অনার্স ৪র্থ বর্ষ বিগত সালের প্রশ্ন পাবেন আমাদের https://suggestionworld24.com/ এই ওয়েবসাইটে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি, প্রিলিমিনারী টু মাস্টার্স ও মাস্টার্স শেষ বর্ষের বিগত সালের বোর্ড প্রশ্ন ও সাজেশন নিয়মিত পোস্ট করা হবে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ, পরীক্ষার রুটিনসহ পাবেন। প্রতিদিন আপডেট করা হচ্ছে, তাই নিয়মিত এখানে চেক করুন এবং শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন অনুগ্রহ করে।
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন
৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৯
যেকোনা ১০টি প্রশ্নের উত্তর দাও
ক. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহারণ দাও।
খ. জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলা বোর্ড করা হয়?
গ. ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সদস্য কতজন?
ঘ. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?
ঙ. সিদ্ধান্ত গ্রহনের প্রথম ধাপ কোনটি?
চ. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী?
ছ. গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কে ভিত্তি কী?
জ. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
ঝ. ECNEC এর পূর্ণরূপ কী?
ঞ. V-AID এর পূর্ণ রূপ কী?
ট. BARD এর পূর্ণ রূপ কী?
ঠ. The mind society গ্রন্থের রচয়িতা কে?
খ- বিভাগ-
২. স্থানীয় সরকার বলতে কি বুঝায় ?
৩. মৌলিক গণতন্ত্র ব্যাখ্যা কর।
৪. গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
৫. সবুজ বিপ্লব বলতে কি বুঝ?
৬. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় সরকার কাঠামোর সম্পর্ক কী?
৭. পল্লি উন্নয়ন কী?
৮. রাজনীতিতে স্থানীয় জনগনের অংশগ্রহণ কীভাবে ঘটে?
গ-বিভাগ
১০. স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর।
১১. গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
১২. ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যবলি বর্ণনা কর।
১৩. স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দের কারণসমূহ আলোচনা কর।
১৪. বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের শর্তাবলি আলোচনা কর।
১৫. গ্রামীণ নেতৃত্বের মূল উপাদানসমূহ আলোচনা কর।
১৬. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা কর।
১৭. সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনপ্রণালির ধরনের পরিবর্তন-উক্তিটি ব্যাখ্যা কর।
রাজনৈতিক তত্ত্বসমূহ পরিবর্তন ও ধারাবাহিকতা
পরীক্ষা-২০১৪
ক- বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও
ক. `superanus শব্দটি কোন ভাষার শব্দ?
খ. The mind society গ্রন্থটি কার লেখা?
গ. বহুত্তবাদী সার্বভৌমত্বের দুইজন তাত্বিকের নাম লিখ।
ঘ. প্যারেটো কোন দেশের নাগরিক ছিলেন?
ঙ. কার্ল মার্কস কয়টি শ্রেণির কথা বলেছেন?
চ. Modern politics and Government গ্রন্থটি কার লেখা?
ছ. বৈধতা কি?
জ. জনমতের তিনটি মাধ্যমের নাম লিখ।
ঝ. সাধারণ ইচ্ছাতত্বের প্রবক্তা কে?
ঞ. SAPTA এর পূর্ণরূপ কি?
ট. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
ঠ. সম্মোহনী কতৃত্ব সম্পন্ন দুজন ব্যক্তির নাম লেখ।
খ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও
২. সুশীল সমাজ কী?
৩. আইনগত সার্বভৌমত্ব কী?
৪. গণতন্ত্রায়ণ কী?
৫. সম্মোহনী কর্তৃত্ব বলতে কি বুঝ?
৬. বহুদলীয় ব্যবস্থার গুনাবলী কি?
৭. ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো লেখ।
৮. পরামর্শমূলক গণতন্ত্র কী?
গ-বিভাগ
যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও
১০. রাজনৈতিক তত্বের বিষয় বস্তু আলোচনা কর।
১১. রাজনৈতিক কর্তৃত্ব কি? রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. বাংলাদেশের রাজনৈতিক এলিট তত্ত্বের প্রয়োগ আলোচনা কর।
১৩. রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা কর।
১৪. উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
১৫. রাজনৈতিক অংশগ্রহণ কী? মানুষ কেন রাজনীতিতে অংশগ্রহণ করে? ব্যাখ্যা কর।
১৬. আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কী? আধুনিক গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা কর।
১৭. গণতন্ত্রের চপিসৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব ব্যাখ্যা কর।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সকল বিষয়ের বিগত সালগুলোর প্রশ্ন পাওয়া যাবে?
অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ২০২১ সালের পরীক্ষার প্রশ্ন পেতে চাই।
অনার্স ৪র্থ বর্ষের ২০১৬ সালের “crops of Bangladesh” সাবজেক্টের প্রশ্নটা কি আছে?
Management department ar 2021 4 year question lagbe
botany
Biotechnology and genetic engineering er sajeson ki hobe r bigoto saler prosno ki pabo