অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পরীক্ষা-২০২৩

www.suggestionworld24.com

 প্রশ্ন কমনের প্রমাণ পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় 

অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৯; অনুষ্ঠিত হয়েছে-২০১৯

বিষয় : রাষ্ট্রবিজ্ঞান

বিষয় কোড : ২১১৯০৫ [Major Foreign Governments : UK, USA and France]

[দ্রষ্টব্য : ‘ক’ বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।।

ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন।

যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও : 

(ক) ব্রিটেনের গৌরবময় বিপ্লব’ কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৬৮৮ সালে অনুষ্ঠিত হয়।

খ. ব্রিটিশ কমল সভার সদস্য সংখ্যা কত?

উত্তর : ৬৫০ জন।

 (গ) লর্ড সভার সভাপতিত্ব করেন কে?

উত্তর : লর্ড চ্যান্সেলর। 

ঘ) বিল অব রাইটস’ কত সালে অনুমােদিত হয়?

উত্তর : ১৬৮৯ সালে অনুমােদিত হয়। 

ঙ.ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?

উত্তর : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে। 

চ) মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়?

উত্তর : ১৭৭৬ সালের ৪ জুলাই। 

ছ.মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?

উত্তর : কংগ্রেস। 

জ) মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উত্তর : ৬ বছরের জন্য। 

ঝ.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : জর্জ ওয়াশিংটন। 

ঞ) ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উত্তর : ৫ বছর। 

ট) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর : ১৭৮৯ সালে। 

ঠ) ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম কি?

উত্তর : সিনেট 

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যেকোনাে টি প্রশ্নের উত্তর দাও : 

২। আইনের শাসন বলতে কি বুঝ?

৩। কেবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বুঝ? যায় 

 ৪। ব্রিটিশ লর্ড সভার গঠন সম্পর্কে আলােচনা কর।

৫। ইলেকটোরাল কলেজ কি? 

 ৬। মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আলােচনা কর।

৭। “মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ” –কেন? 

৮। ফরাসি রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া আলােচনা কর। 

৯। ফরাসি পার্লামেন্টের গঠন লিখ।

আরও বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেখতে ক্লিক করুন এখানে 

গ-বিভাগ রচনামূলক প্রশ্ন যেকোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও :

১০। ব্রিটিশ সংবিধানের ক্রমবিকাশ আলােচনা কর। 

* ১১। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।

১২। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলােচনা কর।

 * ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। 

* ১৪। মার্কিন প্রতিনিধি সভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।

 ১৫। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির

তুলনামূলক আলােচনা কর। 

১৬। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী ফরাসি প্রধানমন্ত্রীর নিয়ােগ, পদত্যাগ

ও অপসারণ সম্পর্কে লিখ 

১৭। ফরাসি বিচার ব্যবস্থার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

আরও বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেখতে ক্লিক করুন এখানে 

 

One thought on “অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পরীক্ষা-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x