ডিগ্রি ১ম বর্ষ প্রশ্ন BA-BSS বোর্ড প্রশ্ন-9 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি পাস (প্রথম) বর্ষ;পরীক্ষা ২০১৫
বিষয় কোড:১১২০০১
বিষয়: সমাজ বিজ্ঞান (প্রথম পত্র)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।”সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান”- উক্তিটি কার?
খ। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
গ।” সমাজ বিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করেছে এবং সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে – উক্তিটি কার?
ঘ। ঐতিহাসিক পদ্ধতি কি?
ঙ।”আমার যা তাই আমাদের সংস্কৃতি,আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা”:- উক্তিটি কার?
চ।সরোরেট কি?
ছ। সামাজিক মিথস্ত্রিতি কি?
জ। পুঁজিবাদী সমাজে মূখ্য শ্রেণী কি কি?
ঝ।A I D S এর পূর্ণ রূপ কি?
ঞ। সম্মোহনী কর্তৃত্ব কি?
ট। The Division of Labour in Society   গ্ৰন্থটি কার লেখা?
ঠ। একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লিখ।
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
২। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও।
৩। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝ?
৪। সংস্কৃতির সংজ্ঞা দাও।
৫।মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৬। সংক্ষেপে সম্পতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৭। সামাজিক গতিশীলতার সংজ্ঞা দাও।
৮। কৌতুক প্রথা কি?
৯।বিশ্বয়ান কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ধব ও বিকাশ আলোচনা কর।
১১। বাংলাদেশের সমাজ গবেষণায় জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
১২।অগবার্ণ প্রদত্ত ‘ সংস্কৃতির অসম অগ্ৰগতি’ তত্ত্বটি পর্যালোচনা কর।
১৩।সামাজিকরনের বাহন সমূহের সংক্ষেপে আলোচনা কর।
১৪। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৫। সামাজিক স্তরবিন্যাসের ধারনসূমহ আলোচনা কর।
১৬।’ জনসংখ্যা বৃদ্ধি বিশ্বপরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ী:- ব্যাখ্যা কর।
১৭।  সামাজিক পরিবর্তনের প্রধান কারণ সমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথম বর্ষ; পরীক্ষা ২০১৬
বিষয় কোড:১১২০০১
বিষয়: সমাজ বিজ্ঞান ( প্রথম পত্র)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।”সমাজ বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান” উক্তিটি কার?
খ। পদ্ধতি কি?
গ।অবস্তগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
ঘ। Social status – বইটি কার লেখা?
ঙ।Das capital – বইটির লেখক কে?
চ। আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন?
ছ। বিভিন্নমুখি মেলামেশা তত্বটি কে দিয়েছেন?
জ।গুরুদণ্ড কি?
ঝ। মূখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
ঞ।বিশ্ব এইডস দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
ট।দাসপ্রথার প্রধান দুটি শ্রেণীর নাম লিখ।
ঠ।র্কাল মার্কস এর মতে ,সমাজ বিবর্তনের সর্বশেষ নাম কী?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। সংক্ষেপে সমাজ বিজ্ঞানের প্রকৃতি বর্ণনা কর।
৩। সামাজিক জরিপ কি?
৪। সামাজিকরণ বলতে কি বোঝ?
৫। আমলাতন্ত্র কি?
৬। শ্রেণী ও জাতি বর্ণের মধ্য পার্থক্য কি?
৭।বিচ্যূতি ও অপরাধের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৮। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো আলোচনা কর।
৯। পুঁজিবাদ বলতে কি বোঝ?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজ বিজ্ঞানে অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর।
১১। বাংলাদেশের সমাজ গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
১২। সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর।
১৩।মানব সমাজে সম্পত্তির বির্বতণ আলোচনা কর।
১৪। সামাজিক নিয়ন্ত্রনে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
১৫। বেকার সমস্যার কারণসমূহ আলোচনা কর।
১৬।লেনস্কির সমাজ বিবর্তনের স্তরগুলোর আলোচনা কর।
১৭। বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস) প্রথমবর্ষ;পরীক্ষা ২০১৭
বিষয় কোড:১১২০০১
বিষয়: সমাজ বিজ্ঞান (প্রথম পত্র)
সময় -৩ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য-প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।”সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান”- উক্তিটি কার।
খ। বাংলাদেশে সমাজ বিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
গ।’Suicide – গন্থটি কার লিখা?
