ডিগ্রি ১ম বর্ষ প্রশ্ন BA-BSS বোর্ড প্রশ্ন-7 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস)প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৫
বিষয় কোড: ১১৩৪০১
বিষয়:মনো বিজ্ঞান (প্রথম পত্র)
(সাধারণ মনো বিজ্ঞান)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। মনোবিজ্ঞানকে প্রথম কে এবং কখন আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন?
খ। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কখন এবং কোথায় স্থাপিত হয়?
গ।প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কি?
ঘ। মুলার – লায়ার অধ্যাস কোন ধরণের অধ্যাস?
ঙ।থর্নডাইক- এর শিক্ষণ প্রক্রিয়ার নাম কী?
চ। আবেগের সময় কোন গ্ৰন্থি প্রধান ভূমিকা পালন করে?
ছ।T A Tএর পূর্ণ রূপ কি?
জ। বিস্মৃতির অবনমন তত্ত্ব কে প্রর্বতন করেন?
ঝ। প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কি বলে?
ঞ।প্রেষনা চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
ট।ব্যক্তিত্ত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরণের অভীক্ষা?
ঠ।বুদ্ধ্যাংক- এর সুত্রটি লিখ।
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
৩। মনোবিজ্ঞানের দুটি ফলিত শাখা বর্ণনা কর।
৪। জৈবিক প্রেষনা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও।
৫। গভীরতা প্রত্যক্ষণ কী?
৬।আন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি?
৭। অবলুপ্তি কি?
৮।প্রেষিত আচরণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৯।ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার মধ্য পার্থক্য নির্ণয় কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। মনোবিজ্ঞানের বিষয়বস্তূ আলোচনা কর।
১১। আবেগের সংজ্ঞা দাও।আবেগকালীন শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো বর্ণনা কর।
১২। মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলী আলোচনা কর।
১৩। গভীরতা প্রত্যক্ষণের একচক্ষুমূলক সংকেতগুলো ব্যাখ্যা কর।
১৪।স্কীনারের পরীক্ষণ উল্লেখ পূর্বক কারণ সাপেক্ষে আলোচনা কর।
১৫। সংক্ষেপে বিস্মৃতির কারণগুলো বর্ণনা কর।
১৬।ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা কর।
১৭।স্ট্যানফোর্ড- বিনে বুদ্ধি অভীক্ষা বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস )প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৬
বিষয় কোড:১১৩৪০১
বিষয়:মনো বিজ্ঞান (প্রথম পত্র)
(সাধারণ মনো বিজ্ঞান)
সময় -৩ঘন্টা ৩০
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। Psychology -শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
খ। মনোবিজ্ঞানের যে কোনো দুটি মৌলিক শাখার নাম লিখ।
গ।প্রত্যক্ষ সংগঠনের দুটি জৈবিক উপাদান লিখ।
ঘ।আলীকবিক্ষন কি?
ঙ।চিরায়ত সাপেক্ষীকরনের প্রবক্তা কে?
চ।সুপ্ত শিখন কি?
ছ।শিখন-বিস্মৃত=?
জ।প্রেষনা কি?
ঝ। দুটি জৈবিক প্রেষণার উদাহরণ লেখ।
ঞ।WAIS – পূর্ণ রূপ কি?
ট।মনো- সমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
ঠ।IQ এর পূর্ণ রূপ কি?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২।মনো বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।
৩।মনো বিজ্ঞানের শাখাসমূহের নাম লিখ।
৪।পরীক্ষণ পদ্ধতির সুবিধা বর্ণনা কর।
৫।শিক্ষণের শর্ত সমূহ কি?
৬। স্মৃতির প্রকারভেদ বর্ণনা কর।
৭।প্রেষণা চক্র ব্যাখ্যা কর।
৮।অন্তঃমুখী ও বহিঃমুখী ব্যক্তিত্বের ব্যাখ্যা কর।
৯।বুদ্ধ্যম্ক ব্যাখ্যা কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর।
১১।প্রতক্ষ্যণ সংগঠনের উদ্দীপক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর।
১২। চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
১৩।স্মৃতি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর।
১৪।ক্ষুধার শারীরবৃত্তীয় ভিত্তি বর্ণনা কর।
১৫।ব্যক্তিত্ব পরিমাপে দুটি প্রেক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা কর।
১৬।ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার মধ্য পার্থক্য নির্ণয় কর।
১৭।শিক্ষণে বলবৃদ্ধির অনুসুচিসমহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথম বর্ষ; পরীক্ষা ২০১৭
বিষয় কোড ১১৩৪০১
বিষয়: মনো বিজ্ঞান (প্রথম পত্র)
(সাধারণ মনো বিজ্ঞান)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক। মানসিক প্রক্রিয়া কি?
