চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর Job Exam Question 2024

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর পাবেন আমার এই ওয়েবসাইট থেকে। এগুলো বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্ন থেকে সংগ্রহ করা।

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর

চাকরীর পরীক্ষার সাজেশন

চাকুরির পরীক্ষায় আসার মতো
১. জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি ?
উত্তর : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।
২. ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে ?
উত্তর : ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস।
৩. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি ?
উত্তর : বাংলাদেশের বৃহত্তম পাহাড় ‘গারো পাহাড়’।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১ জুলাই ১৯২১।
৫. গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীষ দেশ ‘চীন’।
৬. ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?
উত্তর : ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
৭. বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে ?
উত্তর : রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ম্যাচে সালমা খাতুন।
৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
উত্তর : হামিদুর রহমান।
৯. ফেসবুজ এর নির্মাতা কে ?
উত্তর : মার্ক জাকারবার্গ।
১০. শিল্পাচার্র্য বলতে কাকে বুঝায় ?
উত্তর : শিল্পাচার্য বলতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জয়নুল আবেদীনকে বোঝানো হয়েছে।
১১. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তর : ‘মহেশখালী’ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্র মাঝখানে পাহাড় আর সমতল ভূমি এবং আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার।
১২. পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন ?
উত্তর : পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারী ১৯৪৮)।
১৩. শহীদ জননী নামে পরিচিত কে ?
উত্তর : জাহানারা ইমাম ‘শহীদ জননী’ নামে পরিচিত। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম শহিদ হওয়ার সূত্রেই তিনি ‘শহীদ জননী’র মর্যাদায় ভূষিত হন।
১৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। যার অপর নাম ‘বিজয়’ এবং এর উচ্চতা ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট। ১০৫৬ মিটার। এটি বান্দরবানের রুমায় অবস্থিত। কিউক্রাডাং দ্বিতীয়।
১৫. বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে ?
উত্তর : সাবেক সচিব কে.এম নূরুল হুদা।
১৬. বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম কি ?
উত্তর : এয়ার মার্শাল মাসিহুজ্জামান।
১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
উত্তর : কামরুল হাসান।
১৮. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
উত্তর : ৩টি।
১৯. পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে এ বিভক্ত ?
উত্তর : তুরক্ত।
২০. কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
২১. ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি ?
উত্তর : কাতার।
২২. কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যার কি ?
উত্তর : উইন্ডোজ।
২৩. DOS কি ?
উত্তর: অপারেটিং সিস্টেম।
২৪. কম্পিউটার মস্তিস্ক বলা হয় কাকে ?
উত্তর : হার্ড ডিস্ক।
২৫. কি-বোর্ডে কতটি ফাংশন কি আছে ?
উত্তর : ১২টি।
২৬. মডেম কি ?
উত্তর : মডেম ইনপুট ও আউটপুট ডিভাইজ।
২৭. কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইজ কে কি বলা হয় ?
উত্তর : CPU

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর

২৮. হার্ডওয়্যারগুলোর প্রাণকে কি বলা হয় ?
উত্তর : মাদার বোর্ড।
২৯. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কত সালে গঠিত করা হয় ?
উত্তর : ৩১ জানুয়ারী ১৯৫২।
[প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ ১ অক্টোবর, ২য় বার ২ মার্চ ১৯৪৮। পূর্ব বাঙালা ভাষা কমিটি ২ মার্চ ১৯৪৮। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১১ মার্চ ১৯৫০।]
৩০. মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধিন ছিল ?
উত্তর : ২ নং সেক্টরের অধিন ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ।
৩১. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?
উত্তর : মুঘল সম্রাট হুমায়ুন।
৩২. প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয় ?
উত্তর : থাইল্যান্ডের রাজধানী ‘ব্যাংকককে’।
৩৩. খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি এসিডের নাম লিখুন?
উত্তর : আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক এসিড খেয়ে থাকে। (ল্যাকটিক এসিক দুখে থাকে)।
৩৪. ‘ বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : ঢাকা শহরে রক্ষার জন্য ১৮৬৪ সালে নির্মিত ‘বাকল্যান্ড বাঁধ’ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
৩৫. ‘ সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুন্ডু।
৩৬. জাতীয় শিশু দিবস কত তারিখে ?
উত্তর : ১৭ মার্চ জাতীয় শিশু দিবস।
৩৭. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর : সিলেট জেলার লালখানে।
৩৮. ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি ?
উত্তর : ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।(South Sudan (27 October 2011).
৩৯. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : রাশিয়ায়।
৪০. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার প্রথম সেঞ্চুরি করেন ?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৯ মার্চ ২০১৫)।
৪১. বরিশালের প্রাচীন নাম কি ?
উত্তর : চন্দ্রদ্বীপ।

চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন

৪২. সবচেয়ে বেশি পামওয়েল কোন দেশে উৎপাদিত হয় ?
উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
৪৩. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?
উত্তর : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী)। ২০১৮ তে ১৭৫২ মার্কিন ডলার। ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৯০৯ মার্কিন ডলার।
৪৪. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ?
উত্তর : নওগাঁ।
৪৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি ?
উত্তর : এটর্নি জেনারেল।
৪৬. বাংলাদেশের দুইটি স্থলবন্দরের নাম লিখুন ?
উত্তর : ১. হিলি স্থলবন্দর (হাকিমপুর, দিনাজপুর)
২. বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।
৩. বেনাপোল স্থলবন্দর (শারশা, যশোর)।
৪৭. বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ?
উত্তর : ২০১৬ থেকে ২০২০।
৪৮. কম্পিউটারের দুটি অপারেটিং সফ্টওয়্যারের নাম লিখুন ?
উত্তর : 1. Windows 2. Linux.
৪৯. সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : কক্সবাজার জেলায় অবস্থিত।
৫০. বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি ?
উত্তর : বিভাগ ৮টি এবং সিটিকর্পোরেশন ১২টি।
ময়মনসিংহ সর্বশেষ প্রস্তাবিত।
৫১. কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম কি ?
উত্তর : MS Word, MS Excel.
৫২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ?
উত্তর : ৩৫ জন।
[আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী ঢাকায় এই মামলা দায়ের করা হয়।
৫৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ব্রাসেলস।
৫৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিলÑ
উত্তর : পর্তুগিজরা।
৫৫. কোনটি জি-৮ ভূক্ত দেশ নয় ?
উত্তর : নেদারল্যান্ড।
[কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, জাাপান, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।]
৫৬. ভাইরাস একটি ?
উত্তর : এককোষী জীব।
৫৭. ভারত ও শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : পাক প্রণালী।
৫৮. দক্ষিন গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ?
উত্তর : ২১ জুন।
৫৯. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ষঝড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর : ভিটামিন কে।
৬০. বহুরূপী মৌল কোনটি ?
উত্তর : কার্বন।
৬১. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর : কৈলাস।
৬২. ‘ভাত দে হারামজাদা, তা না হলে, মানচিত্র খাবো’ পঙক্তিটির রচয়িতা কে ?
উত্তর : রফিক আজাদ।

চাকরীর সকল নতুন সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন

৬৩. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর : আটলান্টিক মহাসাগর।
[সেন্ট হেলেনা দ্বীপটি দক্ষিন আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিস্কার হয়েছে। তখন দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটিকে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।
৬৪. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে ?
উত্তর : চার।
৬৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?
উত্তর : ৩টি।
৬৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : কোন সদর দপ্তর নাই।
৬৭. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?
উত্তর : ৩০টি।
৬৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তর : ডায়েট।
৬৯. START-২কি ?
উত্তর : কৌশল অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
৭০. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় ?
উত্তর : কৃষি বিশ্ববিদ্যালয়।
৭১. জগদ্দল বিহার কোথায় অবস্থিত ?
উত্তর : নওগাঁ জেলায়।
৭২. রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে ?
উত্তর : স্পার্টাকাস।
৭৩. মহাকাব্য ইলিড কে রচনা করেন ?
উত্তর : ভার্জিল।
৭৪. বলকান রাষ্ট্র নয় কোনটি ?
উত্তর : বলিভিয়া।
[বলকান রাষ্ট্রসমূহ : আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেগিগ্রো, গ্রিস, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, মলদোভা, রোমানিয়া, বলেভিনিয়া)।
৭৫. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ ?
উত্তর : ৬৩টি।
৭৬. লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবেÑ
উত্তর : শূন্য।
৭৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
৭৮. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে ?
উত্তর : ৫০টি।
৭৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন ‘বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছেন ?
উত্তর : ৭ জন।
[১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ২. সিপাহী হামিদুর রহমান, ৩. সিপাহী মোস্তফা কামাল ৪. মোহাম্মাদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার, ৫. ফ্লইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ৬. লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৭. লান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ।]
৮০. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ?
উত্তর : ঢাকা।
৮১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর : ২৬ মার্চ।
৮২. কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোল হওয়ার সম্ভাবনা হয়েছে ?
উত্তর : কুকুর।
৮৩. সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ?
উত্তর : ৮টি।
[বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান]
৮৪. ‘বগা লেক’ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : বান্দরবান।
৮৫. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি ?
উত্তর : নাফ।
৮৬. গোল্ডেন ডাকÑ বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত ?
উত্তর : ক্রিকেট।
৮৭. একদিনের ক্রিকেটে বিশ্ব চাম্পিয়ান হয় কোন দেশ ?
উত্তর : পাকিস্তান।
৮৮. বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি ?
উত্তর : গ্যাস।

৮৯. বাংলাদেশের মোট কতটি জেলা ?
উত্তর : ৬৪টি।
৯০. কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ ?
উত্তর : পাট।

৯১. লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

৯২. কোন জেলায় বর্তমানে চা চাষ হচ্ছে ?
উত্তর : পঞ্চগড়।

৯৩. কোন সমুদ্র প্রণালী দুই মহাদেশকে বিভক্ত করেছে ?
উত্তর : বেরিং।

৯৪. কোন সংখ্যা অলিম্পিক গেমস এর আয়োজক ?
উত্তর : IOC.
[International Olympic Committee.]

৯৫. বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ?
উত্তর : IPO

৯৬. NIPORT শব্দটি কিসের সাথে জড়িত ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ।
[National Institute of Population Research and Training.]

৯৭. ঘওচঙজঞ কোন বিষয়ের সাথে জড়িত ?
উত্তর : জনসংখ্যা।

৯৮. ইদলিব শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর : সিরিয়া।

৯৯. কোন দেশ ইজওঈঝ এর সদস্য নয় ?
উত্তর : সাউথ কোরিয়া।
[ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা নিয়ে গঠিত।]

১০০. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইরাক।

১০১.‘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই ’ উক্তিটি কার ?
উত্তর : চন্ডীদাস।

১০২. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় কোথায় অবস্থিত ?
উত্তর : আগারগাঁও।

১০৩. দেশের প্রথম সাফারী পার্ক কোথায় ?
উত্তর : কক্সবাজার।

১০৪. গঝ ডড়ৎফ এ কাজ করার সময় ঈঃৎষ+ঐড়সব চাপ দিলে ঈঁৎংড়ৎ টি কোথায় যাবে ?
উত্তর : ডকুমেন্ট বক্স এর শুরুতে।

১০৫. কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
উত্তর : বিজয় ও অভ্র।
[বিজয় ও অভ্র সফটওয়্যার দুটির স্বত্ত¡াধিকারী মোস্তফা জব্বার ও মেহেদী হাসান।]

১০৬. ঝঢ়ৎবধফ ঝযববঃ প্রোগ্রাম দিয়ে কি কাজ হয় ?
উত্তর : হিসাব-নিকাশ।

১০৭. ১৯৫২ সালের ২১ শে ফেব্রæয়ারী বঙ্গাব্দ কত তারিখ ছিল ?
উত্তর : ৮ ফাল্গুন।

১০৮. উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?
উত্তর : নাটোর।

১০৯. বাংলার প্রথম নারী স্পিকার কে ?
উত্তর : শিরিন শারমিন। [সর্ব কনিষ্ঠ্য স্পীকার]

১১০. ১ কিলোবাইট = কত ?
উত্তর : ১০২৪ বাইট।

১১১. ডর-ঋর কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে ?
উত্তর : ওঊঊঊ ৮০২.১১

১১২. কোনটিতে সাধারণত ইনফ্রায়েড ডিভাইজ ব্যবহার করা হয় ?
উত্তর : ঞঠ রিমোর্ট কন্ট্রোল।

১১৩. ৮০৮৬ কত বিটের মাইক্রো প্রসেসর ?
উত্তর : ১৬ বিটের।

১১৬. কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কি কাজে ব্যবহৃত হয় ?
উত্তর : দুই বা ততোধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক কে সংযুক্ত করতে।

চাকরীর পরীক্ষার প্রশ্ন

১১৮. বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে ?
উত্তর : লুই আই কান।

১১৯. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান ?
উত্তর : কর্কটকান্তি রেখা।

১২০. ময়নামতির ধ্বংসস্তুপে প্রাপ্ত নিদর্শনসমুহ কোন শতাব্দীর ?
উত্তর : অষ্টম শতাব্দীর।

১২১. যমুনা সেতুর স্প্যানের সংখ্যা কতটি ?
উত্তর : ৪৯টি।

১২২. বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি ?
উত্তর : যমুনা সার কারখানা।

১২৩. বাংলাদেশে প্রথম চা চাষ হয় কত সালে ?
উত্তর : ১৮৫৪ সালে।

১২৪. বাংলাদেশে বার্ষিক গত তাপমাত্রা কত ?
উত্তর : ২৫ সেঃ।

১২৫. মজুত গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম কি ?
উত্তর : তিতাস।

১২৬. বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা সারা দেশে সম্প্রসারিত হয় কোন সালে ?
উত্তর : ১৯৯৩ সালে। ১৯৭৪ সালে ঘোষণা করা হয়।

১২৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী আমি কি ভুলিতে পারিÑ গানটির রচয়িতা কেন ?
উত্তর : গাফ্ফার চৌধুরী।

১২৮. প্রকৃতির লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তর : কেঁচো।

১২৯. পুষ্পপত্র বিন্যাস কত প্রকার ?
উত্তর : তিন প্রকার।

১৩০. অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল ?
উত্তর : বেলী ফুল।

১৩১. সাধারণত ফলের কয়টি অংশ ?
উত্তর : ২টি।

১৩২. এনাটমির জনক কে ?
উত্তর : উইলিয়াম হার্ভে।

১৩৩. মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন কত ?
উত্তর : ৫ লিটার।

