BBA অনার্স বিগত বছরের বোর্ড প্রশ্ন হিসাববিজ্ঞান ২য় বর্ষ 2022

BBA অনার্স বিগত বছরের বোর্ড প্রশ্ন হিসাববিজ্ঞান ২য় বর্ষ 2022 এই পোস্টে দেয়া হলো। অনার্স ১ম বর্ষর প্রশ্ন, অনার্স ২য় বর্ষ প্রশ্ন, অনার্স ৩য় বর্ষ প্রশ্ন, অনার্স ৪র্থ বর্ষ প্রশ্ন, ডিগ্রি ১ম বর্ষ প্রশ্ন, ডিগ্রি ২য় বর্ষ প্রশ্ন, ডিগ্রি ৩য় বর্ষ প্রশ্ন, প্র্রিলিমিনারী টু মাস্টার্স প্রশ্ন, মাস্টার্স শেষ বর্ষ প্রশ্ন ও সাজেশন পাবেন আমার এই ওয়েবসাইটে। নিয়মিত চেক করুন সকল আপডেট প্রশ্ন পাবেন।

 

২০২০ সালের হিসাব বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের বিগত সালের বোর্ড প্রশ্ন

ACCOUNTING
Subject Code: 222513
[ Business Communication and Report writing (In English)]
Time – 4 hours
Full marks – 80
[N.B. Different parts of each question should be answered chronologically.]
Part A
(Answer any ten questions)
Marks – 1×10=10

1.a) What is business communication?
b)Define match communication.
C) What is demi-official letter?
d) What is gesture?
e) What is paralanguage?
f) What is interview?
g) Define audible communication.
h) What is quorum of a meeting?
i) What is decoding?
j) What is minutes?
k) Why internal communication is essential in an organization?
l) What is analytical report?

Part B
(Answer any five questions)
Marks – 4×5=20

2. Write differences between communication process and communication model.
3. What are the media of mass communication?
4. State differences between memo and letter.
5. What are the different parts of a good business letter?
6. What are the precondition for effective written communication?
7. Write the steps in preparing good business report.
8. What are the techniques of effective written communication?
9. Write the major divices of electronic communication.

Part C
(Answer any five questions)
Marks – 10×5=50

10. a) What are the major barriers to communication?
b) How to overcome such communication barriers?
11. a)What is horizontal communication?
b) How to make horizontal communication effective?
12. a) What is oral communication?
b) Discuss the limitations of oral communication.
13. a)What is formal communication?
b) Write differences between formal and informal communication.
14. a) What is communication skill?
b) Discuss the guideline for improving presentation skill.
15. a) What is CV?
b) Write an application with CV for the post of Account Officer.
16. a) What is market report?
b) Prepare an imaginary weekly report on Dhaka Stock Exchange.
17. Write short notes on –
a)Video conferencing
b)Facebook
d)Internal communication
c)Analytical report

 

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ ;পরীক্ষা ২০২০
হিসাববিজ্ঞান
বিষয় কোড: ২২২৫১১
(সামষ্টিক অর্থনীতি)
সময়- ৪
পূর্ণমান -৮০
দ্রস্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১×১০ =১০

১। ক)সামষ্টিক অর্থনীতির প্রতিশব্দ কী?
খ) সামষ্টিক অর্থনীতির চলক কী?
গ) মোট জাতীয় উৎপাদন কী?
ঘ) ব্যক্তিগত আয় কী?
ঙ) সঞ্চয় কী?
চ) মোট বিনিয়োগ কী?
ছ) শ্রম কী?
জ) L M রেখার সংজ্ঞা দাও।
ঝ) অর্থনৈতিক উন্নয়ন কী?
ঞ) ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্ব কী?
ট) সঞ্চয় অপেক্ষক কী?
ঠ) সরকারি ঋণ কী?

খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ৪×৫=২০

২। GDP এবং GNP এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৩। মুদ্রাস্ফীতির কারণগুলো কী?
৪। সামষ্টিক অর্থনীতি সীমাবদ্ধতা কী কী?
৫। আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব আলোচনা কর।
৬। সুদের নগদ পছন্দ তত্ত্বে আলোচনা কর।
৭। L M রেখার বৈশিষ্ট্য উল্লেখ কর।
৮। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচকগুলো ব্যাখ্যা কর।
৯। মজুরি প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আলোচনা কর।

গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১০×৫ = ৫০

১০। ক) সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বর্ণনা কর।
খ) “ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির একে অপরের পরিপূরক ” – ব্যাখ্যা কর।
১১। ক) অর্থনৈতিক বিশ্লেষণে জাতীয় আয়ের গুরুত্ব বর্ণনা কর।
খ) জাতীয় আয় থেকে কীভাবে মাথাপিছু আয় নির্ণয় করা হয়।
১২। ক) সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
খ) স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো লিখ।
১৩। ক) মজুরি প্রদানের পদ্ধতি আলোচনা কর।
খ) আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৪। ক) মূলধনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
খ) অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের গুরুত্ব বর্ণনা কর।
১৫।ক) মুদ্রাস্ফীতির কারণ গুলো আলোচনা কর।
খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
১৬। ক) বাংলাদেশের বেকার সমস্যার কারণসমূহ কী?
খ)বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের পদক্ষেপ সমূহ আলোচনা কর।
১৭। ক) আর্থিক নীতির উপকরণগুলো লিখ।
খ) সংক্ষেপে আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লিখ।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ ;পরীক্ষা ২০২০
হিসাববিজ্ঞান
বিষয় কোড : ২২২৫০৩
(Taxation in Bangladesh)
সময়- ৪
পূর্ণমান -৮০
[দ্রস্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১×১০ =১০

১। ক) কর কাকে বলে?
খ) সারচার্জ কী?
গ) জাতীয় রাজস্ব বোর্ড কী?
ঘ) করমুক্ত আয় কাকে বলে?
ঙ) আকস্নিক আয় কি?
চ)বার্ষিক বৃত্তি বলতে কী বুঝ?
ছ) গৃহ সম্পত্তির ক্ষেত্রে মূলধনী লাভ কখন করমুক্ত?
জ) উৎসে কর কর্তন কাকে বলে।
ঝ) অ-করধার্য আয় কী?
ঞ) আবাসিক বা বাসিন্দা বলতে কী বুঝ?
ট) SRO এর পূর্ণরূপ লিখ।
ঠ) মূসক চালানপত্র কী?

খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ৪×৫=২০

২। উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী?
৩। কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কী কী?
৪। সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝ?
৫। কপট লেনদেন কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।
৬। অকরধার্য আয় ও রেয়াতযোগ্য আয়ের পার্থক্য দেখাও।
৭। নিম্নবণিত তথ্যাবলি হতে জনার আকরাম খানের ২০১৯ – ২০২০ আয়বর্ষে বেতন খাতে মোট আয় নির্ণয় কর :
ক) ১৫০০০— ১,০০০×৪ ইবি ১,৫০০–২৩,৫০০ টাকা স্কেল ৩০ জুন তারিখে মূলবেতন ২০,৫০০ টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ ২০ নভেম্বর।
খ) বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪০%।
গ) মাসিক চিকিৎসা ভাতা ২,০০০( প্রকৃত খরচ ১,২০০ টাকা)
ঘ) তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তা বহন করেন।
ঙ) তিনি তার মূল বেতনের ১০%অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন।
৮। নিম্নবর্ণিত তথ্যাবলি হতে জনাব আকাশে কৃষি খাতে মোট আয় নির্ণয় কর :
ক) ধান বিক্রয়: প্রতি মণ ৮০০টাকা দরে ২৫ মণ।
খ) পাট কিক্রয়: প্রতি মণ ১,১০০ টাকা দরে ২৫ মণ।
গ) চা বাগান হতে আয় ৬০,০০০ টাকা।
ঘ) বর্গা প্রদও কৃষি কমি হতে নগদপ্রাপ্তি ২,০০,০০০টাকা।
৯। জনাব শফিক আহমেদর ২০১৯ – ২০২০ আয়বর্ষে তার ব্যবসায় খাতে আয়ব্যয় অবলম্বনে ব্যবসায় খাতে মোট আয় নির্ণয় কর:
ক) মোট বিক্রয় ১৫,০০,০০০ টাকা।
খ) বিক্রীত মালামালের ব্যয় ৯,০০,০০০ টাকা।
গ) কর্মচারীদের বেতন ৯০,০০০ টাকা।
ঘ) দোকানভাড়া পরিবহন ও অন্যান্য ১,৫০,০০০ টাকা।
ঙ) দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় ৪৫,০০০ টাকা।
চ) গত বছর লোকসানের পরিমাণ ছিল ১৫,০০০ টাকা।

গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১০×৫=৫০

১০। ক) আয়কর কর্তৃপক্ষ কারা?
খ) আয়কর কর্তৃপক্ষর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১১। ক) আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দাও।
খ) আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ দেখাও।
১২। ক) বিনিয়োগ ভাতার কর রেয়াত বলতে কী বুঝ?
খ) কর অব্যাহতিপ্রাপ্ত আয়গুলো আলোচনা কর।
১৩। শুল্ক কর্তৃপক্ষ কারা? শুল্ক কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য আলোচনা কর।
১৪। জনাব মোস্তাফিজার রহমান একজন বেসরকারি চাকুরীজীবী। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ :
i) মূল বেতন মাসিক ৩২,০০০ টাকা।
ii) মহার্ঘভাতা মূল বেতনের ১৫%।
iii) দুটি উৎসব বোনাস – প্রতিটি এক মাসের মূল বেতনের সমান।
iv) তাঁকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেয়া হয়েছে যার বার্ষিক মূল ১,০০,০০০ টাকা।
v) তাঁকে একটি গাড়ি দেয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।
vi) চিকিৎসা ভাতা পান মাসিক ১,০০০ টাকা।
vii)চলতি বছরে তিনি যাতায়াত ভাতা পান ১২,০০০ টাকা।
viii) তিনি অনুমোদিত প্রভিডেন্ড ফান্ডে মূল বেতনের ১০% দান করেন।
ix) আয়বর্ষে তিনি ১২.৫০% হারে উক্ত ফান্ড হতে সুদ পান ৫,০০০ টাকা।
x) তিনি গৃহপরিচারিকা ভাতা পান মাসিক ২,৫০০ টাকা।
xi) তিনি গ্রুপ বিমায় মূল বেতনের ১% দান করেন।
xii) তিনি ডিপোজিট পেনশন স্কীমে মাসিক ৭,০০০ টাকা দান করেন। সংশ্লিষ্ট আয়বর্ষে তাঁর মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয় কর।
১৫। মি. আনোয়ার একজন সবকারি কর্মকর্তা। ঢাকায় মগবাজারে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি দোতলায় নিজে বসবাস করেন এবং নিচতলা মাসিক ৭,৫০০ টাকায় ভাড়া দিয়েছেন। বাড়িটির পৌরমূল্য ১,৫০,০০০ টাকা। উক্ত বছরে বাড়িটি খরচসমূহ নিম্নরূপ :
i) ভূমি উন্নয়ন কর ৫০০ টাকা।
ii) পৌরকর ২,৫০০ টাকা।
iii) মেরামত খরচ ৩,০০০ টাকা।
iv) ভাড়া আদায় খরচ ২৫০ টাকা।
v) হাউজবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ ১৫,০০০ টাকা।
vi) উক্ত বছরে বাড়িটি এক মাস খালি ছিল।
উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ভাতা নিম্নরূপ ছিল :
ক) তার স্ত্রীকে প্রদান ৫,০০০ টাকা।
খ) ডিপোজিট পেনশন স্কীমে জমা ৫,০০০ টাকা।
গ) কল্যাণ তহবিলে ২,৫০০ টাকা এবং গোষ্টী বিমায় ১,৫০০ টাকা চাঁদা প্রদান করেন।
ঘ) সরকারি যাকাত তহবিলে প্রদান ১,০০০ টাকা।
করণীয় : ২০২০– ২০২১ করবর্ষ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে মিঃ আনোয়ারের মোট আয় ও করদায় নির্ণয় কর।
১৬। জনাব মোখলেছার একটি স্টেশনারি দোকানের মালিক। ০১-০৭-২০১৯ হতে ৩০-০৬-২০২০ তারিখ পর্যন্ত তার ব্যয় ও আয় ছিল নিম্নরূপ :
ক) মোট বিক্রয়ের পরিমাণ ১৫,০০,০০০ টাকা।
খ) বিক্রীত মালের ব্যয় ৯,০০,০০০ টাকা
গ) প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ৯০,০০০ টাকা।
ঘ) দোকান ভাড়া পরিবহন ও অন্যান ১,৫০,০০০ টাকা।
ঙ) প্রতিষ্ঠান ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় ৪৫,০০০ টাকা।
চ) বিগত বছরে লোকসানের পরিমাণ ছিল ১৫,০০০ টাকা।
মিঃ মোখলেছারের ব্যবসায় ও পেশা খাতে মোট আয় নির্ণয় কর।
১৭। ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরে জনাব মোঃ আশরাফ উদ্দিন এর আয়সমূহ নিম্নরূপ ছিল :
i) বেতন খাতে আয় ৬,০০,০০০ টাকা।
ii) গৃহ – সম্পত্তি খাতে আয় ৩,০০,০০০ টাকা।
iii) ব্যবসায় ও পেশা খাতে আয় ২,০০,০০০ টাকা।
iv) মৎস্য চাষের আয় ১৯,০০,০০০ টাকা।
v) হাঁস- মুরগির খামার হতে আয় ২৮,০০,০০০ টাকা।
vi) ডেইরি ফার্মের আয় ১৩,০০,০০০ টাকা।
জনার মোঃ আশরাফ উদ্দিন সাহেবের মোট আয় ও করদায় নির্ণয় কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ ;পরীক্ষা ২০১৮
হিসাববিজ্ঞান
বিষয় কোড: ২২২৫১১
(সামষ্টিক অর্থনীতি)
সময়- ৪
পূর্ণমান -৮০
দ্রস্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১×১০ =১০

