ডিগ্রি ২য় বর্ষ বিগত সালের প্রশ্ন 2023

ডিগ্রি ২য় বর্ষ বিগত সালের প্রশ্ন 2023 এখানে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো দেয়া হবে।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয় 

দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০০৭ (অনুষ্ঠিত ২০০৮)] 

সাহত্য, ভাষাশিক্ষা, প্রবন্ধ (প্রবন্ধ, গল্প, কবিতা)]

বিষয় কোড ঃ 301

সময়-৩ ঘন্টা : পূর্ণমান-১০০

(ক) ‘যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহের

যৌবন ও মনের যৌবনের মধ্যে পার্থক্য নির্দেশ করে প্রমথ চৌধুরীর মূলবক্তব্য বিশ্লেষণ কর। 

অথ বা, (খ) ধর্ম সাধারণ লােকের কালচার, আর কালচার

শিক্ষিত মার্জিত লােকের ধর্ম’, ‘সংস্কৃতি কথা প্রবন্ধ অনুসারে উক্তিটি বিশ্লেষণ কর।

২ ।প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ ?

(ক) রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়ােজন, সররতা এবং স্তির্জাতিক

স্পষ্টতা। 

অথবা, (খ) আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই,অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি ।

 

.৩। (ক) ‘একরাত্রি’ গল্পে বর্ণিত প্রেমের স্বরূপ বিশ্লেষণ কর।

অথবা, (খ) “ইমাচা’ গল্প অবলম্বনে ক্ষেন্তির চরিত্র আলােচনা কর। 

 ৪। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ

ক. দুই জনে ভােরের প্রতীক্ষা করে।

অথবা, (খ) পৃথিবীর আলো আজ পর্যন্ত, তাহার নাগাল পায় নাই কোন দিন পাইবেও না ।

৫। ‘আত্ম-বিলােপ কবিতায় কবির মমর্মবেদনার স্বরূপ নির্ণয় কর। 

অথবা, (খ) কবর কবিতা অবলম্ববেৃদ্ধ দাদুর জীবনের করুন কাহিনী বর্ণনা কর।

 

 ৬। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ

(ক) তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ তা মিনার হয়ে যাবে? 

অথবা, (খ) শুনিনা তােমার সুর, নিজেদেরি বিষাক্ত ছােবলে তুনমন করি যে আহত। 

৭।(ক) নােবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা কর। 

অথবা, (খ) সিডর’-২০০৭ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে। প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ ।

৮। চলতি ভাষায় রূপান্তর কর ।

 তিনি ইংরেজীতে সুশিক্ষিত। ইংরেজীতে প্রচলিত ভাষায়। 

মহিমা দেখিয়াছিলেন এবং বুঝিয়াছিলেন।

তিনি ভাবিলেন, বাঙ্গালার প্রচলিত ভাষাতেই বা কেন গদ্যগ্রন্থ রচিত হইবে না? 

যে ভাষায় সকলে কথােপকথন করে, তিনি সেই ভাষায় ‘আলালের ঘরের দুলাল’ প্রণয়ন

করিলেন।

 সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি।

সেইদিন হইতে শুল্ক তরুর মুলে জীবনবারি নিষিক্ত হইল।

 

(ক) বাংলা বানানের পাচটি নিয়ম উদাহরণ লেখঃ

নিচের যে-কোন পাচটি শব্দের শুদ্ধরূপ লেখ এবং কোন নিয়মে শুদ্ধ তা উল্লেখ করঃ 

প্রবাহমাণ, আনুভমিক: প্রদ্ধাঞ্জলী, উদডীন, ভ্রাতাগণ;ওতােপ্রােত, উপরােক্ত; ইতিমধ্যে। 

১০। বাংলায় অনুবাদ কর ও

I am speaking about politics which decides the fate of a nation,

people involved in politics must therefore be characterized by honesty,

patriotism, and sacrifice, Politicians should reflect in their behavior

the dream and aspiration of the people who vote them to power,

But if the love for sef-ovepowers the love for the country.

People feel deserted bad frustrate. People feel chromed in such

a situation. Now, who is going to free them

from this crisis?