১৩৪. মানবদেহের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।

১৩৫.হার্ট সাউন্ড কত ধরনের ?
উত্তর : চার ধরনের।

১৩৬. হৃৎপিন্ডের প্রসারণকে কি বলে ?
উত্তর : ডায়াস্টোল।

১৩৭. জাতিসংঘ দিবস কত তারিখ ?
উত্তর : ২৪ শে অক্টোবর।

১৩৮. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ?
উত্তর : চট্টগ্রাম।

১৩৯. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর : ল²ণ সেন।

১৪০. কোন খলিফার আমলে হিজরী সাল গণনা শুরু হয় ?
উত্তর : হযরত ওমর (রা.)।

১৪১. রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলোর কিসের কাজ করে ?
উত্তর : প্রিজমের।

১৪২. হাড় ও দাত তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন ?
উত্তর : ভিটামিন ডি।

১৪৩.আরবলীগের সদর দপ্তর কোথায় ?
উত্তর : কায়রোতে।

১৪৪. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার উৎপন্ন করা হয় ?
উত্তর : ইউরিয়া।

১৪৫. কোন প্রাণী গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে ?
উত্তর : গিরগিটি।

১৪৬. নথ বা চুল কাটলে আমরা ব্যাথা পাই না, কারণÑ
উত্তর : এদের স্নায়ু নেই।

১৪৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কি ?
উত্তর : চর্যাপদ।

১৪৮. পাবলো পিকাসো কে ছিলেন ?
উত্তর : চিত্রশিল্পী।

১৪৯. কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় ?
উত্তর : ১৮২৯ সালে।

১৫০. ল্যাপটপ হলো এক ধরনের
উত্তর : ছোট কম্পিউটার।

১৫১. প্রাথমিক স্তরে শিশুর অন্তঃব্যক্তি বুদ্ধিমত্তার একটি বিশেষ লক্ষণ হলোÑ
উত্তর : নিজে নিজে শিখতে চায়।

১৫২. বর্তমানে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একটানা জয়ের বিশ্ব রেকর্ড কোন দলেন ?
উত্তর : অস্ট্রোলিয়া।

১৫৩. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম ?
উত্তর : নীলনদ। (দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন)।

১৫৪. পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে ?
উত্তর : মহাকর্ষ।

১৫৫. বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে কোন জেলায় ?
উত্তর : সিরাজগঞ্জ।

১৫৬. বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম কি ?
উত্তর : বাংলাদেশ চীন-মৈত্রী সেতু।

১৫৭. কোন রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ?
উত্তর : ভুটান।

১৫৮. এশিয়ার পূর্বপ্রান্তে কোন দেশটি অবস্থিত ?
উত্তর : জাপান।

১৫৯. বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর নাম কি ?
উত্তর : ভারত ও মায়ানমার।

১৬০. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্তকে।

১৬১. গ্রীন হাউস প্রভাবের মাধ্যমে পৃথিবীকে উষ্ণ রাখার জন্য যে গ্যাসটি ভূমিকা রাখে সব্বোর্চ্চ ?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

১৬২. পদ্মা নদী মেঘলার সাথে মিলিত হয়Ñ
উত্তর : চাঁদপুরে।

১৬৩. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ ?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।

১৬৪. বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলোÑ
উত্তর : পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।

১৬৫. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।

 

চাকরীর সকল নতুন সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন

 

১৬৬. ১৯৭৩ সালে কতটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় ?
উত্তর : ৩০,১০০ টি।
১৬৭. একুশে ফেব্রæয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা ?
উত্তর : ইউনেস্কো।
[১৯৯৯ সালের ১৭ নভেম্বর]
১৬৮. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
উত্তর : ৪টি।
[১. জাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ও শোষণমুক্তি ৩. গণতন্ত্র ও মানবাধিকার এবং ৪. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা]
১৬৯. একদিনের ক্রিকেট কবে চালু হয় ?
উত্তর : ১৯৭১ সাল।
১৭০. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে ?
উত্তর : শূন্য।
১৭১. বারোগ্যাস প্ল্যান্টের গোবর ও পানির অনুপাত কত ?
উত্তর : ১ ঃ ১।
১৭২. বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৪ এপ্রিল, ১৯৮৬।
১৭৩. ডায়াবেটিস রোগটি শরীরের কোন অংশের কার্যকারিতার সাথে সম্পর্কিত ?
উত্তর : অগ্ন্যাশয়।
১৭৪. ভারতবর্ষের শেষ মুঘল স¤্রাট কে ছিলেন ? তার সমাধি কোথায়?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সমাধি ইয়াঙ্গুনে।
১৭৫. রজার ফেদোবার বিখ্যাত কেন ?
উত্তর : টেনিস খেলার জন্য।
১৭৬. ক্রিকেটে বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ?
উত্তর : ১৯৯৭ সালের ১৫ জুন।
১৭৭. রক্ত জমাট বাঁধায় কোন কণিকা অংশ নেয় ?
উত্তর : অনুচক্রিকা।
১৭৮. কোন যন্ত্রের সাথে ভূমিকম্পের তব্রিতা পরিমাপ করা হয় ?
উত্তর : রিকটার স্কেল।
১৭৯. বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্থ হবে পতাকার দৈর্ঘ্যরেÑ
উত্তর : ৫ ভাগের ১ ভাগ।
১৮০. লাল কিল্লা কোথায় অবস্থিত ?
উত্তর : নাগপুর।
১৮১. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে কোন খেলোয়ার গোল্ডেন বুট পেয়েছিলেন ?
উত্তর : লিওনেল মেসি।
১৮২. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড কর্নওয়ালিস।
১৮৩. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর : ৪.৮ কিলোমিটার।
১৮৪. সার্কভূক্ত দেশের মধ্যে সর্বাধিক জন্মহার কোন দেশে ?
উত্তর : আফগানিস্তান।
১৮৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতজন ?
উত্তর : ১৫ জন।
[৫টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী।]
১৮৬. প্রথম পারমানবিক বোমা কোথায় এবং কারা নিক্ষেপ করেন ?
উত্তর : প্রথম পারমানবিক বোমা ফেলা হয়েছিল হিরোশিমা, নাগাসাকি, জাপান। এটি নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
১৮৭. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট্য ও কি কি ?
উত্তর : ২ কক্ষ বিশিষ্ট্য। একটি হলো উচ্চ কক্ষ এবং অন্যটি নি¤œ কক্ষ।
১৮৮. জাপানের পুরাতন নাম কি ? এর প্রধান দুটি দ্বীপের নাম কি ?
উত্তর : জাপানের পুরাতন নাম নিপ্পন। এর প্রধান দুটো দ্বীপের নাম হোক্কাইডে, হনসু।
১৮৯. বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয় ?
উত্তর : ১৯৩০।

১৯১. বাংলা গদ্যের জনক কে ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৯২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
উত্তর : কাব্য।
১৯৩. সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কতটি ?
উত্তর : ৯টি।
১৯৪. পানিতে কোন ভিটামিন দ্রবণীয় ?
উত্তর : বি ও সি।
১৯৫. বিলিরুবিন তৈরি হয় ?
উত্তর : যকৃতে।
১৯৬. বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ/ধারা আছে কতটি ?
উত্তর : ১৫৩ টি। সংবিধান প্রথম হাতে লিখন করেন আবদুর রউফ।
১৯৭. বিশ্ব এইসড দিবস বছরের কোন তারিখ পালন করা হয় ?
উত্তর : ১লা ডিসেম্বর।
১৯৮. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি ?
উত্তর : মেসোপটেমিয়া সভ্যতা।
১৯৯. কোন দেশের রাজধানীকে ঝঁহ ড়ভ এড়ফ বলা হতো ?
উত্তর : চীন।

২০০. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলোÑ
উত্তর : সিঙ্গাপুর।
২০১. পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা কতটি ?
উত্তর : ১৬৯ টি।
২০২. বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
উত্তর : মুঘল স¤্রাট আকবর।
২০৩. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে ?
উত্তর : ১৯১১ সালে।
২০৪. কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ?
উত্তর : পাল।
২০৫. বাংলার একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
উত্তর : সেন্টমার্টিন।

২০৬. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তর : সিসমোগ্রাফ।

২০৭. এপিকালচার কি ?
উত্তর : মৌমাছি পালন বিদ্যা।
২০৮. টেস্ট ক্রিকেটে দ্রæততম সময়ে সেঞ্চুরী করেন কে ?
উত্তর : ব্রেন্ডন ম্যাককালাম।
২০৯. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কোথায়?
উত্তর : রাশিয়ায়।
২১০. জাতিসংঘের কোন সেক্রেটারী জেনারেল এশিয়া মহাদেশের অধিবাসী ?
উত্তর : বান কি মুন।
২১১. বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর : হাইগ্রোমিটার।
২১২. বহুজাতিক বাহিনী কবে ইরাক আক্রমণ করে ?
উত্তর : ১৭ জানুয়ারী ১৯৯১।
২১৩. কিভাবে ইরাক-ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তর : ইরাক কর্তৃক একতরফা যুদ্ধবিরতী ঘোষণা করায়।
২১৪. চন্দ্রে প্রথম পদার্পন করেন কে ?
উত্তর : নীল আর্মর্স্ট্রং।
২১৫. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন ?
উত্তর : হাজ্জাজ-বিন-ইউসুফ।
২১৬. বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : ফরিদপুর।
২১৭. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি ?
উত্তর : যুক্তরাষ্ট্র।
২১৮. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
উত্তর : হিলিয়াম।

২১৯. পেনিসিলিনের আবিষ্কারক কে ?
উত্তর : আলেকজান্ডার ফ্লোমিং।

২২১. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
উত্তর : স¤্রাট জাহাঙ্গীর।

২২২. রংধনুতে হলুদ রঙের দুই পার্শ্বে সংলগ্ন রঙ দুটি কি কি ?
উত্তর : সবুজ ও কমলা।
২২৩. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান দ্বিতীয় ?
[বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক]
২২৪. বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমাÑ
উত্তর : ৬ থেকে ১০ বছর।
২২৫. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি ?
উত্তর : তৈরি পোশাক।
২২৬. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে ?
উত্তর : গিরিশচন্দ্র সেন।
২২৭. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তী কে ?
উত্তর : বিল গেটস।
২২৮. বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধের কতটি স্তম্ভ আছে ?
উত্তর : ৭টি।
২২৯. বাংলাদেশের কোন নদীর মোহনায় ‘নিঝুম দ্বীপ’ অবস্থিত ?
উত্তর : মেঘনা।
২৩০. বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী ?
উত্তর : যশোর।
২৩১. মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল ?
উত্তর : পুন্দ্র নগর
২৩২. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি ?
উত্তর : হাকালুকি।
২৩৩. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে ওঠে ?
উত্তর : শামসুদ্দিন ইলিয়াস শাহ।

২৩৪. বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে নেতৃত্বদান করেন কে ?
উত্তর : অরবিন্দ ঘোষ।
২৩৫. আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি ?
উত্তর : ৫ জুন।
২৩৬. হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ?
উত্তর : ফিনল্যান্ড।
২৩৭. ওআইসি এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেনেভা।
২৩৮. কত খ্রিষ্টাব্দ থেকে হিজরী সাল গণনা শুরু হয় ?
উত্তর : ৬২২ খ্রিষ্টাব্দ।

২৩৯. ইতিহাসের পিতা বলা হয় কাকে ?
উত্তর : হিরোডটাস।
২৪০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি ?
উত্তর : আন্দিজ পর্বতমালা।
২৪১. সাত পাহাড়ের দেশ বলা হয় কাকে ?
উত্তর : রোম।
২৪২. আসল হীরা চেনার উপায় কি ?
উত্তর : এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে।
২৪৩. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় ?
উত্তর : গামা রশ্মি।
২৪৪. ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে ?
উত্তর : পেরিস্কোপ।
২৪৫. ডিনামাইট কে আবিস্কার করেন ?
উত্তর : আলফ্রেড নোবেল।
২৪৬. পারমাণবিক বোমার আবিস্কারক কে ?
উত্তর : ওপেনহাইমার।

২৪৭. পৃথিবী সূর্যের চারিদিকে কত মাইল বেগে ঘুরে ?
উত্তর : ঘন্টায় ৬৭,০০০ মাইল।
২৪৮. ভিটামিন সি এর অপর নাম কি ?
উত্তর : অ্যাসকর্বিক অ্যাসিড।
২৪৯. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
উত্তর : ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিন।
২৫০. ভিটামিন ই এর কাজ কি ?
উত্তর : প্রজননে সহায়তা করা।
২৫১. কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর : গ্রাফাইট।
২৫২. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে ?
উত্তর : ভিজিএ কার্ড।

২৫৫. বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে ?
উত্তর : ঝিকরগাছা। গদখালী। যশোর।
২৫৬. লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় ?
উত্তর : তামা।

২৫৯. স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য নূন্যতম মাথাপিছু আয় কত ডলার হতে হয় ?
উত্তর : ১২৩০ ডলার।
২৬০. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশে থেকে উৎক্ষেপন করা হয়েছে ?
উত্তর : যুুক্তরাষ্ট্র।
২৬১. স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত ?
উত্তর : নাগাসাকি জাপান।
২৬২. বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে ?
উত্তর : মূল্যসংযোজন কর থেকে।
২৬৩. ওয়াল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত ?
উত্তর : গ্রাউন্ড জিরো।

২৬৫. কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে ?
উত্তর : দিল্লি।
২৬৬. বাংলাদেশ ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয় ?
উত্তর : MICR
২৬৭. এলন মাস্ক কীসের জন্য বিখ্যাত ?
উত্তর : ইলেকট্রিক গাড়ি।
২৬৮. কোন খেলোয়াড়ের উপর আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ?
উত্তর : ডুপ্লেসসিস।

