মাস্টার্স শেষ বর্ষের অর্থনীতি বিভাগের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন

 

 
 
অর্থনীতি বিভাগ
মাস্টার্স শেষ পর্ব নির্বাচনী পরীক্ষা
বিষয় : ব্যষ্টিক অর্থনীতি

পূর্নমানঃ৪০                                                           সময়ঃ ২ ঘন্টা

ক – বিভাগ             

১। যে কোন ৮ টি প্রশ্নের উওর  দাও ।                                  ১x৮=৮
(ক) CES উৎপাদন অপেক্ষকটি লিখ।
(খ) লারনার সূচকটি লিখ।
(গ) শূন্য যোজন খেলা বলতে কি বুঝ ?
(ঘ) কাম্য সমাধান কী ?
(ঙ) a12=0.4 এর অর্থনৈতিক তাৎপর্য কী?
(চ) স্যাডল বিন্দু বলতে কি বুঝ ?
(ছ) সমাজকল্যাণ অপেক্ষক কি?
(জ) বেসিক্স তত্ত¡ কি?
(ঝ) মৃতভার ক্ষতি কি ?
(ঞ) অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কি?
খ বিভাগ
যে কোন ৩ টি প্রশ্নের   উওর দাও ।                    ৩x৪=১২
২। স্লাটস্কী সমীকরণ কি?
৩। N-M উপযোগ সূচক কি?
৪। ইউটার বন্টন তত্ত¡ আলোচনা কর ।
৫। প্রাথমিক ও দ্বৈত সমস্যার সম্পর্ক প্রতিষ্ঠা কর।
৬। শ্রম শোষণ কী?
গ-বিভাগ
যে কোন ২টি প্রশ্নের উত্তর দাও                     ১০x২=২০
৭। ক) দেখাও যে, কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তক স্থিতিস্থাপকতা একক এর  
         সমান।
     খ) কব-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে কিভাবে CES উৎপাদন অপেক্ষক পাওয়া যায়?
৮। ২x২x২ মডেল অনুমান করে উৎপাদনের ভোগের এবং একই সাথে উৎপাদন ও ভোগের
      সাধারণ ভারসাম্যের শর্ত ব্যাখ্যা কর।
৯। ক) প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
      খ) “পূর্ণ প্রতিযোগিতায় প্যারেটো কাম্যতার শর্তাবলির সাথে সঙ্গতিপূর্ণ” উক্তিটির যথার্থতা বিচার কর।
১০। ক) ন্যাশ ভারসাম্য কি?
       খ) কুর্ণট মডেল কিভাবে ন্যাশ ভারসাম্যকে যুক্তিসিদ্ধ করে?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x