ডিগ্রি ১ম বর্ষ প্রশ্ন BA/BSS গ্রুপের বোর্ড প্রশ্ন-4 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস)প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৫
বিষয় কোড:১১২১০১
বিষয়:সমাজ কর্ম (প্রথম পত্র)
(History and philosophy of social work )
সময়-৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান-৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। Introduction to social work-
খ। সমাজ কর্মের সবচেয়ে গ্ৰহনযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
গ।’পঞ্চদৈত্য’কী কী?
ঘ।দান সংগঠন সমিতি কি?
ঙ।জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লিখ।
চ।’Anthropology’ শব্দটি গ্ৰিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ছ। উপমহাদেশে নারী মুক্তির অগ্ৰদূত বলা হয় কাকে?
জ।’Social diagnosis”গ্ৰন্থটি কে রচনা করেন?
ঝ। আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়?
ঞ। সমাজের দুটি বৈশিষ্ট্য লিখ।
ট। এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়?
ঠ।কে ব্রাক্ষ সমাজ প্রতিষ্ঠা করেন?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২।জনসমষ্টি বলতে কি বোঝ?
৩। সামাজিক পরিবর্তনের কারণগুলো লিখ।
৪।১৮৩৮ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লিখ।
৫। সামাজিক আইনের গুরুত্ব লিখ।
৬। সামাজিক আইন বলতে কি বোঝ?
৭। মোহামেডান লিটারেরি সোসাইটি কি?
৮।স্টেট বোর্ড অব চ্যারিটি বলতে কি বোঝ?
৯।১৯৭৪ সালের শিশু ৫টি ধারা উল্লেখ কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজ কর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
১১। মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
১২। আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস লিখ।
১৩।১৬০১ সালে দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
১৪। সমাজ সংস্কার ক্ষেত্রে এ কে ফজলুল হকের অবদান আলোচনা কর।
১৫। পেশা কি?পেশার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬।রাজা রাম মোহন রায় এত বিখ্যাত কেন? সমাজ কল্যাণে রাজা রাম মোহন রায় এর অবদান আলোচনা কর।
১৭।নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন)আইন,২০০৩সম্পকে আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস)প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৬
বিষয় কোড:১১২১০১
বিষয়: সমাজ কর্ম (প্রথম পত্র)
(History and philosophy of social work )
সময়-৩ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টা প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। সমাজ কর্মের দৃষ্টিকোণ থেকে ‘ব্যক্তি’ কে?
খ। প্রাথমিক দল কি?
গ।’Psychology’ শব্দটি গ্ৰিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ঘ।C O S এর পূর্ণ রূপ কি?
ঙ।N A S W এর পূর্ণ রূপ কি?
চ।বিভারিজ রিপোর্টের প্রণেতা কে ছিলেন?
ছ।১৬০১ সালের দরিদ্র আইনের দরিদ্রদের কয় ভাগে ভাগ করা হয়েছে?
জ। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয়?
ঝ।হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
ঞ।বৃত্তি কি?
ট।পেশার দুটি বৈশিষ্ট্য লিখ।
ঠ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন পবর্তিত হয়?
খ-বিভাগ
যে কোনো ৫টী প্রশ্নের উত্তর দাও।
মান_৪*৫=২০
২। সামাজিক নিরাপত্তার শ্রেণীবিভাগ লিখ।
৩। সমাজ কর্মের সংজ্ঞা দাও।
৪। সমাজ সংস্কার কী?
৫।১৬০১ সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৬।ব্রাক্ষ সমাজ বলতে কি বোঝ?
৭। বেগম রোকেয়া এত বিখ্যাত কেন?
৮। পেশাদার ও অপেশাদার সমাজ কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৯। পরিবারিক আদালত অধ্যাদেশ ,১৯৮৫এর প্রধান ৫টি ধারা উল্লেখ কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজ কর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল একটি কলা -আলোচনা কর।
১১। সমাজ কর্মের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
১২। ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা ব্যাবস্থায় বিভারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা কর।
১৩। আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠনে স্টেট বোর্ড অব চ্যারিটিজ এর অবদান আলোচনা কর।
১৪। ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজকল্যাণ কার্যাবলীর বর্ণনা দাও।
১৫। বাংলাদেশে সমাজ কর্ম শিক্ষার বিবর্তন আলোচনা কর।
১৬।হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা কর এবং সমকালীন মুসলিম সমাজে এ আন্দোলনের প্রভাব মূল্যায়ন কর।
১৭।১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উল্লেখযোগ্য ধারাসমূহ বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস)প্রথম বর্ষ; পরীক্ষা ২০১৭
বিষয় কোড:১১২১০১
বিষয়: সমাজ কর্ম (প্রথম পত্র)
(History and philosophy of social work )
সময়-৩ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। Philosophy of social work  গ্ৰন্থের লেখক কে?
খ।ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্ৰন্থের নাম লিখ।
গ। Psychology  শব্দটি গ্ৰিক কোন শব্দ থেকে এসেছে?
ঘ।১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?
ঙ।পঞ্চদৈত্য কি কি?
চ। আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়?
ছ। আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে উঠে?
জ।ব্রাক্ষসমাজ প্রতিষ্ঠা করেন কে?