১১। প্রবন্ধ রচনা কর (যেকোন একটি) ।

(ক) রাজনীতি ও নৈতিকতা; 

(খ) নবান্ন ও বাংঙ্গালি সংস্কৃতি। 

(গ) স্বদেশপ্রেম।

 (ঘ) দারিদ্র বিমােচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচী; 

(ঙ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য; 

(চ) জাতি গঠনে নারী সমাজের ভূমিকা।

 

ডিগ্রি ২য় বর্ষ বিগত সালের প্রশ্ন 2023

 

জাতীয় বিশ্ববিদ্যালয় 

[বিএ (পাস) দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০০৮ (অনুষ্ঠিত ২০০৯)]

সাহিত্য, ভাষাশিক্ষা, প্রবন্ধ (প্রবন্ধ, গল্প, কবিতা)]।

বিষয় কোড :301

| সময়-৩ ঘন্টা; পূর্ণমান-১০০ | 

দ্রিষ্টব্য ও ডানপাশে উল্লেখিত সংখ্যা পূর্ণমান জ্ঞাপক।।।  

১। (ক) “মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোন

জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ। ভাণ্ডারের সম্পদ নয়।”

সভ্যতার সংকট’ প্রবন্ধের আলােকে উক্তিটি বিশ্লেষণ কর।১৫

  অথবা, (খ) “মানুষ যুগ-যুগান্তরের ভিতর দিয়া নিজেকে অনন্ত কালের জন্য প্রতিষ্ঠিত

রাখিবার জন্য জীবনব্যাপী চেষ্টা করিতেছে।” এ উক্তির বিশ্লেষণ করে ‘অনন্ত তৃষা প্রবন্ধে

বিধৃত জীবনদর্শনের পরিচয় দাও।

২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে- কোন একটি) ও ৫

 (ক) দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তারযিনি আমার কণ্ঠে তার বীণা-বাজান। 

(খ) কৃষক পরিশ্রম করে শস্য উৎপাদন করে, প্রার্থনা করে

নয়।।

(ক) শওকত ওসমান রচিত নতুন জন্ম গল্প অবলম্বনে। ফরাজ আলির সংগ্রামশীল

জীবনের ভাষাচিত্র অঙ্কন কর। ১৫

 

অথবা, (খ) আধুনিক বণিক সভ্যতা কিভাবে মাউলত। গ্রামের লােকজ শাশ্বত জীবন

হরণ করেছে তা শামসুদ্দীন আবুল কালাম-এর ‘পথ জানা নাই’ গল্প অনুসরণে

আলােচনা কর। 

৪। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে- কোন একটি) ঃ ৫

(ক) কামেল পীরের কাছে গেলে একদিনে তিনি সব ঠিক | করিয়া দিবেন।

(খ) দুইজনে ভােরের প্রতীক্ষা করে। 

৫। (ক) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, ঐকতান’ কবিতার

মূল বক্তব্য তােমার নিজের ভাষায় লেখ ।

 অথবা, (খ) আশরাফ সিদ্দিকী রচিত ‘তালেব মাস্টার’ কবিতা অবলম্বনে তালেব

মাস্টারের দুঃখময় জীবনের একটি ভাষাচিত্র অঙ্কন

কর।

৬। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে কোন একটি ঃ ৫

(ক) শুনিনা তােমার সুর, নিজেদেরি বিষাক্ত ছােবলে তনু। মন করি যে আহত। 

(খ) তবে কি আমার, বাংলাদেশ এক সুবিশাল শহীদ

মিনার হয়ে যাবে? । 

৭। (ক) বিশেষ প্রয়ােজনে ছুটি ও কমস্থল ত্যাগের আলাে

জানিয়ে সংশিষ্ট কতৃপক্ষের কাছে ১টি পত্র লেখ। 

(খ) একজন বরেণ্য বীর মুক্তিযােদ্ধার সংবর্ধনা উপলক্ষে

একটি মানপত্র রচনা কর। 

৮। সাধু ও চলিতরীতির পার্থক্য নিরূপণ কর।

 ৯। (ক) আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ

লেখ। ৫ 

অথবা, (খ) নিচের পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখঃ গীতাঞ্জলী, মনমােহন, পিচাশ,

শশীশেখর, পৈত্রিক,

অহরাত্রি, নিপুন, কৃষিজীবি, অধ্যাবসায়, উজ্জল, আকর্ষণ। 

১০। বাংলায় অনুবাদ কর ?

