মাস্টার্স শেষ পর্ব সাজেশন 2024

 

জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা-
বিষয়: রাষ্ট্রবিজ্ঞান
পত্রের নাম: সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

চুড়ান্ত সাজেশন্স

ক-বিভাগ-অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। সামাজিক মূল্যবোধ কী?
২। “Society” গ্রন্থের লেখক কে?
৩। ”মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা” কে বলেছেন? অথবা, ‘মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব’ উক্তিটি কার?
৪। “The Rules of Sociological Methods” গ্রন্থের লেখক কে?
৫। ‘Political Culture and Political Development’ ’ গ্রন্থটির লেখক কে?
৬। ‘Essays in Sociology’ গ্রন্থটির লেখক কে?
৭। ‘Political Order in Changing Societies’ ’ গ্রন্থের লেখক কে?
৮। The Power Elite– গ্রন্থটির লেখক কে?
৯। আধুনিক সমাজ কোন ধরণের সমাজ?
১০। নগরায়ণ কি?
১১। সামাজিক পরিবর্তন কী?
১২। আধুনিকীকরণরে তিনটি বৈশিষ্ট্য লিখ।
১৩। এলিট বলতে কী বুঝ?
১৪। কয়েকজন এলিট তাত্তি¡কের নাম লিখ।
১৫। ‘The Political System’ গ্রন্থটির লেখক কে?
১৬। আমলাতন্ত্র কাকে বলে?

১৭। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
১৮। ম্যাক্স ওয়েবাররে প্রসিদ্ধ গ্রন্থের নাম কী?
১৯। সামরিক হস্তক্ষেপ কি?
২০। সামরিক হস্তক্ষেপের কয়েকটি কারণ উল্লেখ কর।
২১। কোনটিকে তৃতীয় কন্ঠস্বর হিসেবে গণ্য করা হয়?
২২। Aspects of Political Development” গ্রন্থের রচয়িতা কে?
২৩। উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার ৫টি কারণ লিখ।
২৪। G.A. Almond এর মতে, রাজনৈতিক যোগাযোগের পদ্ধতি কয়টি?
২৫। রাজনৈতিক অংশগ্রহণের কয়েকটি মাধ্যম উল্লেখ কর।
২৬। রাজনৈতিক উদাসীনতা কী?
২৭। ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
২৮। উপ-সংস্কৃতি কী?
২৯। রাজনৈতিক সংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য লিখ।
৩০। রাজনৈতিক সামাজিকীরণের সূতিকাগার, প্রাথমিক ও সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি?
৩১। “The Civic Culture” গ্রন্থটির লেখক কে?
৩২। নির্বাচন কি?
৩৩। জাতীয় সংহতির অর্থ কী?
৩৪। রাজনৈতিক যোগাযোগ কী?
৩৫। রাজনৈতিক উন্নয়নের সংকট কী?
৩৬। রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান সংকট কোনটি?
৩৭। রাজনৈতিক সন্ত্রাস কী?
৩৮। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কবে?
৩৯। নির্ভরশীলতা তত্তে¡র প্রধান প্রবক্তা কে?
৪০। জিডিপি বলতে কি বুঝায়?
৪১। “Society means co-operation” উক্তিটি কার?
৪২। নব্য উপনিবেশ কী?
৪৩। বৈদেশিক সাহায্যের ৪টি নেতিবাচক প্রভাব লিখ।
৪৪। ইজউই কি?
৪৫। উন্নয়নশীল রাষ্ট্রের দু’টি দাতারাষ্ট্রের নাম লিখ।
৪৬। “Power corupts absolute power corrupts absolutely” – কে বলেছেন?
৪৭। IBRD- এর পূর্ণরূপ কী?
৪৮। বিশ্বব্যাংক গঠিত হয় কত সালে?
৪৯। বাংলাদেশ কত সালে বিশ^ব্যাংকের সদস্য পদ লাভ করে?
৫০। IMF এর পূর্ণরূপ কী?
৫১। আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয় কত সালে?
৫২। উন্নয়ন বলতে কী বোঝ?
৫৩। টেকসই উন্নয়ন কি?
৫৪। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কী বুঝ?
৫৫। অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্তের নাম লিখ।
৫৬। মানব উন্নয়ন কি?
৫৭। জাপানের পার্লামেন্টের নাম কি?
৫৮। সান ইয়াৎ সেন কে ছিলেন?
৫৯। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্ন

১। আধুনিক সমাজ বলতে কী বোঝায়?
২। উত্তর আধুনিক সমাজ বলতে কি বোঝ?
৩। সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নের সম্পর্ক উল্লেখ কর।
৪। আধুনিকীকরণের স্তরসমূহ ব্যাখ্যা কর।
৫। রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কি বুঝ?
৬। রাজনৈতিক দল বলতে কী বুঝ?
৭। বুদ্ধিজীবী কারা?
৮। রাজনৈতিক উন্নয়ন কী?
৯। রাজনৈতিক অংশগ্রহণ কী?
১০। রাজনৈতিক অস্থিতিশীলতার ধারণা ব্যাখ্যা কর।
১১। রাজনৈতিক সামাজিকীকরণ কী?
১২। অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝায়?
১৩। জাতীয় সংহতি কী?
১৪। রাজনৈতিক যোগযোগ কি?
১৫। একাত্মকার সংকট বলতে কি বোঝায়?
১৬। নির্ভরশীলতা তত্ত¡ কী?
১৭। নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝ?
১৮। IMFএর মূল লক্ষ্যগুলো কি কি?
১৯। উন্নয়নের মডেল কী?

গ-বিভাগ-রচনামূলক প্রশ্ন

১। আধুনিক সমাজেন বৈশিষ্ট্য আলোচনা কর।
২। সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর।
৩। পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪। রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের প্রধান প্রধান সংকটগুলো আলোচনা কর।
৫। উন্নয়নশীল দেশগুলোতে এলিটদের ভূমিকা আলোচনা কর।
৬। উন্নয়নশীল দেশের আধুনিক আমলাতন্ত্রের কার্যাবলি ও ভূমিকা আলোচনা কর।
৭। “সম্প্রতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে-ব্যাখ্যা কর।
৮। উন্নয়নশীল রাষ্ট্রে রাজণৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ আলোচনা কর।
৯। রাজনৈতিক সামাজিকীকরণরে বাহনসমূহ আলোচনা কর।
১০। রাজনৈতিক উন্নয়নের সংকটগুলো আলোচনা কর।
১১। বৈদেশিক সাহায্যের প্রকারগুলো কী? বৈদেশিক সাহায্যের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবসমূহ আলোচনা কর।
১২। উন্নয়নের মডেল বা কৌশলসমূহ বর্ণনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!