২৭০. বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন ?
উত্তর : ঈশা খাঁ।
২৭১. বাংলাদেশের কোন জিনিসটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ ?
উত্তর : শীতল পাটি।
২৭২. বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ কোনটি ?
উত্তর : চীন।
২৭৩. বিশ্বের বৃহত্তম নদী ?
উত্তর : আমাজান(দ্বিতীয় বৃহত্তম)
২৭৪. বিশ্বের বৃহত্তম নদ/দীর্ঘতম নদী ?
উত্তর : নীলনদ। (দীর্ঘতম)।
২৭৫. বাংলাদেশের সরকার কোন ধরনের সরকার ?
উত্তর : গণতান্ত্রিক।
২৭৬. বাংলাদেশের জাতীয় খেলা ?
উত্তর : কাবাডি।
২৭৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
উত্তর : ১১টি।
২৭৮. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় ?
উত্তর : ১০ এপ্রিল।
২৭৯. হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি ?
উত্তর : পামটপ।
২৮০. কোন ড্রাইভে গু উড়পঁসবহঃ রাখা হয় ?
উত্তর : সি ডাইভ।
২৮১. ঈচটএর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্থায়ী ভাবে কোথায় রাখা হয় ?
উত্তর : জঅগ.
২৮২. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে ?
উত্তর : গঝ ডড়ৎফ.
২৮৩. পরস্পর তথ্য আদান প্রদান করার কাজটি যখন কোনো কম্পিউটার ব্যবহার করা হয়, তখন তাকে কী বলে ?
উত্তর : ইন্টারনেট।
২৮৪. ইন্টারনেট এ ডকুমেন্ট ঠিকানাকে কি বলে ?
উত্তর : URL
২৮৫. হট মেইল কী ?
উত্তর : একটি ওয়েব ভিত্তিক ই-মেইল সেবা।

২৮৭. বঙ্গবন্ধু স্মৃতি ভবন কোথায় অবস্থিত ?
উত্তর : কলকাতা।
২৮৮. ঐতিহাসিক ছয় দফা প্রণনয় হয়েছিল ?
উত্তর : ১৯৬৬ সালে।

২৮৯. ই-মেইল ঠিকানার এর পরের অংশটিকে কী বলে ?
উত্তর : ডোমেইন নেম।
উত্তর : ওহঃবৎহধঃরড়হধষ ঈধসঢ়ধরমহ ঃড় অনড়ষরংয ঘঁপষবধৎ ডবধঢ়ড়হং. ২৯০. ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
২৯১. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন কত তারিখে শহীদ হন ?
উত্তর : ১৪ ডিসেম্বর ১৯৭১। সর্বশেষে শহীদ হন ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে।
২৯২. কম্পিউটার হতে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয় ?
উত্তর : ইন্টারনেট।
২৯৩. বাংলাদেশে গণপরিষদের ১ম অধিবেশন কত তারিখে শুরু হয়?
উত্তর : ১০ এপ্রিল ১৯৭২।

২৯৪. উড়হিষড়ধফ ফরধষড়ম নড়ী এর কিবোর্ড কমান্ড কোনটি ?
উত্তর : ঈঃৎষ+ঔ
২৯৫. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুলে ফেব্রæয়ারী গানটির সুরকার কে ?
উত্তর : আলতাফ মাহমুদ।
২৯৬. ১ বর্গফুট = বর্গসেন্টিমিটার ?
উত্তর : ৬.৪৫।
২৯৭. ৫৩উ কোন ধরনের শব্দ ?
উত্তর : হেক্সাডেসিমাল।
২৯৮. মুজিব নগর স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : তানভীর কবির।
২৯৯.১ ন্যানো সেকেন্ড সমান কত ?
উত্তর : ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ।
৩০০. ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পরে কতটি শূন্য লাগবে ?
উত্তর : ৯টি।
৩০১. টঘওঢ অপারেটিং সিষ্টেমের উদ্ভাবত কোন প্রতিষ্ঠান ?
উত্তর : বেল ল্যাব।
৩০২. কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?
উত্তর : এ.এল.ইউ।
৩০৩. কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
উত্তর : অপারেটিং সিস্টেম এমন একটি ভাষা যা কম্পিউটারের কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে। উঙঝ, ঈচ/গ, ঢঊঘওঢ হলো অপারেটিং সিস্টেম। কিন্তু ঈ অপারেটিং সিস্টেম নয়। ঈ একটি প্রোগ্রামিং ভাষা।
৩০৪. ক্লাইড সার্ভার দিয়ে কোনটিতে সবচেয়ে বেশি ভালো বর্ণনা করা যায় ?
উত্তর : ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটার সেবা দেয়া।
৩০৫. ওচ-া৪ এড্রেস কত বিটের ?
উত্তর : ৩২ বিটের।
৩০৬. ইনপুন ডিভাইজ কোনটি ?
উত্তর : ঙগজ.
৩০৭. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
উত্তর : ৬৫৫৩৬টি।
৩০৮. এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরে ক্ষেত্রে কোনটি সঠিক ?
উত্তর : এটির নির্মাতা গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর। এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি।
৩০৯.আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ?
উত্তর : অ্যাপল।
৩১০.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচÑ
উত্তর : একই হয়।
৩১১.কোথায় সেনাবাহিনী নেই ?
উত্তর : মালদ্বীপ।

৩১২.সাগর কন্যা কোন এলাকার ভৌগলিক নাম ?
উত্তর : পটুয়াখালী। কুয়াকাটার জন্য একে সাগর কন্যা বলা হয়।
৩১৩. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা পায় ?
উত্তর : ২০০০।
৩১৪. বাংলা ভাষার মূল উৎস কি ?
উত্তর : প্রাকৃত ভাষা।
৩১৫. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
উত্তর : ১২০১-১৩৫০ খ্রি:।
৩১৬. কবি গানের প্রথম রচয়িতা কে ?
উত্তর : গোজলা পুট (গুই)।
৩১৭. বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল ?
উত্তর : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ১৯৫২ সালে সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।
৩১৮. ই-মেইল ব্যবহার করার জন্য অধিক ব্যবহৃত প্রটোকল কোনটি?
উত্তর : চঙচ৩.
৩১৯. এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট্য হয় ?
উত্তর : ৮ বিট।
৩২০. কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ?
উত্তর : ওহঢ়ঁঃ ৎবধফবৎ নঁং.
৩২১. কোনটি মাইক্রোপ্রসেসর এর প্রথম প্রোগ্রাম ?
উত্তর : গঝ উঙঝ.
৩২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন মহিলা বীরপ্রতীক এর নাম লিখুন।
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মহিলা বীরপ্রতিক ২ জন। ১. মোছাম্মৎ তারামন বিবি ও ২. ক্যাপ্টেন ডা. সেতারা বেগম।
৩২৩. বাংলা নববর্ষ প্রচলন করেন কে ?
উত্তর : মুঘল স¤্রাট আকবর। ১৫৫৬ সালে এটি কার্যকর হয়।
৩২৪. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত।
৩২৫. আর্ন্তজাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?
উত্তর : ১৫ জন। এর সদর দপ্তর নেদারল্যান্ডের নেগ শহরে।
৩২৬. বাংলার প্রথম স্পীকার কে ?
উত্তর : শাহ আব্দুল হামিদ।
[২য় স্পীকার মোহাম্মাদ উল্লাহ। ]
৩২৭. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায় ?
উত্তর : ফ্যাদোমিটার। আবার শব্দের প্রতিধ্বনির মাধ্যমেও সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়।

৩২৮. পৃথিবীতে কোন কোন দেশের সংবিধান নেই ?
উত্তর : বিটেন (যুক্তরাজ্য), নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরবের কোনো লিখিত সংবিধান নেই। নেপালের আইন নাম ফেডারেল পার্লামেন্ট। দ্বি-কক্ষ বিশিষ্ট এ আইনসভার নি¤œকক্ষ প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষ জাতীয় পরিষদ।
৩২৯. জাতিসংঘের ভেটো ক্ষমতা কয়টি রাষ্ট্রের আছে ?
উত্তর : স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এর ভেটো ক্ষমতা আছে।

৩৩০.বাংলা একাডেমি ভবনের নাম কি ?
উত্তর : আদি নাম বর্ধমান হাউস।
৩৩১. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৫৫
৩৩২. বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে কোন জ্বালানী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
৩৩৩. শহীদ বুদ্ধিজীবি দিবস কত তারিখ ?
উত্তর : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
৩৩৪. আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকার সেগুনবাগিচায়।
৩৩৫. পদ্মা সেতু কোন জেলাকে সংযুক্ত করবে ?
উত্তর : মুন্সীগঞ্জ ও শরীয়তপুর (জাজিরা) কে।
৩৩৬. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৩৭. বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের ?
উত্তর : সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।
৩৩৮. ১৯৭১ সালের পাকিস্তান বাহিনীর আত্মসমর্পন দলিলে কে কে স্বাক্ষর করেন ?
উত্তর : বাংলাদেশের পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী।
৩৩৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সমূহ আদালত মারফত বলবৎযোগ্য নহে ?
উত্তর : ৪৭ নং অনুচ্ছেদের ১, ২ও ৩ নং দফাসমূহ।
৩৪০. বাংলাদেশের সাদা সোনা কি ?
উত্তর : বাংলাদেশে উৎপাদিত চিংড়ির সুনাম রয়েছে বিশ্ব বাজারে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ যেমনÑ জাপান, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম প্রভূতি দেশে উল্লেখযোগ্য পরিমাণ চিংড়ি রপ্তানি করে থাকে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ চিংড়িকেই সাদা সোনা বলা হয়।
৩৪১. বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়টি ?
উত্তর : ১১১ টি।
৩৪২. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত কত সালে ?
উত্তর : ১৭৯৩ সালে।
৩৪৩. সিপাহী বিদ্রোহের সুচনা হয়েছিল ১৮৫৭ সালের কোন তারিখে?
উত্তর : ২৬ মার্চ।
৩৪৪. বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত ?
উত্তর : ১৭ মার্চ ১৯২০ সাল।
৩৪৫. আনুষ্ঠানিক ভাবে কত তারিখে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল ?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
৩৪৬. মুজিব নগর সরকার কত তারিখে গঠিত হয় ?
উত্তর : ১৯৭১ সালের ১০ই মার্চ।
৩৪৭. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মেহেরপুর।
৩৪৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : তাজউদ্দিন আহমেদ।

৩৪৯. বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের কত তারিখে ?
উত্তর : ১০ অক্টোবর।
৩৫০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে ?
উত্তর : ২৩ ফেব্রæয়ারী ১৯৬৯।
৩৫১. বাংলাদেশের সংবিধান কবে সংসদে গৃহীত হয় ?
উত্তর : ৪ নভেম্বর ১৯৭২।
৩৫২. নেদারল্যান্ড ও জার্মানির মুদ্রার নাম কি ?
উত্তর : নেদারল্যান্ড-ইউরো, জার্মানি-ইউরো।
৩৫৩. সুইডেনের মুদ্রার নাম কি ?
উত্তর : ক্রোনা।
৩৫৪. মালয়েশিয়ার মুদ্রার কি ?
উত্তর : রিঙ্গিত।
৩৫৫. মালদ্বীপের মুদ্রার নাম কি ?
উত্তর : রুপিয়া।
৩৫৬. সৌদি আরব ও কাতারের মুদ্রার নাম ?
উত্তর : সৌদি আরব ও কাতারের মুদ্রার নাম রিয়াল।
৩৫৭. ইরানের মুদ্রার নাম কি ?
উত্তর : ইরানের মুদ্রার নাম রিয়াল।
৩৫৮. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ?
উত্তর : ডলার।
৩৫৯. হাইতির জাতীয় মুদ্রার নাম কি ?
উত্তর : গুর্দে।
৩৬০. ভিয়েতনামের মুদ্রার নাম কি ?
উত্তর : ডং।
৩৬১. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি ?
উত্তর : আমস্টারডাম।
৩৬২. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর : উলানবাটোর।
৩৬৩. দক্ষিন কোরিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর : সিউল।
৩৬৪. গায়না’র রাজধানীর নাম কি ?
উত্তর : জর্জটাউন।
৩৬৫. বাহামা’র রাজধানী কোথায় ?
উত্তর : নাসাউ।
৩৬৬. ভারতের রাজধানীর নাম কি ?
উত্তর : নয়াদিল্লী।

