অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশান ১

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স  প্রথম বর্ষ পরীক্ষা
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
চুড়ান্ত সাজেশান
বিষয় কোড: ২১১৫০১
১। ভ‚-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? উত্তর: তিন ভাগে।
২। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ইন্দো-ইউরোপীয়।
৩। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৪। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ।
৫। বাংলাদেশের আইনসভার  নাম কি?
উত্তর: জাতীয় সংসদ ( House of the nation)
৬। মৌলিক গণতন্ত্রের আদেশ জারি কে করেন?
উত্তর: আইয়ুব খান।
৭। বাংলার রাজ্যসমূহকে একীভূত করে একটি ঐক্যবদ্ধ বাংলা গড়ার প্রথম উদ্যেগ কে কখন, গ্রহন করেন? উ: খ্রিস্টীয় সপ্তম শতকের শুরুতে সম্রাট শশাংক।
৮। ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর: অপারেশন সার্চ লাইট।
৯। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: ১১ টি সেক্টরে।
১০। ১৯৭১ সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
১১। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
১২। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৭৫
১৩। বাংলা ভাষার ভাষার আদি নিদর্শনের নাম কি?
উত্তর: চর্যাপদ
১৪। ‘দ্বি-জাতি’ তত্তে¡র প্রবর্তক কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ
১৫। পূর্ব বাংলার প্রথম গভর্ণর কে ছিলেন?
উত্তর: স্যার ফেডরিক বোর্ণ।
১৬। ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখ।
উত্তর: সালাম ও বরকত।
১৭। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন? উত্তর: ২১ দফা।
১৮। পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে?
উত্তর: ১৯৫৫ সালে।
১৯। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?
উত্তর: ইস্কান্দার মির্জা।
২০। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?
উত্তর: আইউব খাঁন।
২১। কোন কর্মসূচী বাংলার ম্যাগনাকার্টা নামে পরিচিত?
উত্তর: ৬ দফা কর্মসূচী।
২২। খ. ঋ. ঙ এর পূর্ণরূপ কি?
উত্তর: Legal Framework Order.
২৩। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমদ।
২৪। বাকশালের পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ।
২৫। বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২৬। অখন্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শেরে বাংলা এ.কে ফজলুল হক।
২৭। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।
২৮। বাংলায় কে কখন মুসলিম শাসনের সূচনা করেন?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ১২০৪ সালে।
২৯। ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩০। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি এবং উচ্চতা কত?
উত্তর: বিজয়, ১২৩১ মিটার।
৩১। কবে শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়? উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
৩২। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে।
৩৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ২ নং।
৩৪। ঐতিহাসিক ছয় দফা কোথায় পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে।
৩৫। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুর।
৩৬। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: মাওলানা আবদুল খান ভাসানী।
৩৭। মৌলিক গণতন্ত্রে কত জনের ভোটাধিকার ছিল?
উত্তর: ৮০ হাজার।
৩৮। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?
উত্তর: নৌকা।
৩৯। কখন সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
৪০। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ২ মার্চ ১৯৪৮।
৪১। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: মেঘনা।
৪২। কোন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
৪৩। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
উত্তর: আদি অস্ট্রিক।
৪৪। কখন বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ সালে।
৪৫। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি?
উত্তর: বীরশ্রেষ্ঠ।
৪৬। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
৩৭। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ কে ফজলুল হক।
৩৯। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভারত (৬ ডিসেম্বর, ১৯৭১)।
৪০। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর: ভূটান (৭ ডিসেম্বর, ১৯৭১)
৪১। বাংলাদেশের সবচেয়ে উচুঁ পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান জেলায়।
৪২। EBDO এর পূর্ণরূপ কি?
উত্তর: Elective Bodies Disqualification Order.
৪৩। আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জন আসামী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন।
৪৪। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে দু’জন শহীদের নাম লিখ।
উত্তর: ড. শামসুজ্জোহা, আসাদ ও মতিউর রহমান।
৪৫। মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেছিল?
উত্তর: ২২ ডিসেম্বর, ১৯৭১।
৪৬। পাকিস্তানে প্রথম কে সামরিক শাসন জারি করেন?
উত্তর: জেনারেল ইস্কান্দার মির্জা।
৫০। বঙ্গভঙ্গ কখন হয়? উত্তর: ১৯০৫ সালে।
৫১। কোন আইনের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?
উত্তর: ভারত স্বাধীনতা আইন দ্বারা।
৫২। PODO এর পূর্ণরূপ কি?
উত্তর: Public Office Disqualification Order.
৫৩। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিশ গঠিত হয়?
উত্তর: অধ্যাপক আবুল কাশেম।