ঘ। সংস্কৃতির ধরণগুলো কি?
ঙ। সামাজিক মিথস্ক্রিয়া কি?
চ।প্রতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রনের একটি উদাহরণ দাও।
ছ‌। পরিবার গঠনের পূর্ব শর্ত কি?
জ‌। সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?
ঝ। সামাজিক অসমতার প্রধান কারণ কী?
ঞ।AIDS – এর পূর্ণ রূপ কি?
ট। কার্ল মার্কসের মতে, সমাজ বিবর্তনের স্তর কয়টি?
ঠ।বিচ্যুতি আচরণ কি?
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও।
৩। ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বোঝ?
৪।লোকচার ও লোকরীতির মধ্য পার্থক্য কি?
৫। সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি?
৬।উলম্ভি গতিশীলতা কাকে বলে?
৭। অপরাধ কাকে বলে?
৮। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধের উপায় সমূহ আলোচনা কর।
৯।বিশ্বয়ান কি?
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১১। বাংলাদেশের সমাজ গবেষণায় জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
১২। সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা কর।
১৩। সংস্কৃতির অসম অগ্ৰগতি’তত্ত্বটি পর্যালোচনা কর।
১৪। বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে তোমি কি কি সুপারিশ করবে? আলোচনা কর।
১৫। সামাজিক স্তরবিন্যাসের ধারনসূমহ আলোচনা কর।
১৬।সাদারল্যান্ডের বিভিন্নমুখি মেলামেশা তত্বটি পর্যালোচনা কর।
১৭। সামাজিক পরিবর্তনের প্রধান প্রধান কারণ সমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্ৰি (পাস)প্রথম বর্ষ;পরীক্ষা ২০১৮
বিষয় কোড:১১২০০১
বিষয়: সমাজ বিজ্ঞান ( প্রথম পত্র)
সময় -৩ঘন্টা ৩০মিনিট
পূর্ণমান -৮০
দ্রষ্টব্য -প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।
মান-১*১০=১০
ক।” সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে- উক্তিটি কার?
খ। Positive philosophy-গ্ৰন্থের রচয়িতা কে?
গ। বৈজ্ঞানিক পদ্ধতি কি?
ঘ। Culture- শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
ঙ। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
চ।মূখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
ছ।প্রতিষ্ঠান কি?
জ।কে দাসদের কে’ জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন?
ঝ।STD এর পূর্ণ রূপ কি?
ঞ। মার্কসের মতে পূঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখ।
ট। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
ঠ। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-৪*৫=২০
২। দৃষ্টবাদ কি?
৩। পদ্ধতি ও কৌশলের মাধ্যকার পার্থক্য নির্ণয় কর।
৪। সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৫। মূখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে?
৬। সামাজিক গতিশীলতা কাকে বলে?
৭। অপরাধ ও বিচ্যুতির মধ্য পার্থক্য কর।
৮। শিকার ও সংগ্ৰহমূলক সমাজের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৯। আধুনিকায়নের সংজ্ঞা দাও।
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
মান-১০*৫=৫০
১০। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা কর।
১১। বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তোমি মনে কর? যুক্তি দাও।
১২। সংস্কৃতি ও সভ্যতার মধ্য তুলনামূলক আলোচনা কর।
১৩।” সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়।”- বিশদভাবে ব্যাখ্যা কর।
১৪। পরিবারের উৎপত্তি ও বির্বতন সম্পর্কে মর্গানের তত্ত্বটি পর্যলোচনা কর।
১৫। সামাজিক নিয়ন্ত্রনের বাহনগুলো আলোচনা কর।
১৬। বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর।
১৭। সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!