৩৬৭. কঙ্গোর রাজধানী কোথায় ?
উত্তর : ব্রাজভিল।
৩৬৮. বেলজিয়ামের রাজধানী কোথায় ?
উত্তর : বাসেলস।
৩৬৯. বিশ্ববাজারে বাংলাদেশের বø্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত ?
উত্তর : কুষ্টিয়া গ্রেড।
৩৭০. সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকার মোহাম্মাদপুর।
৩৭১. বাংলাদেশের ক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
উত্তর : জিরানী বাজার।
৩৭২. পাটের জিন আবিষ্কার করেন কে ?
উত্তর : ড. মাকসুদুল হক।
৩৭৩. বর্তমান বিশ্বে সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী কোনটি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
৩৭৪. সেভেন সিস্টার্স বলতে কি বুঝায় ?
উত্তর : ভারতের সাতটি অঙ্গরাজ্য।
৩৭৫. ঝঃধঃঁব ড়ভ টহরঃু কোন দেশে অবস্থিত ?
উত্তর : ভারতের গুজরাটে।
৩৭৬. ঊীঃৎধফরঃরড়হ ঃৎবধঃু হলোÑ
উত্তর : অপরাধ প্রত্যর্পণ চুক্তি।
৩৭৭. অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয় ?
উত্তর : রাশিয়া।
৩৭৮. আনুষ্ঠানিক ভাবে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা ?
উত্তর : ইউনেস্কো।
৩৭৯. ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন ?
উত্তর : চীন ও ভারত।
৩৮০. লোক সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উত্তর : ভ্যাটিক্যান সিটি।
৩৮১. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : নেত্রকোনা।
৩৮২. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগকারী কে ?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৮৩. কত জন বিশিষ্ট্য নাগরিক একুশে পদক ২০১৯ এ ভূষিত হয়েছেন ?
উত্তর : ২১ জন।
৩৮৪. ভবদহ বিল কোন এলাকায় অবস্থিত ?
উত্তর : যশোর।
৩৮৫. বঙ্গবন্ধু গোল্ডকাড ফুটবলের অভিষেক হয় কত সালে ?
উত্তর : ১৯৯৬ সালে।
৩৮৬. তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল ?
উত্তর : ভাষা আন্দোলন।
৩৮৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
উত্তর : পর্তুগাল।
৩৮৮. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তর : সাহারা মরুভূমি।
৩৮৯. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় ?
উত্তর : ১৯৪৭ ঘোষিত। প্রজাতন্ত্র ১৯৫০ সালের ২৬ জানুয়ারী।
৩৯০. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমিরা কেন দেশের অধিবাসী ?
উত্তর : কঙ্গো।
৩৯১. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?
উত্তর : ইসাবেলা পেরন।
৩৯২. জোট নিরপেক্ষ আন্দোলন ঘঅগ এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : আগে বান্দুং এ ছিল। এখন নেই।
৩৯৩. বিশ্ব মা দিবস কোনটি ?
উত্তর : মে মাসের দ্বিতীয় রবিবারটি।
৩৯৪. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত প্রার্থীর সর্বনি¤œ বয়স কত হবে ?
উত্তর : ২৫।
৩৯৫. সংবিধানের তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীর মাধ্যমে ?
উত্তর : ১৫ তম।
৩৯৬. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয় ?
উত্তর : ১১৭৬ সনে।
৩৯৭. কোনটি প্রান্তিক স্থান হিসেবে বিবেচিত নয় ?
উত্তর : সুন্দরবন।
৩৯৮. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতির নাম কি ?
উত্তর : ইউ.কে.চিং।
৩৯৯. জুলিও কুরি পুরস্কার কেন দেওয়া হয় ?
উত্তর : বিখ্যাত ফরাসী পদার্থবিদ ফ্রেডারিক জুলিও কুরি তার স্ত্রী আইরিন জুলিও কুরির সাথে যৌথভাবে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের ফলে রসায়নশ্বাস্ত্রে নোবেল পুরস্কার পান। ১৯৫৮ সালে ফ্রেডারিক জুলিও কুমির মৃত্যুর পর ১৯৫৯ সাল থেকে তার সম্মানে জুলিও কুরি পুরস্কার। বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ব্যক্তিদেদর এ পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ।
৪০০. জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন দিনটিকে ?
উত্তর : ৮ মার্চ।
৪০১. দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র কোনটি ?
উত্তর : করাচি বন্দর।
৪০২. আধুনিক কম্পিউটারের জনক কে ?
উত্তর : জন ভন নিউম্যান।
৪০৩. কম্পিউটার সিষ্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি ?
উত্তর : সেন্টাল প্রসেসিং ইউনিট।
৪০৪. সব আধুনিক কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে ?
উত্তর : বাইনারী সংখ্যা পদ্ধতি।
৪০৫. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
উত্তর : ১৯১৩ সালে।
৪০৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন ?
উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২ সাল।
৪০৭. জাতীয় চার নেতার নাম লিখুন ?
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর রহমান, তাজউদ্দিন আহমেদ, এইচএম কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম।
৪০৮. সম্প্রতি চট্টগ্রাম উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর : মোরা।
৪০৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি ?
উত্তর : পূর্বাশা বা নিউমুর।
৪১০. বাংলাদেশের সবচেয়ে খর¯্রােতা নদীর নাম কি ?
উত্তর : মেঘনা।
৪১১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় ?
উত্তর : চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত।
৪১২. লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর : জেলা শহর কুমিল্লার অদূরবর্তী এলাকায় লালমাই পাহাড় অবস্থিত।
৪১৩. বনফুল কার ছদ্দনাম ?
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায় এর।
৪১৪. ধীরে ধীরে বহে মেঘনা চলচিত্রের পরিচালক কে ?
উত্তর : আলমগীর কবির।
৪১৫. প্রখ্যাত ছবি তিন কন্যা একেছেন কে ?
উত্তর : ১৯৮৩ সালে অঙ্কন করেন আবু শরাফ মোহাম্মাদ কামরুল হাসান।
৪১৬. ঘূর্ণিঝর কোন ভাষার শব্দ ?
উত্তর : থাই ভাষার শব্দ।
৪১৭. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর : শুক্র গ্রহ।
৪১৮. বাংলা ভাষাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ?
উত্তর : সিয়েরা লিওন।
৪১৯. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : ইয়াংসিকিয়াং।
৪২০. কোন আমলে বাংলার রাজধানী সোনারগাঁও স্থাপন করা হয়।
উত্তর : সুলতানি আমলে।
৪২১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন এলাকা প্রথম শত্রæমুক্ত হয়?
উত্তর : যশোর।
৪২২. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
৪২৩. বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট এর নাম কি ?
উত্তর : ব্র্যাক অন্বেষা।
৪২৪. সার্কভূক্ত একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি ?
উত্তর : শ্রীলংকা।
৪২৫. বাংলাদেশের গণহত্যা দিবস কত তারিখ ?
উত্তর : ২৫ মার্চ।
৪২৬. বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় কবে ?
উত্তর : ৩ মার্চ ১৯৭১।
৪২৭. আন্তর্জাতিক কাস্টমস দিবস কত তারিখে পালন করা হয় ?
উত্তর : ২৬ জানুয়ারী।
৪২৮. ভারতের রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর : রামনাথ কোবিন্দ।
৪২৯. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে ?
উত্তর : ১১টি।
৪৩০. ১০নং সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত ?
উত্তর : ১০নং সেক্টর অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালদা নিয়ে গঠিত হয় ?
৪৩১. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমানের নিজ জেলার নাম ?
উত্তর : নরসিংদী।
৪৩২. দেশের একমাত্র দ্বীপ জেলা ?
উত্তর : ভোলা।
৪৩৩. ত্রিভূজের তিন কোণের সমষ্টি ?
উত্তর : ১৮০ ডিগ্রী।
৪৩৪. ১ কাঠা = কত বর্গফুট ?
উত্তর : ৭২০ বর্গফুট।
৪৩৫. ঐতিহাসিক ট্রয় নগরী কোথায় ?
উত্তর : তুরস্কে অবস্থিত ?
৪৩৬. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ম্যালিনা (ফিলিপাইন)।
৪৩৭. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কত তারিখে ?
উত্তর : ৮ সেপ্টেম্বর।
৪৩৮. হিমছড়ি জলপ্রপাত কোন দেশে অবস্থিত ?
উত্তর : কক্সবাজারের হিমছড়ি পাড়াতে অবস্থিত।
৪৩৯. উয়ারী বটেশ্বর কোন জেলায় ?
উত্তর : গুরুত্বপূর্ণ প্রতœস্থান উয়ারী নরসিংদী জেলায় অবস্থিত।
৪৪০. ঋড়ড়ফ ধহফ অমৎরপঁষঃঁৎব ঙৎমধহরুধঃরড়হ (ঋঅঙ) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : রোম।
৪৪১. আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ?
উত্তর : অস্ট্রেলিয়া মহাদেশ।
৪৪২. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
উত্তর : মিথেন।
৪৪৩. কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
উত্তর : সেনেগাল মুসলিম রাষ্ট্র আফ্রিকান ও আরব মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়।
৪৪৪. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আমেরিকা ।
৪৪৫. জনসংখ্যার দিক থেকে দক্ষিন এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : ভারত।
৪৪৬. একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি ?
উত্তর : সুন্দরবন।
৪৪৭. সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ?
উত্তর : বর্তমানে বাংলাদেশে ২৬টি গ্যাস ক্ষেত্র রয়েছে। তার মধ্যে সাঙ্গু চট্টগ্রাম জেলায় অবস্থিত।
৪৪৮. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমার এর উভয়ের সীমানা আছে ?
উত্তর : রাঙ্গামাটি।
৪৪৯. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর : বাগেরহাট।
৪৫০. সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে ?
উত্তর : জাপান।
৪৫১. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে ?
উত্তর : মোহাম্মাদ হানিফ।
৪৫২. গীতাঞ্জলি কি ধরনের রচনা ?
উত্তর : কাব্যগ্রন্থ।
৪৫৩. ১ ঘন্টা = কত সেকেন্ড ?
উত্তর : ৩৬০০ সে. ।
৪৫৪. ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার ?
উত্তর : ২.৫৪ সে.মি.।
৪৫৫. ১ মাইল = কত কিলোমিটার ?
উত্তর : ১.৬২ কিলোমিটার।
৪৫৬. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষাÑ গানটির রচয়িতা কে ?
উত্তর : অতুল প্রসাদ সেন।
৪৫৭. কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেটের জন্য উপযোগীÑ
উত্তর : ওয়াইম্যাক্স।
৪৫৮. মডেমের মধ্যে কি থাকে ?
উত্তর : একটি মডুলেটর ও একটি ডিমুলেটর।
৪৫৯. ঔঁষরধহ অংংধহমব কে ?
উত্তর : একজন কম্পিউটার প্রোগ্রামার।
৪৬০. উবমৎধমসবহঃ করলে কম্পিউটারের কোন বিষয়টি ঘটে ?
উত্তর : মেমোরী ক্যাপাসিটি বাড়ে এবং স্পিড বৃদ্ধি পায়।
৪৬১. উড়ঃ গধঃৎরী কি ?
উত্তর : প্রিন্টির।
৪৬২. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন ?
উত্তর : দক্ষিন আফ্রিকা।
৪৬৩. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি ?
উত্তর : দক্ষিন সুদান।
৪৬৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় কাল কোনটি ?
উত্তর : ১৯১৪-১৯১৮।
৪৬৫. কোথায় দ্বীপের সংখ্যা বেশি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
৪৬৬. রামপাল পাওয়ার প্ল্যান্ট কোথায় ?
উত্তর : বাগেরহাট, সাপমারী।
৪৬৭. নির্মাণাধীন পদ্মাসেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর : ৬.১৫ কি.মি।
৪৬৮. বাংলাদেশ সরকারের বর্তমান জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের উপর ?
উত্তর : সন্ত্রাস ও জঙ্গিবাদ।
৪৬৯. পরিদপ্তর এর ইংরেজী পরিভাষা কি ?
উত্তর : উরৎবপঃড়ৎধঃব.
৪৭০. বিন্দু কত মাত্রিক ?
উত্তর : শূন্য।
৪৭১. ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত কোন শতাব্দী ?
উত্তর : ঊনবিংশ।
৪৭২. বঙ্গবন্ধু বহুমূখী সেতু কবে চালু করা হয় ?
উত্তর : ১৯৯৮ সালের ১৭ মার্চ।
৪৭৩. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন।
৪৭৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর : ১০: ৬ অথবা ৫ : ৩।
৪৭৫. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ?
উত্তর : ৩৫০ টি।
৪৭৬. জাতিসংঘের সদর দপ্তর কোথায় ?
উত্তর : নিউইয়র্ক।
৪৭৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে এবং কোন দেশের নাগরিক?
উত্তর : বর্তমান মহাসচিব এন্টিনিও গুতেরেস। পর্তুগাল এর নাগরিক। তিনি নবম মহাসচিব এবং সাবেক পর্তুগালের প্রধানমন্ত্রী।
৪৭৮. বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম কারখানা কোথায় ?
উত্তর : নীলফামারি সৈয়দপুর।
৪৭৯. ই-মেইল এর ইঈঈ এর অর্থ কি ?
উত্তর : ইষরহফ ঈধৎনড়হ ঈড়ঢ়ু.
৪৮০. কিছু কম্পিউাটার ভাইরাস এর নাম লিখুন ?
উত্তর :
৪৮১. পৃথিবীতে মোট দেশের সংখ্যা কতটি ?
উত্তর : ১৯৫ টি।
৪৮২. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হয়েছে ?
উত্তর : ৫৭ তম।
৪৮৩. ২০১৮ সালের কমনওয়েলথ গেমথ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : গোল্ডকোষ্ট।
৪৮৪. ১ টন = কত কেজি ?
উত্তর : ১০০০ কেজি।
৪৮৫. ১ মিলিয়ন = কত লক্ষ্য ?
উত্তর : ১০ লক্ষ্য।
৪৮৬. ডেঙ্গু জ্বরের জীবানুবাহী প্রাণী কোনটি ?
উত্তর : মশা।
৪৮৭. কোন প্রাণী দাড়িয়ে ঘুমায় ?
উত্তর : ঘোড়া।
৪৮৮. তরল পদার্থ পরিমাপের একক কি ?
উত্তর : লিটার।
৪৮৯. কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত ?
উত্তর : ৩টি।
৪৯০. বাংলাদেশ রাইফেলস এর বর্তমান নাম কি ?
উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ।
৪৯১. মাকড়শার কয়টি পা ?
উত্তর : ৮টি।
৪৯২. বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত ?
উত্তর : সিলেট।
৪৯৩. রংধনুতে কয়টি রং থাকে ?
উত্তর ৭টি।
৪৯৪. বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে ?
উত্তর : ১৫ অক্টোবর।
৪৯৫. সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ?
উত্তর : ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
৪৯৬. হ্যারিপটাস বইটির রচয়িতা কে ?
উত্তর : আলোচিত শিশুতোষ সিরিজ বইয়ের লেখক ইংল্যান্ডের জোয়ান ক্যাথরিন রলিংস।
৪৯৭. গ্রীনল্যান্ড দ্বীপের মালিকা কোন দেশের ?
উত্তর : ডেনমার্ক।
৪৯৮. অগ্নিবীণা কি ?
উত্তর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ।
৪৯৯. কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের সর্বাধিক রাজস্ব আদায় করে ?
উত্তর : জাতীয় রাজস্ব বোর্ড।
৫০০. পদ্মা সেতুর অর্থায়ন কে করেছে ?
উত্তর : International Monetary Fund.