খ।মনো বিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম লিখ।
গ।মনো বিজ্ঞান কোন ধরণের বিজ্ঞান?
ঘ।জ্যামিতিক অধ্যাসের একটি উদাহরণ দাও।
ঙ।প্রত্যক্ষদণের তৃতীয় মাত্রা কে কি বলে?
চ।প্যাভলভের পরীক্ষণে সাপেক্ষ উদ্দিপক কোনটি?
ছ। সামাজিক প্রেষনার দুটি উদাহরণ দাও।
জ।ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ- অভীক্ষা কয়টি?
ঝ।স্বল্পস্থায়ী প্রভৃতির স্থায়ীত্ব কাল কত?
ঞ।T A T A এর পূর্ণ রূপ কি?
ট। Person -শব্দের অর্থ কী?
ঠ।M M P Iএর‌ পূর্ণ রূপ কি?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২।মনো বিজ্ঞানের দুটি শাখা বর্ণনা কর।
৩।পরীক্ষণ পদ্ধতির অসুবিধাগুলো লিখ।
৪।সংবেদন ও প্রত্যক্ষণের মধ্য পার্থক্য কি?
৫।প্রত্যক্ষণের ধ্রুবকতা বলতে কি বোঝ?
৬।অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের মধ্য পার্থক্য নির্ণয় কর।
৭। অন্তর্দৃষ্টিমুলক শিক্ষণ কি?
৮। স্মৃতি পরিমাপের যে কোনো একটি পদ্ধতি বর্ণনা কর।
৯।ব্যক্তিত্বের নির্ধারক গুলো কি কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। মনোবিজ্ঞানের বিষয়সস্তূ আলোচনা কর।
১১।প্রত্যক্ষণ সংগঠনে জৈবিক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর।
১২। গভীরতা প্রত্যক্ষণে একচক্ষুমূলক সংকেতগুলো ব্যাখ্যা কর।
১৩।স্কীনারের পরীক্ষণসহ কারণ সাপেক্ষীকরণ আলোচনা কর।
১৪। সংক্ষেপে বিস্মৃতির কারণগুলো বর্ণনা কর।
১৫।প্রেষনা চক্র বর্ণনা কর এবং প্রেষিত আচরণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬।স্টানফোর্ড- বিন বুদ্ধি অভীক্ষা আলোচনা কর।
১৭।ব্যক্তিত্ত্ব পরিমাপে দুটি অপ্রক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা কর
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৮
বিষয় কোড:১১৩৪০১
বিষয়: মনো বিজ্ঞান (প্রথম পত্র)
(সাধারণ মনো বিজ্ঞান)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্নমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।কে প্রথম মনো বিজ্ঞানকে আচরণের আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন?
খ। কোথায় প্রথম মনো বিজ্ঞানের গবেষণা গার স্থাপিত হয়?
গ।মূলার – লায়ার কি ধরনের অধ্যাস?
ঘ।থর্নডাইকের শিক্ষণ প্রক্রিয়ার নাম কী?
ঙ। আবেগের সময় কোন গ্ৰন্থি সক্রিয় ভূমিকা পালন করে?
চ।শিখন- বিস্তৃতি= কি?
ছ। দুটি জৈবিক প্রেষণার নাম লিখ।
জ।W A I S এর পূর্ণ রূপ কি?
ঝ।বুদ্ধ্যংকের সুত্রটি লিখ।
ঞ। বিস্মৃতির অবদমন তত্ত্ব কে প্রর্বতন করেন?
ট। প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছা কে কী বলে?
ঠ।ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরণের অভীক্ষা?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।
৩। মনোবিজ্ঞানের শাখা সমূহের নাম লিখ।
৪। গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর।
৫।শিক্ষণের উপাদানসমূহ কি?
৬। স্মৃতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর।
৭।প্রেষিত আচরণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৮। অন্তঃমুখী ও বহিঃমুখী ব্যক্তিত্বের বর্ণনা কর।
৯।প্রত্যক্ষণে প্রতীক – পটভূমি ব্যাখ্যা কর।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর।
১১।প্রত্যক্ষণ সংগঠনের উদ্দীপক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর।
১২। চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
১৩। স্মৃতি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর।
১৪।তৃষ্ণার শারীরবৃত্তীয় ভিত্তি বর্ণনা কর।
১৫।ব্যক্তিত্ত্ব পরিমাপে দুটি প্রেক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা কর।
১৬।ওয়েসলারের বুদ্ধি অভীক্ষা আলোচনা কর।
১৭।শিক্ষণে বলবৃদ্ধির অনুসুচিসমহ আলোচনা কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!