অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পরীক্ষা-2024

অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পরীক্ষা-2024

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৯; অনুষ্ঠিত হয়েছে-২০১৯

বিষয় : রাষ্ট্রবিজ্ঞান

বিষয় কোড : ২১১৯০১

রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন]

 lদ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন 

১। যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও :

ক.’Polis’ শব্দের অর্থ কি? 

উত্তর : City State বা নগর রাষ্ট্র। 

খ.রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

 উত্তর : ইতালীয় দার্শনিক নিকোলাে ম্যাকিয়াভেলি (Niccolo Macheavelli)।। 

গ.সংসদীয় গণতন্ত্রের জনক কে? 

উত্তর : প্রখ্যাত ইংরেজ দার্শনিক জন লক। 

ঘ.”The Theory and Practice of Modern Government’ গ্রন্থটির রচয়িতা কে? উওর : H. Fincer. 

ঙ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযােগ্য মতবাদ কোনটি? 

উত্তর : ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। 

চ> সরকারের অঙ্গ কয়টি? 

উত্তর : ৩টি যথা- (ক) শাসন বিভাগ, (খ) আইন বিভাগ ও (গ) বিচার বিভাগ।

 ছ>সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে? উত্তর : প্রধানমন্ত্রী। 

জ’A Grammar of Politics’ a giugnot co?

 উত্তর : অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কির। 

ঝ’Foedus’ শব্দের অর্থ কি?

উত্তর : সন্ধি বা মিলন।

(ঞ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উত্তর : ফরাসি দার্শনিক মন্টেস্কু (Montesquieu)। 

 (ট)।অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি? 

উত্তর : অধিকারের প্রধান রক্ষাকবচ হলাে আইন। 

ঠএলিটের আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

 উত্তর : ভিলফ্রেডাে প্যারেটো।

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন | যেকোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও :

২। রাষ্ট্রের সংজ্ঞা দাও। | 

 ৩। আইন মান্য করার কারণসমূহ লিখ। , 

৪। ক্ষমতা ও কর্তত্বের মধ্যে পার্থক্য লিখ। ) 

 ৫। সাংবিধানিক সরকার কি? | 

 ৬। সংসদীয় সরকারের পূর্বশর্ত কি?

* ৭। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? 

 ৮। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখ। 

 ৯। সমানুপাতিক প্রতিনিধিত্ব কি?

বিভাগ : রচনামূলক প্রশ্ন

 

১০। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলােচনা কর । 

১১। জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ’ । 

১২। সাংবিধানিক সরকারের সমস্যা এবং সীমাবদ্ধতা আলোচনা কর্

১৩। একটি গণতান্ত্রিক ব্যবস্থার সফলতার শর্তাবলি আলোচনা কর্

১৪। যুক্তরাষ্ট্রীয় সরকারের সামপ্রতিক প্রবণতা আলােচনা কর।

১৫।  ক্ষমতার পূর্ণস্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয় ’- ব্যাখ্যা কর।

১৬. জনমতগঠনের বাহনগুলো আলোচনা কর। 

১৭। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরােধীদলের ভূমিকা আলোচনা কর।

 

7 thoughts on “অনার্স ১ম বর্ষ বিগত সালের প্রশ্ন পরীক্ষা-2024

  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রশ্নের জন্য আবেদন করছি

  2. প্রধান প্রধান বৈদেশিক সরকার প্রশ্ন প্রয়োজন

  3. অনার্স প্রথম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান সাবজেক্ট এর ২০১৯সালের প্রশ্ন কোথায় পাবো

    1. অনার্স ১ম বর্ষের ২০২১ সালের অর্থনীতির মূলনীতি প্রশ্ন টা দিবেন প্লিজ

  4. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের পরীক্ষা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে- ২০২১
    বিষয়ঃ দর্শন
    উক্ত বিষয়ের প্রশ্ন লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x