চাকুরির পরীক্ষায় আসার মতো
১. জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি ?
উত্তর : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।
২. ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে ?
উত্তর : ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস।
৩. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি ?
উত্তর : বাংলাদেশের বৃহত্তম পাহাড় ‘গারো পাহাড়’।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১ জুলাই ১৯২১।
৫. গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীষ দেশ ‘চীন’।
৬. ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?
উত্তর : ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
৭. বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে ?
উত্তর : রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ম্যাচে সালমা খাতুন।
৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
উত্তর : হামিদুর রহমান।
৯. ফেসবুজ এর নির্মাতা কে ?
উত্তর : মার্ক জাকারবার্গ।
১০. শিল্পাচার্র্য বলতে কাকে বুঝায় ?
উত্তর : শিল্পাচার্য বলতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জয়নুল আবেদীনকে বোঝানো হয়েছে।
১১. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তর : ‘মহেশখালী’ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্র মাঝখানে পাহাড় আর সমতল ভূমি এবং আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার।
১২. পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন ?
উত্তর : পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারী ১৯৪৮)।
১৩. শহীদ জননী নামে পরিচিত কে ?
উত্তর : জাহানারা ইমাম ‘শহীদ জননী’ নামে পরিচিত। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম শহিদ হওয়ার সূত্রেই তিনি ‘শহীদ জননী’র মর্যাদায় ভূষিত হন।
১৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। যার অপর নাম ‘বিজয়’ এবং এর উচ্চতা ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট। ১০৫৬ মিটার। এটি বান্দরবানের রুমায় অবস্থিত। কিউক্রাডাং দ্বিতীয়।
১৫. বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে ?
উত্তর : সাবেক সচিব কে.এম নূরুল হুদা।
১৬. বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম কি ?
উত্তর : এয়ার মার্শাল মাসিহুজ্জামান।
১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
উত্তর : কামরুল হাসান।
১৮. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
উত্তর : ৩টি।
১৯. পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে এ বিভক্ত ?
উত্তর : তুরক্ত।
২০. কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
২১. ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি ?
উত্তর : কাতার।
২২. কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যার কি ?
উত্তর : উইন্ডোজ।
২৩. DOS কি ?
উত্তর: অপারেটিং সিস্টেম।
২৪. কম্পিউটার মস্তিস্ক বলা হয় কাকে ?
উত্তর : হার্ড ডিস্ক।
২৫. কি-বোর্ডে কতটি ফাংশন কি আছে ?
উত্তর : ১২টি।
২৬. মডেম কি ?
উত্তর : মডেম ইনপুট ও আউটপুট ডিভাইজ।
২৭. কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইজ কে কি বলা হয় ?
উত্তর : CPU
২৮. হার্ডওয়্যারগুলোর প্রাণকে কি বলা হয় ?
উত্তর : মাদার বোর্ড।
২৯. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কত সালে গঠিত করা হয় ?
উত্তর : ৩১ জানুয়ারী ১৯৫২।
[প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ ১ অক্টোবর, ২য় বার ২ মার্চ ১৯৪৮। পূর্ব বাঙালা ভাষা কমিটি ২ মার্চ ১৯৪৮। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১১ মার্চ ১৯৫০।]
৩০. মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধিন ছিল ?
উত্তর : ২ নং সেক্টরের অধিন ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ।
৩১. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?
উত্তর : মুঘল সম্রাট হুমায়ুন।
৩২. প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয় ?
উত্তর : থাইল্যান্ডের রাজধানী ‘ব্যাংকককে’।
৩৩. খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি এসিডের নাম লিখুন?
উত্তর : আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক এসিড খেয়ে থাকে। (ল্যাকটিক এসিক দুখে থাকে)।
৩৪. ‘ বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : ঢাকা শহরে রক্ষার জন্য ১৮৬৪ সালে নির্মিত ‘বাকল্যান্ড বাঁধ’ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
৩৫. ‘ সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুন্ডু।
৩৬. জাতীয় শিশু দিবস কত তারিখে ?
উত্তর : ১৭ মার্চ জাতীয় শিশু দিবস।
৩৭. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর : সিলেট জেলার লালখানে।
৩৮. ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি ?
উত্তর : ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।(South Sudan (27 October 2011).
৩৯. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : রাশিয়ায়।
৪০. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার প্রথম সেঞ্চুরি করেন ?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৯ মার্চ ২০১৫)।
৪১. বরিশালের প্রাচীন নাম কি ?
উত্তর : চন্দ্রদ্বীপ।
৪২. সবচেয়ে বেশি পামওয়েল কোন দেশে উৎপাদিত হয় ?
উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
৪৩. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?
উত্তর : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী)। ২০১৮ তে ১৭৫২ মার্কিন ডলার। ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৯০৯ মার্কিন ডলার।
৪৪. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ?
উত্তর : নওগাঁ।
৪৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি ?
উত্তর : এটর্নি জেনারেল।
৪৬. বাংলাদেশের দুইটি স্থলবন্দরের নাম লিখুন ?
উত্তর : ১. হিলি স্থলবন্দর (হাকিমপুর, দিনাজপুর)
২. বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।
৩. বেনাপোল স্থলবন্দর (শারশা, যশোর)।
৪৭. বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ?
উত্তর : ২০১৬ থেকে ২০২০।
৪৮. কম্পিউটারের দুটি অপারেটিং সফ্টওয়্যারের নাম লিখুন ?
উত্তর : 1. Windows 2. Linux.
৪৯. সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : কক্সবাজার জেলায় অবস্থিত।
৫০. বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি ?
উত্তর : বিভাগ ৮টি এবং সিটিকর্পোরেশন ১২টি।
ময়মনসিংহ সর্বশেষ প্রস্তাবিত।
৫১. কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম কি ?
উত্তর : MS Word, MS Excel.
৫২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ?
উত্তর : ৩৫ জন।
[আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী ঢাকায় এই মামলা দায়ের করা হয়।
৫৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ব্রাসেলস।
৫৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিলÑ
উত্তর : পর্তুগিজরা।
৫৫. কোনটি জি-৮ ভূক্ত দেশ নয় ?
উত্তর : নেদারল্যান্ড।
[কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, জাাপান, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।]
৫৬. ভাইরাস একটি ?
উত্তর : এককোষী জীব।
৫৭. ভারত ও শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : পাক প্রণালী।
৫৮. দক্ষিন গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ?
উত্তর : ২১ জুন।
৫৯. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ষঝড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর : ভিটামিন কে।
৬০. বহুরূপী মৌল কোনটি ?
উত্তর : কার্বন।
৬১. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর : কৈলাস।
৬২. ‘ভাত দে হারামজাদা, তা না হলে, মানচিত্র খাবো’ পঙক্তিটির রচয়িতা কে ?
উত্তর : রফিক আজাদ।
৬৩. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর : আটলান্টিক মহাসাগর।
[সেন্ট হেলেনা দ্বীপটি দক্ষিন আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিস্কার হয়েছে। তখন দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটিকে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।
৬৪. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে ?
উত্তর : চার।
৬৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?
উত্তর : ৩টি।
৬৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : কোন সদর দপ্তর নাই।
৬৭. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?
উত্তর : ৩০টি।
৬৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তর : ডায়েট।
৬৯. START-২কি ?
উত্তর : কৌশল অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
৭০. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় ?
উত্তর : কৃষি বিশ্ববিদ্যালয়।
৭১. জগদ্দল বিহার কোথায় অবস্থিত ?
উত্তর : নওগাঁ জেলায়।
৭২. রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে ?
উত্তর : স্পার্টাকাস।
৭৩. মহাকাব্য ইলিড কে রচনা করেন ?
উত্তর : ভার্জিল।
৭৪. বলকান রাষ্ট্র নয় কোনটি ?
উত্তর : বলিভিয়া।
[বলকান রাষ্ট্রসমূহ : আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেগিগ্রো, গ্রিস, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, মলদোভা, রোমানিয়া, বলেভিনিয়া)।
৭৫. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ ?
উত্তর : ৬৩টি।
৭৬. লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবেÑ
উত্তর : শূন্য।
৭৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
৭৮. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে ?
উত্তর : ৫০টি।
৭৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন ‘বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছেন ?
উত্তর : ৭ জন।
[১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ২. সিপাহী হামিদুর রহমান, ৩. সিপাহী মোস্তফা কামাল ৪. মোহাম্মাদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার, ৫. ফ্লইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ৬. লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৭. লান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ।]
৮০. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ?
উত্তর : ঢাকা।
৮১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর : ২৬ মার্চ।
৮২. কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোল হওয়ার সম্ভাবনা হয়েছে ?
উত্তর : কুকুর।
৮৩. সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ?
উত্তর : ৮টি।
[বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান]
৮৪. ‘বগা লেক’ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : বান্দরবান।
৮৫. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি ?
উত্তর : নাফ।
৮৬. গোল্ডেন ডাকÑ বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত ?
উত্তর : ক্রিকেট।
৮৭. একদিনের ক্রিকেটে বিশ্ব চাম্পিয়ান হয় কোন দেশ ?
উত্তর : পাকিস্তান।
৮৮. বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি ?
উত্তর : গ্যাস।
[DOS, Windows, Unix, Linux, Mac OS, OS/2, Solaries, Xenix etc.]
৮৯. বাংলাদেশের মোট কতটি জেলা ?
উত্তর : ৬৪টি।
৯০. কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ ?
উত্তর : পাট।

৯১. লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

৯২. কোন জেলায় বর্তমানে চা চাষ হচ্ছে ?
উত্তর : পঞ্চগড়।

৯৩. কোন সমুদ্র প্রণালী দুই মহাদেশকে বিভক্ত করেছে ?
উত্তর : বেরিং।

৯৪. কোন সংখ্যা অলিম্পিক গেমস এর আয়োজক ?
উত্তর : IOC.
[International Olympic Committee.]

৯৫. বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ?
উত্তর : IPO

৯৬. NIPORT শব্দটি কিসের সাথে জড়িত ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ।
[National Institute of Population Research and Training.]

৯৭. ঘওচঙজঞ কোন বিষয়ের সাথে জড়িত ?
উত্তর : জনসংখ্যা।
[ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃব ড়ভ চড়ঢ়ঁষধঃরড়হ জবংবধৎপয ধহফ ঞৎধরহরহম.]

৯৮. ইদলিব শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর : সিরিয়া।

৯৯. কোন দেশ ইজওঈঝ এর সদস্য নয় ?
উত্তর : সাউথ কোরিয়া।
[ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা নিয়ে গঠিত।]

১০০. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইরাক।

১০১.‘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই ’ উক্তিটি কার ?
উত্তর : চন্ডীদাস।

১০২. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় কোথায় অবস্থিত ?
উত্তর : আগারগাঁও।

১০৩. দেশের প্রথম সাফারী পার্ক কোথায় ?
উত্তর : কক্সবাজার।

১০৪. গঝ ডড়ৎফ এ কাজ করার সময় ঈঃৎষ+ঐড়সব চাপ দিলে ঈঁৎংড়ৎ টি কোথায় যাবে ?
উত্তর : ডকুমেন্ট বক্স এর শুরুতে।

১০৫. কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
উত্তর : বিজয় ও অভ্র।
[বিজয় ও অভ্র সফটওয়্যার দুটির স্বত্ত¡াধিকারী মোস্তফা জব্বার ও মেহেদী হাসান।]

১০৬. ঝঢ়ৎবধফ ঝযববঃ প্রোগ্রাম দিয়ে কি কাজ হয় ?
উত্তর : হিসাব-নিকাশ।

১০৭. ১৯৫২ সালের ২১ শে ফেব্রæয়ারী বঙ্গাব্দ কত তারিখ ছিল ?
উত্তর : ৮ ফাল্গুন।

১০৮. উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?
উত্তর : নাটোর।

১০৯. বাংলার প্রথম নারী স্পিকার কে ?
উত্তর : শিরিন শারমিন। [সর্ব কনিষ্ঠ্য স্পীকার]

১১০. ১ কিলোবাইট = কত ?
উত্তর : ১০২৪ বাইট।

১১১. ডর-ঋর কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে ?
উত্তর : ওঊঊঊ ৮০২.১১

১১২. কোনটিতে সাধারণত ইনফ্রায়েড ডিভাইজ ব্যবহার করা হয় ?
উত্তর : ঞঠ রিমোর্ট কন্ট্রোল।

১১৩. ৮০৮৬ কত বিটের মাইক্রো প্রসেসর ?
উত্তর : ১৬ বিটের।

১১৪. কোনটি ডাটাবেজ খধহমঁধমব ?
উত্তর : ঙৎধপষব.
[ঙৎধপষব, গরপৎড়ংড়ভঃ ঝছখ, ঝবৎাবৎ সুংয়ষ, উন২, ঃবৎধফধঃধ, ঝছখখরঃব, ঝছখনধংব বঃপ.]

১১৫. খরহশবফ ওহ এর ক্ষেত্রে কোনটি সঠিক ?
উত্তর : একটি বিজনেস অরিয়েনন্টেড সোশ্যাল নেটওয়াকিং সার্ভিস। এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৬ এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়।

১১৬. কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কি কাজে ব্যবহৃত হয় ?
উত্তর : দুই বা ততোধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক কে সংযুক্ত করতে।

১১৭. চষড়ঃঃবৎ কোন ধরনের ডিভাইজ ?
উত্তর : আউটপুট।

১১৮. বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে ?
উত্তর : লুই আই কান।

১১৯. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান ?
উত্তর : কর্কটকান্তি রেখা।

১২০. ময়নামতির ধ্বংসস্তুপে প্রাপ্ত নিদর্শনসমুহ কোন শতাব্দীর ?
উত্তর : অষ্টম শতাব্দীর।

১২১. যমুনা সেতুর স্প্যানের সংখ্যা কতটি ?
উত্তর : ৪৯টি।

১২২. বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি ?
উত্তর : যমুনা সার কারখানা।

১২৩. বাংলাদেশে প্রথম চা চাষ হয় কত সালে ?
উত্তর : ১৮৫৪ সালে।

১২৪. বাংলাদেশে বার্ষিক গত তাপমাত্রা কত ?
উত্তর : ২৫ সেঃ।

১২৫. মজুত গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম কি ?
উত্তর : তিতাস।

১২৬. বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা সারা দেশে সম্প্রসারিত হয় কোন সালে ?
উত্তর : ১৯৯৩ সালে। ১৯৭৪ সালে ঘোষণা করা হয়।

১২৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী আমি কি ভুলিতে পারিÑ গানটির রচয়িতা কেন ?
উত্তর : গাফ্ফার চৌধুরী।

১২৮. প্রকৃতির লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তর : কেঁচো।

১২৯. পুষ্পপত্র বিন্যাস কত প্রকার ?
উত্তর : তিন প্রকার।

১৩০. অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল ?
উত্তর : বেলী ফুল।

১৩১. সাধারণত ফলের কয়টি অংশ ?
উত্তর : ২টি।

১৩২. এনাটমির জনক কে ?
উত্তর : উইলিয়াম হার্ভে।

১৩৩. মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন কত ?
উত্তর : ৫ লিটার।

