একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023

একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ভর্তির বিজ্ঞপ্তিসহ বিস্তারিত প্রকাশ করেছে মাউশি কর্তৃপক্ষ।

আগামী ৮ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম।

২০২২-২৩ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট এর মাধ্যমে ৮ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) এর মধ্যে online –এ আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদন ফি (Teletalk / Bkash / Nagad/Rocket/Sonali Bank) এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

একাদশ ভর্তির আবেদন ফি জমা দেয়ার নিয়ম

টেলিটক সিমের মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

ধাপ ১ঃ আবেদন ফি পরিশোধ

প্রথমে আপনাকে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত নিয়মে লিখবেন।

১ম এসএমএসঃ
CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year

অর্থাৎ, CAD WEB DHA 123456 2022
এভাবে লিখে সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।

Reply: Student Name, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020,TK. 150 will be charged as internet application fee for CAD. Your PIN is 5468486548. Type: CAD <space> YES <space>5468486548<space>Contact_no and send to 16222

২য় এসএমএসঃ
CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No
অর্থাৎ, CAD YES 123456789 01818XXXXXX
এভাবে লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।

Reply: Congrats! Student Name, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020 successfully payment completed for CAD. Transaction ID: W1UHJHJDH

আরও পড়ুন: ভর্তির রেজাল্ট জানার নিয়ম ২০২৩

একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023

একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023 একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023 একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023 একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023 একাদশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ HSC Admission 2023

 

 

একাদশ ভর্তির অনলাইনে আবেদন: http://xiclassadmission.gov.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x