১। ক) অর্থনীতিতে Micro এবং Macro শব্দ দুটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
খ) মহামন্দা বা ডিপ্রেশন কী?
গ) জাতীয় আয় কী?
ঘ) মধ্যবর্তী দ্রব্য কী?
ঙ) গ্রেশামের মুদ্রা বিধি কী?
চ) বিনিয়োগর প্রান্তিক দক্ষতা (MEI) বলতে কী বুঝ?
ছ) প্রকৃত মজুরি কী?
জ) বাণিজ্য চক্র কী?
ঝ) অর্থনৈতিক উন্নয়ন কী?
ঞ) সরকারি ঋণ কী?
ট) ক্লাসিক্যাল আর্থিক নীতি কী?
ঠ) বেকারত্ব কী?

খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ৪×৫=২০

২। সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর।
৩। মোট জাতীয় উৎপাদন(GNP) ও মোট দেশজ উৎপাদনের(GDP) মধ্যে পার্থক্য দেখাও।
৪। ভোগের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝ?
৫। তুমি কি মনে কর অর্থনৈতিক উন্নয়নে পূর্বশর্তগুলো বাংলাদেশে বিদ্যমান? ব্যাখ্যা কর।
৬। মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী?
৭। সে`র বিধি কী?
৮। বাংলাদেশে দারিদ্র্যের প্রধান কারণগুলো উল্লেখ কর।
৯। প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভর করে।

গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ১০×৫=৫০

১০। ক) বেকারত্বের প্রকারভেদ আলোচনা কর।
খ) বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
১১। ক) বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য কী?
খ) লেনদেনের ভারসাম্যর গুরুত্ব আলোচনা কর।
১২। ক) মোট বিনিয়োগ ও নীট বিনিয়োগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
খ) সয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য কী।
১৩। ক) জাতীয় আয় পরিমাপের অসুবিধাসমূহ লিখ।
খ) স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখার মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৪। ক) অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা কর।
খ) মূলধন গঠনের উপায়সমূহ আলোচনা কর।
১৫। ক) মুদ্রাস্ফীতির কারণগুলো আলোচনা কর।
খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
১৬। ক) অর্থনৈতিক স্থিতিশীলতার উপাদানগুলো আলোচনা কর।
খ) বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব আলোচনা কর।
১৭। ক) আর্থিক নীতির উদ্দেশ্যগুলি আলোচনা কর।
খ) আর্থিক নীতির হাতিয়ারসমূহ আলোচনা কর।

One thought on “BBA অনার্স বিগত বছরের বোর্ড প্রশ্ন হিসাববিজ্ঞান ২য় বর্ষ 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x