১৩৪. মানবদেহের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।

১৩৫.হার্ট সাউন্ড কত ধরনের ?
উত্তর : চার ধরনের।

১৩৬. হৃৎপিন্ডের প্রসারণকে কি বলে ?
উত্তর : ডায়াস্টোল।

১৩৭. জাতিসংঘ দিবস কত তারিখ ?
উত্তর : ২৪ শে অক্টোবর।

১৩৮. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ?
উত্তর : চট্টগ্রাম।

১৩৯. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর : ল²ণ সেন।

১৪০. কোন খলিফার আমলে হিজরী সাল গণনা শুরু হয় ?
উত্তর : হযরত ওমর (রা.)।

১৪১. রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলোর কিসের কাজ করে ?
উত্তর : প্রিজমের।

১৪২. হাড় ও দাত তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন ?
উত্তর : ভিটামিন ডি।

১৪৩.আরবলীগের সদর দপ্তর কোথায় ?
উত্তর : কায়রোতে।

১৪৪. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার উৎপন্ন করা হয় ?
উত্তর : ইউরিয়া।

১৪৫. কোন প্রাণী গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে ?
উত্তর : গিরগিটি।

১৪৬. নথ বা চুল কাটলে আমরা ব্যাথা পাই না, কারণÑ
উত্তর : এদের স্নায়ু নেই।

১৪৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কি ?
উত্তর : চর্যাপদ।

১৪৮. পাবলো পিকাসো কে ছিলেন ?
উত্তর : চিত্রশিল্পী।

১৪৯. কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় ?
উত্তর : ১৮২৯ সালে।

১৫০. ল্যাপটপ হলো এক ধরনেরÑ
উত্তর : ছোট কম্পিউটার।

১৫১. প্রাথমিক স্তরে শিশুর অন্তঃব্যক্তি বুদ্ধিমত্তার একটি বিশেষ লক্ষণ হলোÑ
উত্তর : নিজে নিজে শিখতে চায়।

১৫২. বর্তমানে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একটানা জয়ের বিশ্ব রেকর্ড কোন দলেন ?
উত্তর : অস্ট্রোলিয়া।

১৫৩. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম ?
উত্তর : নীলনদ। (দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন)।

১৫৪. পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে ?
উত্তর : মহাকর্ষ।

১৫৫. বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে কোন জেলায় ?
উত্তর : সিরাজগঞ্জ।

১৫৬. বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম কি ?
উত্তর : বাংলাদেশ চীন-মৈত্রী সেতু।

১৫৭. কোন রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ?
উত্তর : ভুটান।

১৫৮. এশিয়ার পূর্বপ্রান্তে কোন দেশটি অবস্থিত ?
উত্তর : জাপান।

১৫৯. বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর নাম কি ?
উত্তর : ভারত ও মায়ানমার।

১৬০. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্তকে।

১৬১. গ্রীন হাউস প্রভাবের মাধ্যমে পৃথিবীকে উষ্ণ রাখার জন্য যে গ্যাসটি ভূমিকা রাখে সব্বোর্চ্চ ?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

১৬২. পদ্মা নদী মেঘলার সাথে মিলিত হয়Ñ
উত্তর : চাঁদপুরে।

১৬৩. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ ?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।

১৬৪. বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলোÑ
উত্তর : পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।

১৬৫. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।

১৬৬. ১৯৭৩ সালে কতটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় ?
উত্তর : ৩০,১০০ টি।
১৬৭. একুশে ফেব্রæয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা ?
উত্তর : ইউনেস্কো।
[১৯৯৯ সালের ১৭ নভেম্বর]
১৬৮. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
উত্তর : ৪টি।
[১. জাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ও শোষণমুক্তি ৩. গণতন্ত্র ও মানবাধিকার এবং ৪. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা]
১৬৯. একদিনের ক্রিকেট কবে চালু হয় ?
উত্তর : ১৯৭১ সাল।
১৭০. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে ?
উত্তর : শূন্য।
১৭১. বারোগ্যাস প্ল্যান্টের গোবর ও পানির অনুপাত কত ?
উত্তর : ১ ঃ ১।
১৭২. বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৪ এপ্রিল, ১৯৮৬।
১৭৩. ডায়াবেটিস রোগটি শরীরের কোন অংশের কার্যকারিতার সাথে সম্পর্কিত ?
উত্তর : অগ্ন্যাশয়।
১৭৪. ভারতবর্ষের শেষ মুঘল স¤্রাট কে ছিলেন ? তার সমাধি কোথায়?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সমাধি ইয়াঙ্গুনে।
১৭৫. রজার ফেদোবার বিখ্যাত কেন ?
উত্তর : টেনিস খেলার জন্য।
১৭৬. ক্রিকেটে বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ?
উত্তর : ১৯৯৭ সালের ১৫ জুন।
১৭৭. রক্ত জমাট বাঁধায় কোন কণিকা অংশ নেয় ?
উত্তর : অনুচক্রিকা।
১৭৮. কোন যন্ত্রের সাথে ভূমিকম্পের তব্রিতা পরিমাপ করা হয় ?
উত্তর : রিকটার স্কেল।
১৭৯. বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্থ হবে পতাকার দৈর্ঘ্যরেÑ
উত্তর : ৫ ভাগের ১ ভাগ।
১৮০. লাল কিল্লা কোথায় অবস্থিত ?
উত্তর : নাগপুর।
১৮১. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে কোন খেলোয়ার গোল্ডেন বুট পেয়েছিলেন ?
উত্তর : লিওনেল মেসি।
১৮২. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড কর্নওয়ালিস।
১৮৩. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর : ৪.৮ কিলোমিটার।
১৮৪. সার্কভূক্ত দেশের মধ্যে সর্বাধিক জন্মহার কোন দেশে ?
উত্তর : আফগানিস্তান।
১৮৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতজন ?
উত্তর : ১৫ জন।
[৫টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী।]
১৮৬. প্রথম পারমানবিক বোমা কোথায় এবং কারা নিক্ষেপ করেন ?
উত্তর : প্রথম পারমানবিক বোমা ফেলা হয়েছিল হিরোশিমা, নাগাসাকি, জাপান। এটি নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
১৮৭. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট্য ও কি কি ?
উত্তর : ২ কক্ষ বিশিষ্ট্য। একটি হলো উচ্চ কক্ষ এবং অন্যটি নি¤œ কক্ষ।
১৮৮. জাপানের পুরাতন নাম কি ? এর প্রধান দুটি দ্বীপের নাম কি ?
উত্তর : জাপানের পুরাতন নাম নিপ্পন। এর প্রধান দুটো দ্বীপের নাম হোক্কাইডে, হনসু।
১৮৯. বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয় ?
উত্তর : ১৯৩০।
১৯০. কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয় ?
উত্তর : ঐঘঙ ঐঈখ
১৯১. বাংলা গদ্যের জনক কে ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৯২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
উত্তর : কাব্য।
১৯৩. সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কতটি ?
উত্তর : ৯টি।
১৯৪. পানিতে কোন ভিটামিন দ্রবণীয় ?
উত্তর : বি ও সি।
১৯৫. বিলিরুবিন তৈরি হয় ?
উত্তর : যকৃতে।
১৯৬. বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ/ধারা আছে কতটি ?
উত্তর : ১৫৩ টি। সংবিধান প্রথম হাতে লিখন করেন আবদুর রউফ।
১৯৭. বিশ্ব এইসড দিবস বছরের কোন তারিখ পালন করা হয় ?
উত্তর : ১লা ডিসেম্বর।
১৯৮. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি ?
উত্তর : মেসোপটেমিয়া সভ্যতা।
১৯৯. কোন দেশের রাজধানীকে ঝঁহ ড়ভ এড়ফ বলা হতো ?
উত্তর : চীন।

২০০. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলোÑ
উত্তর : সিঙ্গাপুর।
২০১. পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা কতটি ?
উত্তর : ১৬৯ টি।
২০২. বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
উত্তর : মুঘল স¤্রাট আকবর।
২০৩. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে ?
উত্তর : ১৯১১ সালে।
২০৪. কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ?
উত্তর : পাল।
২০৫. বাংলার একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
উত্তর : সেন্টমার্টিন।

২০৬. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তর : সিসমোগ্রাফ।

২০৭. এপিকালচার কি ?
উত্তর : মৌমাছি পালন বিদ্যা।
২০৮. টেস্ট ক্রিকেটে দ্রæততম সময়ে সেঞ্চুরী করেন কে ?
উত্তর : ব্রেন্ডন ম্যাককালাম।
২০৯. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কোথায়?
উত্তর : রাশিয়ায়।
২১০. জাতিসংঘের কোন সেক্রেটারী জেনারেল এশিয়া মহাদেশের অধিবাসী ?
উত্তর : বান কি মুন।
২১১. বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর : হাইগ্রোমিটার।
২১২. বহুজাতিক বাহিনী কবে ইরাক আক্রমণ করে ?
উত্তর : ১৭ জানুয়ারী ১৯৯১।
২১৩. কিভাবে ইরাক-ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তর : ইরাক কর্তৃক একতরফা যুদ্ধবিরতী ঘোষণা করায়।
২১৪. চন্দ্রে প্রথম পদার্পন করেন কে ?
উত্তর : নীল আর্মর্স্ট্রং।
২১৫. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন ?
উত্তর : হাজ্জাজ-বিন-ইউসুফ।
২১৬. বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : ফরিদপুর।
২১৭. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি ?
উত্তর : যুক্তরাষ্ট্র।
২১৮. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
উত্তর : হিলিয়াম।

২১৯. পেনিসিলিনের আবিষ্কারক কে ?
উত্তর : আলেকজান্ডার ফ্লোমিং।

২২০. ই.ঈ.এ. কিসের টিকা ?
উত্তর : য²ার।
২২১. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
উত্তর : স¤্রাট জাহাঙ্গীর।

২২২. রংধনুতে হলুদ রঙের দুই পার্শ্বে সংলগ্ন রঙ দুটি কি কি ?
উত্তর : সবুজ ও কমলা।
২২৩. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান দ্বিতীয় ?
[বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক]
২২৪. বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমাÑ
উত্তর : ৬ থেকে ১০ বছর।
২২৫. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি ?
উত্তর : তৈরি পোশাক।
২২৬. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে ?
উত্তর : গিরিশচন্দ্র সেন।
২২৭. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তী কে ?
উত্তর : বিল গেটস।
২২৮. বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধের কতটি স্তম্ভ আছে ?
উত্তর : ৭টি।
২২৯. বাংলাদেশের কোন নদীর মোহনায় ‘নিঝুম দ্বীপ’ অবস্থিত ?
উত্তর : মেঘনা।
২৩০. বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী ?
উত্তর : যশোর।
২৩১. মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল ?
উত্তর : পুÐ্রনগর।
২৩২. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি ?
উত্তর : হাকালুকি।
২৩৩. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে ওঠে ?
উত্তর : শামসুদ্দিন ইলিয়াস শাহ।

২৩৪. বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে নেতৃত্বদান করেন কে ?
উত্তর : অরবিন্দ ঘোষ।
২৩৫. আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি ?
উত্তর : ৫ জুন।
২৩৬. হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ?
উত্তর : ফিনল্যান্ড।
২৩৭. ওখঙ এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেনেভা।
২৩৮. কত খ্রিষ্টাব্দ থেকে হিজরী সাল গণনা শুরু হয় ?
উত্তর : ৬২২ খ্রিষ্টাব্দ।

২৩৯. ইতিহাসের পিতা বলা হয় কাকে ?
উত্তর : হিরোডটাস।
২৪০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি ?
উত্তর : আন্দিজ পর্বতমালা।
২৪১. সাত পাহাড়ের দেশ বলা হয় কাকে ?
উত্তর : রোম।
২৪২. আসল হীরা চেনার উপায় কি ?
উত্তর : এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে।
২৪৩. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় ?
উত্তর : গামা রশ্মি।
২৪৪. ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে ?
উত্তর : পেরিস্কোপ।
২৪৫. ডিনামাইট কে আবিস্কার করেন ?
উত্তর : আলফ্রেড নোবেল।
২৪৬. পারমাণবিক বোমার আবিস্কারক কে ?
উত্তর : ওপেনহাইমার।

২৪৭. পৃথিবী সূর্যের চারিদিকে কত মাইল বেগে ঘুরে ?
উত্তর : ঘন্টায় ৬৭,০০০ মাইল।
২৪৮. ভিটামিন সি এর অপর নাম কি ?
উত্তর : অ্যাসকর্বিক অ্যাসিড।
২৪৯. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
উত্তর : ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিন।
২৫০. ভিটামিন ই এর কাজ কি ?
উত্তর : প্রজননে সহায়তা করা।
২৫১. কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর : গ্রাফাইট।
২৫২. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে ?
উত্তর : ভিজিএ কার্ড।

