সাধারণ জ্ঞান

প্রশ্ন : রোহিঙ্গাদের জন্য ‘ভাসানচর প্রকল্প পরিচিত কী নামে?
উত্তর : ‘আশ্রায়ন প্রকল্প-৩ নামে।

প্রশ্ন : বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি?
উত্তর :১৪৩টি।

প্রশ্ন : প্রথমবারের মত সফলভাবে দেশে উৎপাদন হয়েছে
উত্তর : হোয়াইট টি। অপর নাম (সিলভার নিডল ২ হোয়াইট টি)।

প্রশ্ন : ‘হোয়াইট  টি’ এর উদ্ভাবক কে?
উত্তর :নাসির উদ্দিন খান

প্রশ্ন : বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :১৩৫ তম।

প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?
উত্তর :১ শতাংশ।

প্রশ্ন : খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি?
উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

প্রশ্ন : বাংলাদেশ- ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২ কিলোমিটার।

প্রশ্ন : সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : জেনারেল আব্দুল আজিজ।

প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

প্রশ্ন : নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?
উত্তর :২০২৩ সালে।

প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় ‘ডব্লিউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন কে?
উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রশ্ন : করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে?
উত্তর :কাকন নাগ ও নাজনীন সুলতানা।

প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?
উত্তর :নরওয়ে।

প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা করেছে?
উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।

প্রশ্ন : স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : মনোহরদী, নরসিংদী।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুরাল ‘হিমালয়’ কোথায় অবস্থিত?
উত্তর : লৌহজং, মুন্সীগঞ্জ।

প্রশ্ন : বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।

প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর : বিচারপতি মো: শাহিনুর ইসলাম।

প্রশ্ন : বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৮৮৩টি।

প্রশ্ন : বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বাংলাদেশে বিদেশী বিনিয়োগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?
উত্তর : ২০২৭।

প্রশ্ন : ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে ।
উত্তর : ২১৫।

প্রশ্ন : ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ শুরু হবে কবে?
উত্তর : ২০২২ সালে।

 

প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?
উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।

প্রশ্ন : “Opportunity Hub এর ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
উত্তর : পাভেল সারওয়ার।

প্রশ্ন : অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব।

প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন কে?
উত্তর : মনোয়ারা হাবীব।

প্রশ্ন : দেশে প্রথম করোনার ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরোনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।

প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।

প্রশ্ন : প্রথমবারের মত দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : সিলেট।

প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শোননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।

প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?
উত্তর : হোমসেন্ড নেটওয়ার্ক।

প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।

প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রোডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে?
উত্তর : ৬টি।

প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।

প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)

প্রশ্ন : RSF এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণ মাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫১তম।

প্রশ্ন : বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম টিকা নেন- নার্স রুনু বেরোনিকা কস্তা)।

প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপো নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।

প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।

প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মোহাম্মদ মোরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।

প্রশ্ন : অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করোনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।

প্রশ্ন : করোনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে (ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ)।

প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।

প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- র্পোট লুইসে)।

প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।

প্রশ্ন : সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রোগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।

প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।

প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।

প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।

প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।

প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।

প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।

প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম?
উত্তর : সপ্তম।

প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।

প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নোয়াখালী।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৫১০ কিলোওয়াট ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!