Man is the architect of his own fortune. If 91 he makes a proper

division of his time and does his duties accordingly, he is sure to

improve and prosper in life bul if he does otherwise hi is sure to

repent when it istoo late and he will have to drag a

miserable existence from day today. |

১১। প্রবন্ধ রচনা কর (যে-কোন একটি) ও ২০

(ক) কৃষিকাজে বিজ্ঞান। 

(খ) বাংলাদেশে নাট্য আন্দোলন। 

(গ) ধুমপানে বিষপান। 

(ঘ) সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই ।

 (ঙ) একজন মুক্তিযােদ্ধার আত্মকাহিনী ।।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (পাস) দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০০৯ (অনুষ্ঠিত ২০১১

সাহিত্য, ভাষাশিক্ষা, প্রবন্ধ (প্রবন্ধ, গল্প, কবিতা) অনুসরণে।

বিষয় কোড ঃ 301

সময়-৩ ঘন্টা; পূর্ণমান-১০০ 

। দ্রষ্টব্যঃ ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।। ব ঠিক ।

১। (ক) ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী

কীভাবে এবং কেন যৌবনকে ‘রাজটিকা’ প্রবন্ধটিতে –

চৌধুরী কীভাবে এবং যৌবনকে ‘রাজটিকা’ পরাতে বতার

চেয়েছেন?-আলােচনা কর ১৫

অথবা, (খ) সংস্কৃতি কথা’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ । 

২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে-কোন একটি) 

 (ক) সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষের চরম।

আশ্বাসের কথা মানুষকে এসে শােনাবে এই পূর্ব দিগন্ত থেকেই।

(খ) রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়ােজন সরলতা ও

স্পষ্টতা। | 

৩। (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্পের স্বরূপ।

আলােচনা কর। ১৫

 ৪। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে-কোন ১টি)

অতীতের উদ্দাম  ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে।

খ. মনন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল।এবারে হইল অন্তরে।

 

৫। (ক) আত্মবিলাপ’ কবিতায় কবির মর্মবেদনার স্বরুপ

নির্ণয় কর। ১৫ 

অথবা, (খ) “বনলতা সেন কবিতা

নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা-গান” ‍উক্তির যথার্থ নিরুপন কর।

যথার্থতা নিরূপণ কর।

 ৬। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে- কোন একটি) : ৫

(ক) যে আছে মাটির কাছাকাছিসে কবির বাণী লাগি কান পেতে আছি ।। কির্ষণ। (খ) তবে কি আমার

বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? 

 ৭। (ক) নিজের যােগ্যতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্যাবলি দিতে time

একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়ােগের sure

জন্য আবেদনপত্র লেখ ।।

অথবা, (খ) খাদ্যে, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রয়ােগে

জনস্বাস্থ্যের বিপর্যয় রােধে করণীয় সম্পর্কে তােমার।

মতামত জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখ। 

ডিগ্রি ২য় বর্ষ বিগত সালের প্রশ্ন

৮। চলিত ভাষায় রূপান্তর কর ।

 সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা-নিশীথের সমস্ত শব্দ এবং

সমস্ত নিস্তব্ধতার পরপ্রাত হইতে বিজন বিদ্রি শয্যায় একটি উচ্ছসিত উচ্চ-মধু কণ্ঠের

হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজি লাগিল। মন নিজেকে কেবলই এই

বলিয়া পীড়া দি লাগিল। মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দি লাগিল সে সকাল

বেলাকার সেই পদ লনটা যেন কোন একটা উপায়ে সংশােধন করিয়া লওয়া উচিত।

ক) বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দের বানানের পাঁচটি নিয়ম দৃষ্টান্তসহ আলোচনা কর।

৯. (খ) নিচের যে কোন পাঁচটি শব্দের শুদ্ধরুপ লেখ ।

পিপিলিকা, শারিরীক, দুর্বিষহ, ইতিমধ্যে। খাতা, প্রাণীবিদ্যা, পিচাশ, শুধুমাত্র, আকাংখা ।

১০. বাংলায় অনুবাদ কর ।

 Many people are not aware of the value of time.

They do not know that time is life. So we should not

waste even a single moment of time. The boy who does

not realize the value of time cannot succeed in life.

we should remember that time and

tide wait for none. 

২। প্রবন্ধ রচনা কর (যে কোন একটি) ঃ ২০

(ক) ইভটিজিং-সমস্যার স্বরূপ ও প্রতিকার; 

(খ) দাও ফিরে সে অরণ্য;

 (গ) এখনও যৌতুক প্রথা; 

(ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; 

(ঙ) পল্লী ও নগর জীবনে বর্ষা।

One thought on “ডিগ্রি ২য় বর্ষ বিগত সালের প্রশ্ন 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!