২৫৩. কোনো ই-মেইল ‘ঈঈ’ এর অর্থ কি ?
উত্তর : ঈধৎনড়হ ঈড়ঢ়ু.
২৫৪. বেশিরভাগ প্রোগ্রামে কীবোর্ডের কোন কবু টি সাধারণত ঐবষঢ় শবু হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর : ঋ৫
২৫৫. বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে ?
উত্তর : ঝিকরগাছা। গদখালী। যশোর।
২৫৬. লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় ?
উত্তর : তামা।
২৫৭. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক
ব্যবহৃত হয় ?
উত্তর : ঞঈচ/ওচ.
২৫৮. নিচের কোনটি কম্পিউটারের ভিডিও ফাইলের একটি ফরম্যাট?
উত্তর : সঢ়ম.
২৫৯. স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য নূন্যতম মাথাপিছু আয় কত ডলার হতে হয় ?
উত্তর : ১২৩০ ডলার।
২৬০. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশে থেকে উৎক্ষেপন করা হয়েছে ?
উত্তর : যুুক্তরাষ্ট্র।
২৬১. স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত ?
উত্তর : নাগাসাকি জাপান।
২৬২. বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে ?
উত্তর : মূল্যসংযোজন কর থেকে।
২৬৩. ওয়াল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত ?
উত্তর : গ্রাউন্ড জিরো।
২৬৪. বাংলাদেশের ঈচউ তে বর্তমানে কৃষিখাতের অবদান আনুমানিক কত ?
উত্তর : ১৫%।
২৬৫. কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে ?
উত্তর : দিল্লি।
২৬৬. বাংলাদেশ ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয় ?
উত্তর : গওঈজ.
২৬৭. এলন মাস্ক কীসের জন্য বিখ্যাত ?
উত্তর : ইলেকট্রিক গাড়ি।
২৬৮. কোন খেলোয়াড়ের উপর আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ?
উত্তর : ডুপ্লেসসিস।
২৬৯. অতি সম্প্রতি বাংলাদেশ কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ঔড়শবু ঈএও ণড়ঁঃয ঋড়ড়ঃনধষষ ঞড়ঁৎহধসবহঃ এ চাম্পিয়ান হয়েছে ? ঞড়ঁৎহধসবহঃ টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : হংকং।
২৭০. বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন ?
উত্তর : ঈশা খাঁ।
২৭১. বাংলাদেশের কোন জিনিসটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ ?
উত্তর : শীতল পাটি।
২৭২. বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ কোনটি ?
উত্তর : চীন।
২৭৩. বিশ্বের বৃহত্তম নদী ?
উত্তর : আমাজান(দ্বিতীয় বৃহত্তম)
২৭৪. বিশ্বের বৃহত্তম নদ/দীর্ঘতম নদী ?
উত্তর : নীলনদ। (দীর্ঘতম)।
২৭৫. বাংলাদেশের সরকার কোন ধরনের সরকার ?
উত্তর : গণতান্ত্রিক।
২৭৬. বাংলাদেশের জাতীয় খেলা ?
উত্তর : কাবাডি।
২৭৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
উত্তর : ১১টি।
২৭৮. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় ?
উত্তর : ১০ এপ্রিল।
২৭৯. হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি ?
উত্তর : পামটপ।
২৮০. কোন ড্রাইভে গু উড়পঁসবহঃ রাখা হয় ?
উত্তর : সি ডাইভ।
২৮১. ঈচটএর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্থায়ী ভাবে কোথায় রাখা হয় ?
উত্তর : জঅগ.
২৮২. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে ?
উত্তর : গঝ ডড়ৎফ.
২৮৩. পরস্পর তথ্য আদান প্রদান করার কাজটি যখন কোনো কম্পিউটার ব্যবহার করা হয়, তখন তাকে কী বলে ?
উত্তর : ইন্টারনেট।
২৮৪. ইন্টারনেট এ ডকুমেন্ট ঠিকানাকে কি বলে ?
উত্তর : টজখ.
২৮৫. হট মেইল কী ?
উত্তর : একটি ওয়েব ভিত্তিক ই-মেইল সেবা।

২৮৬. ওহঃবৎহবঃ কি ?
উত্তর : পাবলিক নেটওয়ার্ক।
২৮৭. বঙ্গবন্ধু স্মৃতি ভবন কোথায় অবস্থিত ?
উত্তর : কলকাতা।
২৮৮. ঐতিহাসিক ছয় দফা প্রণনয় হয়েছিল ?
উত্তর : ১৯৬৬ সালে।

২৮৯. ই-মেইল ঠিকানার এর পরের অংশটিকে কী বলে ?
উত্তর : ডোমেইন নেম।
উত্তর : ওহঃবৎহধঃরড়হধষ ঈধসঢ়ধরমহ ঃড় অনড়ষরংয ঘঁপষবধৎ ডবধঢ়ড়হং. ২৯০. ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
২৯১. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন কত তারিখে শহীদ হন ?
উত্তর : ১৪ ডিসেম্বর ১৯৭১। সর্বশেষে শহীদ হন ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে।
২৯২. কম্পিউটার হতে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয় ?
উত্তর : ইন্টারনেট।
২৯৩. বাংলাদেশে গণপরিষদের ১ম অধিবেশন কত তারিখে শুরু হয়?
উত্তর : ১০ এপ্রিল ১৯৭২।

২৯৪. উড়হিষড়ধফ ফরধষড়ম নড়ী এর কিবোর্ড কমান্ড কোনটি ?
উত্তর : ঈঃৎষ+ঔ
২৯৫. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুলে ফেব্রæয়ারী গানটির সুরকার কে ?
উত্তর : আলতাফ মাহমুদ।
২৯৬. ১ বর্গফুট = বর্গসেন্টিমিটার ?
উত্তর : ৬.৪৫।
২৯৭. ৫৩উ কোন ধরনের শব্দ ?
উত্তর : হেক্সাডেসিমাল।
২৯৮. মুজিব নগর স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : তানভীর কবির।
২৯৯.১ ন্যানো সেকেন্ড সমান কত ?
উত্তর : ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ।
৩০০. ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পরে কতটি শূন্য লাগবে ?
উত্তর : ৯টি।
৩০১. টঘওঢ অপারেটিং সিষ্টেমের উদ্ভাবত কোন প্রতিষ্ঠান ?
উত্তর : বেল ল্যাব।
৩০২. কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?
উত্তর : এ.এল.ইউ।
৩০৩. কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
উত্তর : অপারেটিং সিস্টেম এমন একটি ভাষা যা কম্পিউটারের কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে। উঙঝ, ঈচ/গ, ঢঊঘওঢ হলো অপারেটিং সিস্টেম। কিন্তু ঈ অপারেটিং সিস্টেম নয়। ঈ একটি প্রোগ্রামিং ভাষা।
৩০৪. ক্লাইড সার্ভার দিয়ে কোনটিতে সবচেয়ে বেশি ভালো বর্ণনা করা যায় ?
উত্তর : ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটার সেবা দেয়া।
৩০৫. ওচ-া৪ এড্রেস কত বিটের ?
উত্তর : ৩২ বিটের।
৩০৬. ইনপুন ডিভাইজ কোনটি ?
উত্তর : ঙগজ.
৩০৭. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
উত্তর : ৬৫৫৩৬টি।
৩০৮. এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরে ক্ষেত্রে কোনটি সঠিক ?
উত্তর : এটির নির্মাতা গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর। এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি।
৩০৯.আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ?
উত্তর : অ্যাপল।
৩১০.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচÑ
উত্তর : একই হয়।
৩১১.কোথায় সেনাবাহিনী নেই ?
উত্তর : মালদ্বীপ।

৩১২.সাগর কন্যা কোন এলাকার ভৌগলিক নাম ?
উত্তর : পটুয়াখালী। কুয়াকাটার জন্য একে সাগর কন্যা বলা হয়।
৩১৩. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা পায় ?
উত্তর : ২০০০।
৩১৪. বাংলা ভাষার মূল উৎস কি ?
উত্তর : প্রাকৃত ভাষা।
৩১৫. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
উত্তর : ১২০১-১৩৫০ খ্রি:।
৩১৬. কবি গানের প্রথম রচয়িতা কে ?
উত্তর : গোজলা পুট (গুই)।
৩১৭. বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল ?
উত্তর : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ১৯৫২ সালে সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।
৩১৮. ই-মেইল ব্যবহার করার জন্য অধিক ব্যবহৃত প্রটোকল কোনটি?
উত্তর : চঙচ৩.
৩১৯. এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট্য হয় ?
উত্তর : ৮ বিট।
৩২০. কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ?
উত্তর : ওহঢ়ঁঃ ৎবধফবৎ নঁং.
৩২১. কোনটি মাইক্রোপ্রসেসর এর প্রথম প্রোগ্রাম ?
উত্তর : গঝ উঙঝ.
৩২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন মহিলা বীরপ্রতীক এর নাম লিখুন।
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মহিলা বীরপ্রতিক ২ জন। ১. মোছাম্মৎ তারামন বিবি ও ২. ক্যাপ্টেন ডা. সেতারা বেগম।
৩২৩. বাংলা নববর্ষ প্রচলন করেন কে ?
উত্তর : মুঘল স¤্রাট আকবর। ১৫৫৬ সালে এটি কার্যকর হয়।
৩২৪. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত।
৩২৫. আর্ন্তজাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?
উত্তর : ১৫ জন। এর সদর দপ্তর নেদারল্যান্ডের নেগ শহরে।
৩২৬. বাংলার প্রথম স্পীকার কে ?
উত্তর : শাহ আব্দুল হামিদ।
[২য় স্পীকার মোহাম্মাদ উল্লাহ। ]
৩২৭. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায় ?
উত্তর : ফ্যাদোমিটার। আবার শব্দের প্রতিধ্বনির মাধ্যমেও সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়।

৩২৮. পৃথিবীতে কোন কোন দেশের সংবিধান নেই ?
উত্তর : বিটেন (যুক্তরাজ্য), নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরবের কোনো লিখিত সংবিধান নেই। নেপালের আইন নাম ফেডারেল পার্লামেন্ট। দ্বি-কক্ষ বিশিষ্ট এ আইনসভার নি¤œকক্ষ প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষ জাতীয় পরিষদ।
৩২৯. জাতিসংঘের ভেটো ক্ষমতা কয়টি রাষ্ট্রের আছে ?
উত্তর : স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এর ভেটো ক্ষমতা আছে।

৩৩০.বাংলা একাডেমি ভবনের নাম কি ?
উত্তর : আদি নাম বর্ধমান হাউস।
৩৩১. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৫৫
৩৩২. বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে কোন জ্বালানী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
৩৩৩. শহীদ বুদ্ধিজীবি দিবস কত তারিখ ?
উত্তর : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
৩৩৪. আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকার সেগুনবাগিচায়।
৩৩৫. পদ্মা সেতু কোন জেলাকে সংযুক্ত করবে ?
উত্তর : মুন্সীগঞ্জ ও শরীয়তপুর (জাজিরা) কে।
৩৩৬. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৩৭. বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের ?
উত্তর : সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।
৩৩৮. ১৯৭১ সালের পাকিস্তান বাহিনীর আত্মসমর্পন দলিলে কে কে স্বাক্ষর করেন ?
উত্তর : বাংলাদেশের পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী।
৩৩৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সমূহ আদালত মারফত বলবৎযোগ্য নহে ?
উত্তর : ৪৭ নং অনুচ্ছেদের ১, ২ও ৩ নং দফাসমূহ।
৩৪০. বাংলাদেশের সাদা সোনা কি ?
উত্তর : বাংলাদেশে উৎপাদিত চিংড়ির সুনাম রয়েছে বিশ্ব বাজারে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ যেমনÑ জাপান, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম প্রভূতি দেশে উল্লেখযোগ্য পরিমাণ চিংড়ি রপ্তানি করে থাকে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ চিংড়িকেই সাদা সোনা বলা হয়।
৩৪১. বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়টি ?
উত্তর : ১১১ টি।
৩৪২. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত কত সালে ?
উত্তর : ১৭৯৩ সালে।
৩৪৩. সিপাহী বিদ্রোহের সুচনা হয়েছিল ১৮৫৭ সালের কোন তারিখে?
উত্তর : ২৬ মার্চ।
৩৪৪. বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত ?
উত্তর : ১৭ মার্চ ১৯২০ সাল।
৩৪৫. আনুষ্ঠানিক ভাবে কত তারিখে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল ?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
৩৪৬. মুজিব নগর সরকার কত তারিখে গঠিত হয় ?
উত্তর : ১৯৭১ সালের ১০ই মার্চ।
৩৪৭. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মেহেরপুর।
৩৪৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : তাজউদ্দিন আহমেদ।

৩৪৯. বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের কত তারিখে ?
উত্তর : ১০ অক্টোবর।
৩৫০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে ?
উত্তর : ২৩ ফেব্রæয়ারী ১৯৬৯।
৩৫১. বাংলাদেশের সংবিধান কবে সংসদে গৃহীত হয় ?
উত্তর : ৪ নভেম্বর ১৯৭২।
৩৫২. নেদারল্যান্ড ও জার্মানির মুদ্রার নাম কি ?
উত্তর : নেদারল্যান্ড-ইউরো, জার্মানি-ইউরো।
৩৫৩. সুইডেনের মুদ্রার নাম কি ?
উত্তর : ক্রোনা।
৩৫৪. মালয়েশিয়ার মুদ্রার কি ?
উত্তর : রিঙ্গিত।
৩৫৫. মালদ্বীপের মুদ্রার নাম কি ?
উত্তর : রুপিয়া।
৩৫৬. সৌদি আরব ও কাতারের মুদ্রার নাম ?
উত্তর : সৌদি আরব ও কাতারের মুদ্রার নাম রিয়াল।
৩৫৭. ইরানের মুদ্রার নাম কি ?
উত্তর : ইরানের মুদ্রার নাম রিয়াল।
৩৫৮. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ?
উত্তর : ডলার।
৩৫৯. হাইতির জাতীয় মুদ্রার নাম কি ?
উত্তর : গুর্দে।

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর

৩৬০. ভিয়েতনামের মুদ্রার নাম কি ?
উত্তর : ডং।
৩৬১. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি ?
উত্তর : আমস্টারডাম।
৩৬২. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর : উলানবাটোর।
৩৬৩. দক্ষিন কোরিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর : সিউল।
৩৬৪. গায়না’র রাজধানীর নাম কি ?
উত্তর : জর্জটাউন।
৩৬৫. বাহামা’র রাজধানী কোথায় ?
উত্তর : নাসাউ।
৩৬৬. ভারতের রাজধানীর নাম কি ?
উত্তর : নয়াদিল্লী।

