অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন ৩

 

 

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স  প্রথম বর্ষ পরীক্ষা
প্রধান প্রধান বৈদেশিক শাসন ব্যবস্থা: ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
চুড়ান্ত সাজেশন

বিষয় কোড: ২১১৯০৫
১।“ The british Constitution Is the mother of all Constitutions”” গ্রন্থটির রচয়িতা কে ?
উওর: ডব্লিউ বি.মনরো (W.B.Munro)

২। ব্রিটেনের রাজশক্তির ক্ষমতার উৎস কয়টি? উওর: ২টি।
৩। Introduction to the Law of the Constitution ” ” গ্রন্থটির রচয়িতা কে ? উত্তর: অধ্যাপক ডাইসি (১৮৮৫)।
৪। বৃটিশ সংবিধানের দুটি উৎস এর নাম লিখ।
উত্তর: প্রথাগত আইন ও বিচার বিভাগীয় সিদ্ধান্ত ।
৫। বৃটেনের আইন সভার উচ্চ কক্ষের ও নিম্ন কক্ষের নাম কি?
উওর: বৃটেনের আইন সভার উচ্চ কক্ষের নাম লর্ড সভা ও নিম্ন কক্ষের নাম কমন্স সভা।
৬। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর: লর্ডসভা।
৭। ইনার কেবিনেট কি?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী আস্থাভাজন কয়েকজন ক্যবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যবিনেট হলো ইনার ক্যবিনেট।
৮। ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের?
উত্তর: দ্বি-দলীয়।
৯। লর্ডসভার সভাপতিত্ব করেন কে?
উত্তর: লর্ড চ্যান্সেলর।
১০। মার্কিন যুক্তরাষ্টে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে?
উত্তর: রাষ্টপতি শাসিত শাসন ব্যবস্থা।
১১। মার্কিন যুক্তরাষ্টের রাষ্টপতিকে কারা নির্বাচন করেন?
উত্তর: মার্কিন রাষ্টপতি একটি নির্বাচক সংস্থা Electoral College কর্তৃক বিশেষ পদ্বতি অনুসারে নির্বাচন করেন।
১২। মার্কিন যুক্তরাষ্টের সিনেটের সদস্য কত?
উত্তর: ১০০ জন।
১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কি?
উত্তর: ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
১৪। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: বহুদলীয় ব্যবস্থা 

১৫। নেপোলিয়ন কে ছিলেন?
উত্তর: ফ্রান্সের একজন শাসক।
১৬। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম কি?
উত্তর: সিনেট।
১৭। ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের সংখ্যা কত?
উত্তর: ৯ জন।
১৮। ফরাসি সংবিধানের অভিভাবক কে?
উত্তর: ফরাসি রাষ্ট্রপতি।
১৯। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে।
২০। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি।
২১। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
২২। গৌরবময় বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দে।
২৩। ফ্রান্সের আইনসভার নিম্ন কক্ষের নাম কি?
উত্তর: জাতীয় সভা।
২৪। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৭৭৬ সালের ৪ জুলাই।
২৫। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে?
উত্তর: রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা।
২৬। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১০০ জন।
২৭। ক্ষমতাস্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা কে?
উত্তর: মন্টেস্কু।
২৮। ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৮ সালের ৪ অক্টোবর।
২৯। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: বহুদলীয় ব্যবস্থা।
৩০। মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য কয়টি?
উত্তর: ৫০টি।
৩১। ফ্রান্সে বর্তমানে কোন সংবিধানটি প্রচলিত রয়েছে?
উত্তর: পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান।
৩২। মার্কিন সিনেটের সদস্যরা  কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ৬ বছরের জন্য।
৩৩। মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৪ বছর।
৩৪। কমন্স সভার সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৫৫ জন।
৩৫। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: রবার্ট ওয়ালপোল।
৩৬। ব্রিটেনের রাজা-রানি কতদিন ক্ষমতায় থাকেন?
উত্তর: সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে দায়িত্ব পালনে অক্ষম কিংবা মৃত্যুর পূর্ব পর্যন্ত।
৩৭। ব্রিটেনের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
উত্তর: রক্ষণশীল দল।
৩৮। রাজতন্ত্র কি?
উত্তর: ব্রিটিশ শাসন ব্যবস্থার একটি অতি প্রাচীন প্রতিষ্ঠান।
৩৯। ব্রিটেনের ক্যাবিনেটের নেতা কে?
উত্তর: ব্রিটেনের প্রধানমন্ত্রী।
৪০। ম্যাগনাকার্টা কি?
উত্তর: ম্যাগনাকার্টা ব্রিটিশ শাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। রাজা জন ১২১৫ খ্রিস্টাব্দে এটি স্বাক্ষর করেন।
৪১। কমিউন কি?
উত্তর: ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল কমিউন।
৪২। মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, লিখিত সংবিধান ও বিচার বিভাগের প্রাধান্য।
৪৩। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখ।
উত্তর: রক্ষণশীল দল ও শ্রমিক দল।
৪৪। মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন কে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি।
৪৫। ফরাসি প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তর: ৫ বছর।
৪৬। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দ্যা গল।
৪৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর: সুপ্রিমকোর্ট।
৪৮। মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৩৮ জন।
৪৯। ব্রিটেনের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: আইনের অনুশাসন ও অলিখিত।
৫০। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উত্তর: ৪ বছর।
৫১। ফরাসি বিপ্লবের ¯স্লেগান কি?
উত্তর: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
৫২। মার্কিন প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪৩৫ জন।
৫৩। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র প্রচলিত রয়েছে?
উত্তর: নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
৫৪। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল?
উত্তর: ১৭৮৯ সালে।
৫৫। ভেটো শব্দের অর্থ কি? উত্তর: আমি মানি না।
৫৬। মার্কিন প্রেসিডেন্টকে কিভাবে অপসারণ করা হয়?
উত্তর: ইম্পিচমেন্টের মাধ্যমে।
৫৭। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উত্তর: কংগ্রেস।
৫৮। দ্য গল কে ছিলেন? উত্তর: ফ্রান্সের প্রেসিডেন্ট (১৯৫৯-১৯৬৯) ও প্রধানমন্ত্রী (১৯৫৮-১৯৫৯)।  
৫৯। সংসদীয় গণতন্ত্রের পিতৃভূমি কোনটি?
উত্তর: ইংল্যান্ড।
৬০। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী সভা কোনটি?
উত্তর: সিনেট।
৬১। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিল সর্বপ্রথম কোথায় উত্থাপন করতে হয়? উত্তর: প্রতিনিধি সভায়।
৬২। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
৬৩। ব্রিটেনে রাজনৈতিক দলের উদ্ভব হয়েছিল কখন?
উত্তর: সপ্তদশ শতাব্দীতে।
৬৪। কাকে ব্রিটেনের সকল ন্যায় বিচারের উৎস হিসেবে বিবেচন করা হয়? উত্তর: রাজা বা রানিকে।
৬৫। ব্রিটেনে কার নেতৃত্বে সরকার গঠিত হয়?
উত্তর: প্রধানমন্ত্রীর।
৬৬। পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় কক্ষ কোনটি?
উত্তর: লর্ড সভা।
৬৭। ব্রিটেনের স্পিকারের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৫ বছর।
৬৮। ব্রিটেনের কমন্সসভার সভাপতি কে?
উত্তর: স্পিকার।
৬৯। ব্রিটিশ মন্ত্রীসভাকে কোন সভা নিয়ন্ত্রণ করে?
উত্তর: কমন্সসভা।
৭০। ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের?
উত্তর: দ্বি-দলীয়।
৭১। আমেরিকা স্বাধীনতা লাভের পূর্বে কান দেশের অধীনে ছিল?
উত্তর: ব্রিটেনের।
৭২।  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মেয়াদকাল কত?
উত্তর: ২ বছর।
৭৩। মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪৩৫ জন।
৭৪। মার্কিন সিনেটে বর্তমানে কতটি স্থায়ী কমিটি আছে?
উত্তর: ১৮টি।
৭৫। মার্কিন সিনেট সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ৬ বছরের জন্য।

খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্রথা বলতে কী বুঝ?
২। ব্রিটেনে প্রথা মান্য করা হয় কেন?
৩। মার্কিন রাষ্ট্রপতির পদ মর্যাদা আলোচনা কর।
৪। ক্যাবিনেট ও মন্ত্রিপরিষদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৫। রাজকীয় বিশেষাধিকার বলতে কি বুঝ?
৬। ‘রাজার মৃত্যু নেই’- উক্তিটি যাচাই কর।
৭। ইলেক্টোরাল কলেজ কি?
৮। ‘রাজা কোনো অন্যায় করতে পারেন না’-ব্যাখ্যা কর।
৯। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়?
১০। অভিশংসন বলতে কি বুঝ?
১১। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা কর।
১২। পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা কর।
১৩। ক্যাবিনেটের একনায়কত্ব বলতে কি বুঝ?
১৪। মার্কিন সংবিধান কীভাবে সংশোধন করা হয়?
১৫। মার্কিন সিনেটকে বিশ্বের শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন?
১৬। মার্কিন রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা সম্পর্কে লিখ।
১৭। আইনের অনুশাসন বলতে কি বুঝ?
১৮। নিয়ন্ত্রণ ও  ভারসাম্য নীতি কি?
১৯। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বর্ণনা কর।
২০। ফ্রান্সের দলীয় ব্যবস্থার বর্ণনা কর।
২১। ফরাসি পার্লামেন্টের গঠন লিখ।
২২। ফরাসি প্রধানমন্ত্রীর দুইটি কাজের বর্ণনা দাও।
২৩। মার্কিন সিনেটের গঠন লিখ।
২৪। ফ্রান্সের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লিখ।
 
রচনামূলক প্রশ্ন- রচনামূলক প্রশ্ন
১। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
২। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
৩। ক্যাবিনেটের একনায়কত্ব কী? ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
৪। আইনের অনুশাসন বলতে কি বুঝ? আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির ধারণা সমালোচনাসহ আলোচনা কর।
৫। ব্রিটেনে প্রথা মান্য করা হয়? আলোচনা কর।
৬। ‘ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌম’- উক্তিটি ব্যাখ্যা কর।
৭। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৮। মার্কিন প্রতিনিধি সভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৯। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? মার্কিন সুপ্রিম কোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
১০। বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা বলতে কী বুঝ? মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনা ক্ষমতা ব্যাখ্যা কর।
১১। ব্রিটেনের লর্ড সভা ও যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।
১২। ‘মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ’-ব্যাখ্যা কর।
১৩। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য’ নীতি কিভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
১৫। ফরাসি পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
১৬। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুসারে ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
১৭। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সমন্বয়- আলোচনা কর।
১৮। ফরাসি বিচার ব্যবস্থার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!