ঝ।কে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
ঞ।ঋণ সালিশী বোর্ড প্রতিষ্ঠা করেন কে?
ট।শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখ।
ঠ। বৃত্তি ও পেশার কোনটির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। সামাজিক আইন বলতে কি বোঝ?
৩। সামাজিক পরিবর্তনের চারটি কারণ ব্যাখ্যা কর।
৪।বিভারিজ রিপোর্ট কী?
৫। প্রাচীন ভারতের ৫টী সমাজকল্যাণমুলক কার্যক্রম লিখ।
৬। প্রাচীন ভারতের সমাজ সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
৭।ফরয়েজি আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
৮। পেশার বৈশিষ্ট্য সমূহ লিখ।
৯।শিশু আইন , ১৯৭৪ এর ৫টি ধারা উল্লেখ কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের জবাব দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
১১। সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
১২। দারিদ্র্য মোকাবেলায় ১৬০১ সালের দরিদ্র আইনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা কর।
১৪। বাংলাদেশে সমাজকর্ম পেশায় মর্যাদা অর্জন করেছে কি না? উত্তরে সংক্ষেপে যুক্তি দাও।
১৫। ভারতের পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা কর।
১৬।নারী শিক্ষা ও প্রগতিতে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর।
১৭। নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন)আইন,২০০৩ এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথম বর্ষ; পরীক্ষা ২০১৮
বিষয় কোড:১১২১০১
বিষয়: সমাজ কর্ম ( প্রথম পত্র)
(History and philosophy of social work )
সময়-৩ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। Group শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
খ। সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি?
গ। Anthropology  শব্দটি গ্ৰিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ঘ।N A S W -এর পূর্ণ রূপ কি?
ঙ।কলা কি?
চ। এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
ছ। সমাজ কর্ম শিক্ষার অগ্ৰদূত কে?
জ।C O S এর পূর্ণ রূপ কি?
ঝ।তেভাগার শব্দের অর্থ কী?
ঞ। হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত ?
ট। সমাজ কর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ঠ।২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুযায়ী শিশুর বয়স সীমা কত?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। সমাজ কর্ম এবং সমাজ কল্যাণের পার্থক্য কি?
৩।১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন কী?
৪। সমাজ সংস্কার বলতে কি বোঝ?
৫। মধ্যে যুগে ভারতের বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লিখ।
৬। চিরস্থায়ী বন্দোবস্ত কি?
৭। মোহামেডান লিটারেরি সোসাইটি কি?
৮।নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন?
৯।পেশা ও বৃত্তির মধ্য পার্থক্য কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজ কর্মের পরিধি আলোচনা কর।
১১। অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতি ও সমাজ কর্মের সম্পর্ক দেখাও।
১২। ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা ব্যাবস্থার বিকাশে বছভারিজ রিপোর্টের অবদান ব্যাখ্যা কর।
১৩। বাংলাদেশে আধুনিক সমাজ কর্মের ইতি বৃত্ত আলোচনা কর।
১৪।আলীগড় আন্দোলনের প্রভাব লিখ।
১৫। সমাজসংস্কারকারে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
১৬।কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭।১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের প্রধান ধারাসমহ বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৫
বিষয় কোড:১১২১০৩
বিষয়: সমাজ কর্ম ( দ্বিতীয় পত্র)
সময় -৩ঘন্টা ৩০মিনিট
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
 পূর্ণমান -৮০
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।শিশু কারা?
খ। যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ কর।
গ। পুষ্টি কি?
ঘ।নিরক্ষতা কি?
ঙ। দারিদ্র্য কি?
চ। সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লিখ।
ছ।শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
জ। ইংরেজি Problem শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ঝ।ব্যক্তিস্বতন্ত্রবাদ মতবাদের জনক কে?
ঞ। The social contract  গ্ৰন্থটির লেখক কে?
ট।কল্যণ রাষ্ট্র কি?
ঠ।বিশ্বায়ন কি?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান -৪*৫=২০
২। প্রবীণদের চাহিদাসমুহ কি কি?
৩। মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিত্তবিনোদনের গুরুত্ব আলোচনা কর।
৪। মৌলিক মানবিক চাহিদার উপর পরিবার ব্যবস্থার প্রভাব লিখ।
৫। মাদকাসক্তি কি?
৬। সমাজ কি?
৭। সামাজিক উন্নয়নের লক্ষ্যে কি?
৮। গণতন্ত্রের সংজ্ঞা দাও।
৯। সমাজতন্ত্র বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। শিশুদের চাহিদাসমুহ আলোচনা কর।
১১। বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে অন্তরায় সমূহ আলোচনা কর।
১২। বাংলাদেশে জনসংখ্যাস্ফীতি রোধের উপায় নির্দেশ কর।
১৩। বাংলাদেশে ব্যাকারত্বের কারণ আলোচনা কর।
১৪। বাংলাদেশে কিশোর অপরাধের প্রভাব আলোচনা কর।
১৫্আধুনিক সমাজ কর্মের উদ্ভব ও বিকাশে শিল্পবিপ্লবের অবদান আলোচনা কর।
১৬। সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৭।ব্যক্তিস্বান্ত্যবাদের সবল ও দুর্বল হয়ে আলোচনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x