৩৬৭. কঙ্গোর রাজধানী কোথায় ?
উত্তর : ব্রাজভিল।
৩৬৮. বেলজিয়ামের রাজধানী কোথায় ?
উত্তর : বাসেলস।
৩৬৯. বিশ্ববাজারে বাংলাদেশের বø্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত ?
উত্তর : কুষ্টিয়া গ্রেড।
৩৭০. সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকার মোহাম্মাদপুর।
৩৭১. বাংলাদেশের ক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
উত্তর : জিরানী বাজার।
৩৭২. পাটের জিন আবিষ্কার করেন কে ?
উত্তর : ড. মাকসুদুল হক।
৩৭৩. বর্তমান বিশ্বে সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী কোনটি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
৩৭৪. সেভেন সিস্টার্স বলতে কি বুঝায় ?
উত্তর : ভারতের সাতটি অঙ্গরাজ্য।
৩৭৫. ঝঃধঃঁব ড়ভ টহরঃু কোন দেশে অবস্থিত ?
উত্তর : ভারতের গুজরাটে।
৩৭৬. ঊীঃৎধফরঃরড়হ ঃৎবধঃু হলোÑ
উত্তর : অপরাধ প্রত্যর্পণ চুক্তি।
৩৭৭. অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয় ?
উত্তর : রাশিয়া।
৩৭৮. আনুষ্ঠানিক ভাবে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা ?
উত্তর : ইউনেস্কো।
৩৭৯. ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন ?
উত্তর : চীন ও ভারত।
৩৮০. লোক সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উত্তর : ভ্যাটিক্যান সিটি।
৩৮১. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : নেত্রকোনা।
৩৮২. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগকারী কে ?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৮৩. কত জন বিশিষ্ট্য নাগরিক একুশে পদক ২০১৯ এ ভূষিত হয়েছেন ?
উত্তর : ২১ জন।
৩৮৪. ভবদহ বিল কোন এলাকায় অবস্থিত ?
উত্তর : যশোর।
৩৮৫. বঙ্গবন্ধু গোল্ডকাড ফুটবলের অভিষেক হয় কত সালে ?
উত্তর : ১৯৯৬ সালে।
৩৮৬. তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল ?
উত্তর : ভাষা আন্দোলন।
৩৮৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
উত্তর : পর্তুগাল।
৩৮৮. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তর : সাহারা মরুভূমি।
৩৮৯. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় ?
উত্তর : ১৯৪৭ ঘোষিত। প্রজাতন্ত্র ১৯৫০ সালের ২৬ জানুয়ারী।
৩৯০. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমিরা কেন দেশের অধিবাসী ?
উত্তর : কঙ্গো।
৩৯১. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?
উত্তর : ইসাবেলা পেরন।
৩৯২. জোট নিরপেক্ষ আন্দোলন ঘঅগ এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : আগে বান্দুং এ ছিল। এখন নেই।
৩৯৩. বিশ্ব মা দিবস কোনটি ?
উত্তর : মে মাসের দ্বিতীয় রবিবারটি।
৩৯৪. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত প্রার্থীর সর্বনি¤œ বয়স কত হবে ?
উত্তর : ২৫।
৩৯৫. সংবিধানের তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীর মাধ্যমে ?
উত্তর : ১৫ তম।
৩৯৬. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয় ?
উত্তর : ১১৭৬ সনে।
৩৯৭. কোনটি প্রান্তিক স্থান হিসেবে বিবেচিত নয় ?
উত্তর : সুন্দরবন।
৩৯৮. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতির নাম কি ?
উত্তর : ইউ.কে.চিং।
৩৯৯. জুলিও কুরি পুরস্কার কেন দেওয়া হয় ?
উত্তর : বিখ্যাত ফরাসী পদার্থবিদ ফ্রেডারিক জুলিও কুরি তার স্ত্রী আইরিন জুলিও কুরির সাথে যৌথভাবে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের ফলে রসায়নশ্বাস্ত্রে নোবেল পুরস্কার পান। ১৯৫৮ সালে ফ্রেডারিক জুলিও কুমির মৃত্যুর পর ১৯৫৯ সাল থেকে তার সম্মানে জুলিও কুরি পুরস্কার। বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ব্যক্তিদেদর এ পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ।
৪০০. জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন দিনটিকে ?
উত্তর : ৮ মার্চ।
৪০১. দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র কোনটি ?
উত্তর : করাচি বন্দর।
৪০২. আধুনিক কম্পিউটারের জনক কে ?
উত্তর : জন ভন নিউম্যান।
৪০৩. কম্পিউটার সিষ্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি ?
উত্তর : সেন্টাল প্রসেসিং ইউনিট।
৪০৪. সব আধুনিক কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে ?
উত্তর : বাইনারী সংখ্যা পদ্ধতি।
৪০৫. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
উত্তর : ১৯১৩ সালে।
৪০৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন ?
উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২ সাল।
৪০৭. জাতীয় চার নেতার নাম লিখুন ?
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর রহমান, তাজউদ্দিন আহমেদ, এইচএম কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম।
৪০৮. সম্প্রতি চট্টগ্রাম উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর : মোরা।
৪০৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি ?
উত্তর : পূর্বাশা বা নিউমুর।
৪১০. বাংলাদেশের সবচেয়ে খর¯্রােতা নদীর নাম কি ?
উত্তর : মেঘনা।
৪১১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় ?
উত্তর : চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত।
৪১২. লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর : জেলা শহর কুমিল্লার অদূরবর্তী এলাকায় লালমাই পাহাড় অবস্থিত।
৪১৩. বনফুল কার ছদ্দনাম ?
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায় এর।
৪১৪. ধীরে ধীরে বহে মেঘনা চলচিত্রের পরিচালক কে ?
উত্তর : আলমগীর কবির।
৪১৫. প্রখ্যাত ছবি তিন কন্যা একেছেন কে ?
উত্তর : ১৯৮৩ সালে অঙ্কন করেন আবু শরাফ মোহাম্মাদ কামরুল হাসান।
৪১৬. ঘূর্ণিঝর কোন ভাষার শব্দ ?
উত্তর : থাই ভাষার শব্দ।
৪১৭. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর : শুক্র গ্রহ।
৪১৮. বাংলা ভাষাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ?
উত্তর : সিয়েরা লিওন।
৪১৯. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : ইয়াংসিকিয়াং।
৪২০. কোন আমলে বাংলার রাজধানী সোনারগাঁও স্থাপন করা হয়।
উত্তর : সুলতানি আমলে।
৪২১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন এলাকা প্রথম শত্রæমুক্ত হয়?
উত্তর : যশোর।
৪২২. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
৪২৩. বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট এর নাম কি ?
উত্তর : ব্র্যাক অন্বেষা।
৪২৪. সার্কভূক্ত একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি ?
উত্তর : শ্রীলংকা।
৪২৫. বাংলাদেশের গণহত্যা দিবস কত তারিখ ?
উত্তর : ২৫ মার্চ।
৪২৬. বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় কবে ?
উত্তর : ৩ মার্চ ১৯৭১।
৪২৭. আন্তর্জাতিক কাস্টমস দিবস কত তারিখে পালন করা হয় ?
উত্তর : ২৬ জানুয়ারী।
৪২৮. ভারতের রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর : রামনাথ কোবিন্দ।
৪২৯. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে ?
উত্তর : ১১টি।
৪৩০. ১০নং সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত ?
উত্তর : ১০নং সেক্টর অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালদা নিয়ে গঠিত হয় ?
৪৩১. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমানের নিজ জেলার নাম ?
উত্তর : নরসিংদী।
৪৩২. দেশের একমাত্র দ্বীপ জেলা ?
উত্তর : ভোলা।
৪৩৩. ত্রিভূজের তিন কোণের সমষ্টি ?
উত্তর : ১৮০ ডিগ্রী।
৪৩৪. ১ কাঠা = কত বর্গফুট ?
উত্তর : ৭২০ বর্গফুট।
৪৩৫. ঐতিহাসিক ট্রয় নগরী কোথায় ?
উত্তর : তুরস্কে অবস্থিত ?
৪৩৬. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ম্যালিনা (ফিলিপাইন)।
৪৩৭. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কত তারিখে ?
উত্তর : ৮ সেপ্টেম্বর।
৪৩৮. হিমছড়ি জলপ্রপাত কোন দেশে অবস্থিত ?
উত্তর : কক্সবাজারের হিমছড়ি পাড়াতে অবস্থিত।
৪৩৯. উয়ারী বটেশ্বর কোন জেলায় ?
উত্তর : গুরুত্বপূর্ণ প্রতœস্থান উয়ারী নরসিংদী জেলায় অবস্থিত।
৪৪০. ঋড়ড়ফ ধহফ অমৎরপঁষঃঁৎব ঙৎমধহরুধঃরড়হ (ঋঅঙ) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : রোম।
৪৪১. আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ?
উত্তর : অস্ট্রেলিয়া মহাদেশ।
৪৪২. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
উত্তর : মিথেন।
৪৪৩. কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
উত্তর : সেনেগাল মুসলিম রাষ্ট্র আফ্রিকান ও আরব মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়।
৪৪৪. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আমেরিকা ।
৪৪৫. জনসংখ্যার দিক থেকে দক্ষিন এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : ভারত।
৪৪৬. একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি ?
উত্তর : সুন্দরবন।
৪৪৭. সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ?
উত্তর : বর্তমানে বাংলাদেশে ২৬টি গ্যাস ক্ষেত্র রয়েছে। তার মধ্যে সাঙ্গু চট্টগ্রাম জেলায় অবস্থিত।
৪৪৮. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমার এর উভয়ের সীমানা আছে ?
উত্তর : রাঙ্গামাটি।
৪৪৯. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর : বাগেরহাট।
৪৫০. সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে ?
উত্তর : জাপান।
৪৫১. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে ?
উত্তর : মোহাম্মাদ হানিফ।
৪৫২. গীতাঞ্জলি কি ধরনের রচনা ?
উত্তর : কাব্যগ্রন্থ।
৪৫৩. ১ ঘন্টা = কত সেকেন্ড ?
উত্তর : ৩৬০০ সে. ।
৪৫৪. ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার ?
উত্তর : ২.৫৪ সে.মি.।
৪৫৫. ১ মাইল = কত কিলোমিটার ?
উত্তর : ১.৬২ কিলোমিটার।
৪৫৬. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষাÑ গানটির রচয়িতা কে ?
উত্তর : অতুল প্রসাদ সেন।
৪৫৭. কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেটের জন্য উপযোগীÑ
উত্তর : ওয়াইম্যাক্স।
৪৫৮. মডেমের মধ্যে কি থাকে ?
উত্তর : একটি মডুলেটর ও একটি ডিমুলেটর।
৪৫৯. ঔঁষরধহ অংংধহমব কে ?
উত্তর : একজন কম্পিউটার প্রোগ্রামার।
৪৬০. উবমৎধমসবহঃ করলে কম্পিউটারের কোন বিষয়টি ঘটে ?
উত্তর : মেমোরী ক্যাপাসিটি বাড়ে এবং স্পিড বৃদ্ধি পায়।
৪৬১. উড়ঃ গধঃৎরী কি ?
উত্তর : প্রিন্টির।
৪৬২. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন ?
উত্তর : দক্ষিন আফ্রিকা।
৪৬৩. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি ?
উত্তর : দক্ষিন সুদান।
৪৬৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় কাল কোনটি ?
উত্তর : ১৯১৪-১৯১৮।
৪৬৫. কোথায় দ্বীপের সংখ্যা বেশি ?
উত্তর : ইন্দোনেশিয়া।
৪৬৬. রামপাল পাওয়ার প্ল্যান্ট কোথায় ?
উত্তর : বাগেরহাট, সাপমারী।
৪৬৭. নির্মাণাধীন পদ্মাসেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর : ৬.১৫ কি.মি।
৪৬৮. বাংলাদেশ সরকারের বর্তমান জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের উপর ?
উত্তর : সন্ত্রাস ও জঙ্গিবাদ।
৪৬৯. পরিদপ্তর এর ইংরেজী পরিভাষা কি ?
উত্তর : উরৎবপঃড়ৎধঃব.
৪৭০. বিন্দু কত মাত্রিক ?
উত্তর : শূন্য।
৪৭১. ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত কোন শতাব্দী ?
উত্তর : ঊনবিংশ।
৪৭২. বঙ্গবন্ধু বহুমূখী সেতু কবে চালু করা হয় ?
উত্তর : ১৯৯৮ সালের ১৭ মার্চ।
৪৭৩. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন।
৪৭৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর : ১০: ৬ অথবা ৫ : ৩।
৪৭৫. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ?
উত্তর : ৩৫০ টি।
৪৭৬. জাতিসংঘের সদর দপ্তর কোথায় ?
উত্তর : নিউইয়র্ক।
৪৭৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে এবং কোন দেশের নাগরিক?
উত্তর : বর্তমান মহাসচিব এন্টিনিও গুতেরেস। পর্তুগাল এর নাগরিক। তিনি নবম মহাসচিব এবং সাবেক পর্তুগালের প্রধানমন্ত্রী।
৪৭৮. বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম কারখানা কোথায় ?
উত্তর : নীলফামারি সৈয়দপুর।
৪৭৯. ই-মেইল এর ইঈঈ এর অর্থ কি ?
উত্তর : ইষরহফ ঈধৎনড়হ ঈড়ঢ়ু.
৪৮০. কিছু কম্পিউাটার ভাইরাস এর নাম লিখুন ?
উত্তর :
৪৮১. পৃথিবীতে মোট দেশের সংখ্যা কতটি ?
উত্তর : ১৯৫ টি।
৪৮২. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হয়েছে ?
উত্তর : ৫৭ তম।
৪৮৩. ২০১৮ সালের কমনওয়েলথ গেমথ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : গোল্ডকোষ্ট।
৪৮৪. ১ টন = কত কেজি ?
উত্তর : ১০০০ কেজি।
৪৮৫. ১ মিলিয়ন = কত লক্ষ্য ?
উত্তর : ১০ লক্ষ্য।
৪৮৬. ডেঙ্গু জ্বরের জীবানুবাহী প্রাণী কোনটি ?
উত্তর : মশা।
৪৮৭. কোন প্রাণী দাড়িয়ে ঘুমায় ?
উত্তর : ঘোড়া।
৪৮৮. তরল পদার্থ পরিমাপের একক কি ?
উত্তর : লিটার।
৪৮৯. কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত ?
উত্তর : ৩টি।
৪৯০. বাংলাদেশ রাইফেলস এর বর্তমান নাম কি ?
উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ।
৪৯১. মাকড়শার কয়টি পা ?
উত্তর : ৮টি।
৪৯২. বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত ?
উত্তর : সিলেট।
৪৯৩. রংধনুতে কয়টি রং থাকে ?
উত্তর ৭টি।
৪৯৪. বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে ?
উত্তর : ১৫ অক্টোবর।
৪৯৫. সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ?
উত্তর : ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
৪৯৬. হ্যারিপটাস বইটির রচয়িতা কে ?
উত্তর : আলোচিত শিশুতোষ সিরিজ বইয়ের লেখক ইংল্যান্ডের জোয়ান ক্যাথরিন রলিংস।
৪৯৭. গ্রীনল্যান্ড দ্বীপের মালিকা কোন দেশের ?
উত্তর : ডেনমার্ক।
৪৯৮. অগ্নিবীণা কি ?
উত্তর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ।
৪৯৯. কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের সর্বাধিক রাজস্ব আদায় করে ?
উত্তর : জাতীয় রাজস্ব বোর্ড।
৫০০. পদ্মা সেতুর অর্থায়ন কে করেছে ?
উত্তর : International Monetary Fund.

13 thoughts on “চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন ও উত্তর Job Exam Question 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x