৫৪। ভারত সরকার কখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ৬ ডিসেম্বর ১৯৭১।
৫৫। বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?
উত্তর: সম্রাট শশাংক।
৫৬। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল কোনটি?
উত্তর: বাংলাদেশ।
৫৭। কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: এ কে ফজলুল হক।
৫৮। ২১ শে ফেব্রয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? উত্তর: ইউনেস্কো।
৫৯। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬০। কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়?
উত্তর: ২৩ মার্চ ১৯৭২ সালে।
৬১। বাংলাদেশ সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয়?
উত্তর: ১২ অক্টোবর ১৯৭২ সালে।
৬২। গণপরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪৩০ জন।
৬৩। বাংলাদেশ সংবিধানের কয়টি মূলনীতি ছিল?
উত্তর: ৪টি।
৬৪। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে?
উত্তর: ড: কামাল হোসেন।
৬৫। বুদ্ধিজীবী হত্যাকান্ড কবে সংঘটিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর।
৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
৬৭। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: স্যার ফ্রেডারিক বোর্ন।
৬৮। প্রবাসী সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
৬৯। দু’জন মহিলা বীর প্রতীকের নাম বল।
উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
৭০। ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর: অপারেশন সার্চ লাইট।
৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল এম এ জি ওসমানী।
৭২। বঙ্গবন্ধুকে হত্যার পর কে দেশের শাসন ক্ষমতা দখল করে?
উত্তর: খন্দকার মোশতাক আহমদ।
৭৩। কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়?
উত্তর: ২৫ মার্চ দিবাগত রাত ১২টার পর।
৭৪। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ।
৭৫। অপারেশন জ্যাকপট কী?
উত্তর: ১৯৭১ সালে পাক বাহিনীর নৌ সেনাদের অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করার জন্য মুক্তিযোদ্ধারা যে অভিযান পরিচালনা করে তা অপারেশন জ্যাকপট পরিচালনা নামে অভিহিত করা হয়।
৭৬। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কতটি আসন লাভ করে? উত্তর: ১৬৭টি।
৭৭। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? উত্তর: ২৮৮টি।
৭৮। ৭ মার্চ বিখ্যাত কেন? উত্তর: বঙ্গবন্ধুর ভাষণের জন্য।
৭৯। ছাত্র সংগ্রাম পরিষদ কখন ১১ দফা কর্মসূচী ঘোষণা করে?
উত্তর: ১৯৬৯ সালে।
৮০। আগরতলা ষড়যন্ত্র মামলার মূল নাম কি ছিল?
উত্তর: রাষ্ট্র বনাম শেষ মুজিবুর রহমান ও অন্যান্য।
৮১। মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি? উত্তর: ৪টি।
৮২। জাতীয় শোক দিবস কবে? উত্তর: ১৫ আগস্ট।
৮৩। কবে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে? উত্তর: ১৯৯৯ সালে।
৮৪। কবে থেকে ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? উত্তর: ২০০০ সাল থেকে।
৮৫। পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
৮৬। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলী খান।
৮৭। পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
৮৮। পাকিস্তান গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় পরিণত করার কথা কে বলেন? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।
৮৯। ভারত ও পাকিস্তান রাষ্ট্র দুটি কিসের ভিত্তিতে সৃষ্টি হয়?
উত্তর: ধর্মের ভিত্তিতে।
৯০। কে বঙ্গভঙ্গের ঘোষণা দেন?
উত্তর: লর্ড কার্জন।
৯১। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে।
৯২। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ইন্দো-ইউরোপীয়।
৯৩। চর্যাপদ কোথ থেকে উদ্ধার করা হয়েছে।
উত্তর: নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে।
৯৪। আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।
৯৫। বাঙালির ইতিহাস গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: নীহাররঞ্জন রায়।
৯৬। বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.।
৯৭। কখন পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ২৩জুন, ১৭৫৭ সালে।
৯৮। ‘বঙ্গ’ জনপদটি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর: বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে।
৯৯। বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর: কর্কট ক্রান্তি রেখা।
১০০। বাংলার কয়েকটি জনপদের নাম লিখ।
উত্তর: বঙ্গ, রাঢ়. সমতট, হরিকেল, বরেন্দ্র, গৌর প্রভৃতি।
১০১। আওয়ামী মুসলিম লীগ কবে কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ২৩জুন, ১৯৪৯ সালে। মাওলানা আব্দুল হামিদকান ভাসানির নেতৃত্বে ।
১০২। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কখন বাদ দেয়া হয়।
উত্তর: ১৯৫৫
১০৩। যুক্তফ্রন্টের ২১দফার প্রথম দফা কি ছিল।
উত্তর: বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার।
১০৪। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কতটি?
উত্তর: ৩১৩টি [ সাধারন আসন ৩০০, সংরক্ষিত মহিলা আসন ১৩] এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল ১৬৯ টি। আওয়ামীলীগ পেয়েছে ১৬৭টি আসন। [ ১৬০টি সাধারন আসন এবং ৭টি সংরক্ষিত মহিলা আসন] বাকী দুটির মধ্যে ১টি পেয়েছে পিডিপি নূরুল আমিন এবং অপরটি পেয়েছে স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চাকমা রাজা ত্রিদিব রায়। পূর্ব পাকিস্তানের  প্রাাদেশিক পরিষদের আসন ছিল ৩১০টি। ৩০০ সাধারণ আসন ১০টি সংরক্ষিত মহিলা আসন। আওয়ামীলীগ পায় ২৯৮টি। ২৮৮ সাধারন এবং ১০টি সংরক্ষিত মহিলা আসন। পিডিপি ২টি, জামাত ১টি , ন্যাপওলী ১টি স্বতন্ত্র ৮টি।

খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্ন
১। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।
২। ‘বাঙালি সংকর জাতি’ ব্যাখ্যা কর।
৩। জাতীয়তাবাদ বলতে কি বুঝ?
৪। ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝ?
৫। দ্বি-জাতি তত্ত¡ সম্পর্কে সংক্ষেপে লিখ।
৬। বসু-সোহরাওয়ার্দী চুক্তি কি?
৭। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
৮। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও।
৯। আমাদেরে জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।
১০। যুক্তফ্রণ্ট গঠনের পটভূমি আলোচনা কর।
১২। সাম্প্রদায়িকতা কি?
১৩। সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ আলেচনা কর।

১৫। ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচী কি ছিল?
১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা কর।
১৭। মহান মুক্তিযুদ্ধের যে কোন দুটি সেক্টরের নাম লিখ।
১৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে    সংক্ষেপে লিখ।
১৯। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল?

২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন কর।
২১। বাংলাদেশ সংবিধানের মূলনীতিসমূহ আলোচনা কর।

গ-বিভাগ-রচনামূলক প্রশ্ন
১। প্রাচীন বাংলার জনপদগুলোর বিবরণ দাও।
২। বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা কর।
৩। বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর।
৪। ১৯৪৭ সালে সোহরাওয়ার্দী ও শরৎ বসু অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব ও পরিণতি সম্পর্কে লিখ।
৫। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও।
৬। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর।
৭। অখন্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন?
৮। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর।
৯। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য আলোচনা কর।
১০। ১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা কর।
১২। ১৯৫৮ সালের সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩। ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচী ব্যাখ্যা কর।
১৪। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর।
১৫। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও তাৎপর্য লিখ।
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা কর।
১৮। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর।
১৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধ লিখ।
২০। ১৯৪৭ সালে ভারত বিভক্তির কারণ আলোচনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!