বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান ৫০টা প্রশ্ন- ৪র্থ পর্ব

 

১৫১। কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
উ: ৩.৪০%
১৫২। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
উ: ১০.৫০%
১৫৩। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত?
উ: ৬.২০%
১৫৪। হামাসের বর্তমান নেতা কে?
উ: ইসমাইল হানিয়া
১৫৫। বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ ভবনের নাম কি?
উ: জেদ্দা ভবন
১৫৬। জেদ্দা টাওয়ারের উচ্চতা কত?
উ: ১০০৮ মিটার
১৫৭। দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপন করা হয়?
উ: ৫ মে ২০১৭
১৫৮। দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপন করে কোন দেশ?
উ: ভারত
১৫৯। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
উ: ComacC919

১৬০। কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা গাছের জীবনরহস্য উম্মোচন করেছে?

উ: চীন
১৬১। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?
উ: সৌদি আরব
১৬২। ফ্রান্সের ২৫ তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: ইমানুয়েল ম্যাক্রো
১৬৩। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উ: এডওয়ার্ড ফিলিপ
১৬৪। দক্ষিণ কোরিয়ার ১২তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: মুন জায়ে ইন
১৬৫। দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
উ: লি নাক ইয়েন
১৬৬। পূর্ব তিমুরের ৪র্থ ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: ফ্রান্সিসকো গুতেরেস
১৬৭। সাইফ (SAFE) নতুন চেয়ারম্যান কে?
উ: আশিষ চৌহান
১৬৮। ২৮ তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উ: ২৬-২৭ মে ২০১৭
১৬৯। ৪৩ তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উ: তাওরমিনা, ইতালি।
১৭০। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
উ: কুয়াকাটা (পটুয়াখালী)
১৭১। নিম্নের কোন অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন্স ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত?
উ:
১৭২। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) কোথায় স্থাপিত হচ্ছে?
উ: মনিপুর (দিনাজপুর)
 

১৭৩। তাহমিমা আনাম রচিত উপন্যাস কোনটি?
উ: A golden age, The Good Muslim, The Bones of Grace

১৭৪। সরকারি নোটে প্রথমে কি লেখা থাকে?
উ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১৭৫। বর্তমানে তাফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?
উ: ৫৭টি
১৭৬। সর্বশেষ তাফসিলি ব্যাংক কোনটি?
উ: সীমান্ত ব্যাংক লিমিটেড
১৭৭। বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উ: ৯৫ টি
১৭৮। সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উ: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, রূপায়ন একে. এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়
১৭৯। জনসংখ্যা কত?
উ: ১৫.৯৯ কোটি
১৮০। জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ: ১.৩৭ %
১৮১। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি) কত?
উ: ১০৬৩
১৮২। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উ: ৭০.৭ বছর
১৮৩। সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপন অনুযায়ী দারিদ্রের নিম্নসীমা কত?
উ: ১২.৯%
১৮৪। সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপন অনুযায়ী দারিদ্রের উর্ধ্বসীমা কত?
উ: ২৪.৮%
১৮৫। মাথাপিছু আয় কত?
উ: ১, ৪৬৬ মা. ড
১৮৬। সাক্ষরতার হার কত?
উ: ৬২.৩%
১৮৭। কততম বাজেট?
উ: ৪৬ তম
১৮৮। মোট বাজেট কত?
উ: ৩,৪০,৬০৬ কোটি টাকা
১৮৯। সাধারণ করমুক্ত আয়সীমা কত?
উ: ২ লাখ ৫০ হাজার
১৯০। নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয় সীমা কত?
উ: ৩ লাখ
১৯১। অষ্ট্রিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উ: আলেকজান্ডার ভ্যান্ডার বেলেন
১৯২। পেরুর নতুন প্রেসিডেন্ট কে?
উ: পেড্রো পাবলো কুজিনস্কি
১৯৩। জাতিসংঘ পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক কোনটি?
উ: ২০১৬-২০২৫
১৯৪। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি?
উ: গোথার্ড বেস টানেল সুইজারল্যান্ড
১৯৫। বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেলওয়ে সুড়ঙ্গ গোথার্ড বেস টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় কবে?
উ: ১ জুন ২০১৬
১৯৬। কোন পর্বতমালার মধ্য দিয়ে গোথার্ড বেস টানেল নির্মাণ করা হয়?
উ: আল্পস
১৯৭। আরব লীগের বর্তমান মহাসচিব কে?
উ: আহমেদ আবুল ঘেইত
১৯৮। জাতিসংঘ সাধারণ পরিষদ এর ৭১ তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
উ: পিটার টমসন (ফিজি)
১৯৯। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ: ১৫৩ টি
২০০। ১৪ মে ২০১৬ এর ১৫৩ তম সদস্য লাভ করে কোন দেশ?
উ: নিউজিল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x