালে।
✬প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস কি?
উত্তর : বাঁশ।
✬প্রশ্ন : কেচো শ্বাস প্রশ্বাস চালায় কিসের সাহায্যে?
উত্তর : ত্বকের সাহায্যে।
✬প্রশ্ন : মেরুদন্ডের প্রতিটি অস্থিকে কি বলে?
উত্তর : কশেরুকা।
✬প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন?
উত্তর : পৃষ্টটানের কারণে।
✬প্রশ্ন : তামা ও দস্তার মিশ্রণে কি উৎপন্ন হয়?
উত্তর : পিতল।
✬প্রশ্ন : চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর : চাঁদে কোন বায়ুমন্ডল নেয় বলে।
✬প্রশ্ন : চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম কি?
উত্তর : ক্লেভিয়াস।
✬প্রশ্ন : কাচা কলা কি দিয়ে পাকানো হয়?
উত্তর : ইলিথিন(C2H4) দিয়ে।
✬প্রশ্ন : বৈদ্যতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈ্রী?
উত্তর : টাংস্টেন।
✬প্রশ্ন : হাড় ও দাত কে মজবুত করে কি?
উত্তর : ফসফরাস।
✬প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : ট্যাকোমিটার।
✬প্রশ্ন : মানুষের চোখের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
উত্তর : ০.১ সেকেন্ড।
✬প্রশ্ন : চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তর : Ca(OH)
✬প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তর : লাইব্রেরি অফ কংগ্রেস।
✬প্রশ্ন : পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২১ শে জুন।
✬প্রশ্ন : পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২২ শে ডিসেম্বর।
✬প্রশ্ন : “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার?
উত্তর : ইরাক।
✬প্রশ্ন : জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় ?
উত্তর : ৬ ঘন্টা ১৩ মিনিট পর।
✬প্রশ্ন : কোন তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ ঘঠিত হয় ?
উত্তর : লাল, নীল ও সবুজ তথা RGB।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!